শীতের শাসন

কুসুম-কলি শীতের শাসন চায় গো ভুলিতে!
বিরূপ হাওয়া ন্যায় না তারে ঘোম্‌টা খুলিতে
আঁখির পাতায় পাতায় জড়ায়, হায়!
কুহেলি আজ কেবল বেড়ায়, তায়,
ঘুমের কাজল মাথায় চোখে তন্দ্রা-তুলিতে,
(আঁখি) দ্যায়না তুলিতে!
আঁখিতে তার বুলায় পাখীর পর,—
রিমিঝিমি বিবশ কলেবর,
স্বপন-ঘোরে কুসুম-কলি লুটায় ধূলিতে;
(আঁখি) হয় না খুলিতে।