বাঙ্গলা ব্যাকরণ/বিশেষ্য
(পৃ. ২২-২৩)
বিশেষ্য।
যে শব্দ দ্বারা জাতি, গুণ, ব্যাপার, ব্যক্তি বা বস্তু বুঝায় তাকে বিশেষ্য[১] কহে। যথা; গো, অশ্ব; গুরুত্ব, লঘুত্ব; গমন, ভোজন; যদু, গোপাগ; অগ্নি, জল ইত্যাদি।
বিশেষ্যের লিঙ্গ, বচন, পুরুষ ও কারক আছে। তাহা জানিলে বাক্যার্থজ্ঞান জন্মে।
- ↑ বিশেষ্য পাঁচ ভাগে বিভক্ত। যথা; জাতি বাচক, গুণবাচক, ক্রিয়াবাচক, সংজ্ঞাবাচক ও দ্রব্য বাচক।
যাহা দ্বারা এক এক জাতিকে বুবায়, তাহাকে জাতিবাচক শব্দ কহে। যথা; মনুষ্য, গো, পতঙ্গ ইত্যাদি।
যাহা দ্বারা গুণ প্রকাশ হয়, তাদৃশ শব্দকে গুণবাচক বলে। যথা; শুক্ল, নীল, পীত, গুরুতা, লাঘব ইত্যাদি।
পাক, ভেজন, গমন ইত্যাদি ক্রিয়াঘটিত শব্দকে ক্রিয়াবাচক বলে।
আর একবস্তুমাত্রের বোধক শব্দকে সংজ্ঞাবাচক কহে। যথা; রাম, কৃষ্ণ, শ্যাম ইত্যাদি।
অগ্নি, জল, বায়ু, কাষ্ঠ ইত্যাদি এক এক বস্তুবোধক শব্দকে দ্রব্যবাচক বলে।