বনলতা সেন/তুমিও মৃত্যুর মতো
(পৃ. ১০৮)
তুমিও মৃত্যুর মতাে
তুমিও মৃত্যুর মতাে ওহে সিন্ধু অই দূর উত্তর মেরু,—
জীবনের ঘণ্টা নিয়ে কেউ গিয়ে তােলেনাকো কোনাে কোলাহল
তােমার বুকের পরে,—মৃত্যুর চুমাের মতাে ঘুমন্ত শীতল
তােমার হৃদয় এই;—আকাঙ্ক্ষা নাইকো তার,—কোনাে এক দুর
অধীর করে না তারে;—আমাদের অন্তরের অসহিষ্ণু সুর
শােনে না সে,—খোঁজে না সে অবসাদে অন্য-এক আকাশের তল!
তারার আলাের নিচে পড়ে আছে শান্ত হিম সমুদ্র ধবল!
জীবনের সব শ্রান্তি শেষ হ’লে মরণের মতন মধুর
যেই অবসর আসে তারার আলাের তলে আমাদের তরে
কোনাে এক শীতরাতে পৃথিবীর অন্ধকার ঘুমের জগতে,—
তখন তােমার মতাে হে সমুদ্র, আমরা ঘুমাই পরস্পরে!
তখন জানি না আর,—জানিতে চাই না আর পৃথিবীর পথে
কারা সব জেগে আছে!—জানিতে চাহি না কারা কোলাহল করে।
অথবা ঘুমায় কারা ক্লান্ত হয়ে তুষারের সমুদ্রে-পর্বতে!—