ফুলের ফসল/মধু ও মদিরা
(পৃ. ৪৪-৪৫)
মধু ও মদিরা
বাঞ্ছিত ধন পেলেনা? তবু তো
সঙ্গী পেয়েছ, হায়!
মধু মিলিল না? পাত্র তোমার
ভরি’ লহ মদিরায়!
ব্যথার চিহ্ন দিয়োনা লাগিতে,
অশ্রু নিবারো উতরোল গীতে,
অধরের হাসি নয়নের আলো
নিবিয়া যেন না যায়।
থাক তুমি থাক চিরদিন সুখে,
থাক কৌতুক-বিকশিত মুখে,
গরল ভখিয়া পাগল কে হ’ল
কি ফল ভাবিয়া তায়।