বনবাণী/নটরাজ-ঋতুরঙ্গশালা/বর্ষার প্রবেশ


বর্ষার প্রবেশ

গান

নমো, নমো, করুণাঘন নমো হে।
নয়ন স্নিগ্ধ অমৃতাঞ্জনপরশে,
জীবন পূর্ণ সুধারসবরষে,
তব দর্শনধনসার্থক মন হে,
অকৃপণবর্ষণ করুণাঘন হে।


প্রত্যাশা


গান


তপের তাপের বাঁধন কাটুক
রসের বর্ষণে,
হৃদয় আমার শ্যামল-বঁধুর
করুণ স্পর্শ নে।

‘ঐ কি এলে আকাশপারে
দিক্‌-ললনার প্রিয়,
চিত্তে আমার লাগল তোমার
ছায়ার উত্তরীয়।’

অঝের-ঝরণ শ্রাবণজলে,
তিমিরমেদুর বনাঞ্চলে
ফুটুক সোনার কদম্বফুল
নিবিড় হর্ষণে।

‘মেঘের মাঝে মৃদঙ তােমার
বাজিয়ে দিলে কি ও
ঐ তালেতেই মাতিয়ে আমায়
নাচিয়ে দিয়াে দিয়াে।’

ভরুক গগন, ভরুক কানন,
ভরুক নিখিল ধরা,
দেখুক ভুবন মিলনস্বপন
মধুর-বেদন-ভরা।
পরান-ভরানাে ঘন ছায়াজাল
বাহির-আকাশ করুক আড়াল-
নয়ন ভুলুক, বিজুলি ঝলুক
পরম দর্শনে।