গান

আহা কারে দেখে আঁখিতে আর
পলক পড়ে না?
সে তো  চলে গেল চেয়েই,– যেন
নাহিক চেনা!
বাধা পেয়ে মনের কথা
রয়ে গেল মনেই গাঁথা,
অভিমানে অন্ধ হিয়া,
অশ্রু ঝরে না!