বাঙ্গালীর প্রতিভা ও সুভাষচন্দ্র/আজাদ হিন্দ ফৌজের সমর সঙ্গীত

আজাদ হিন্দ ফৌজের সমর-সঙ্গীত

কদম্ কদম্ বাঢ়ায়ে যা
খুসীকে গীত গায়ে যা
এ জীন্দগী হ্যায় কৌম কী
তো কৌম পে লুটায়ে যা॥
তু শেরে-ই-হিন্দ আগে বঢ়
মরণ্‌সে ফির ভী তু ন ডর
আসমান্ তক উঠাকে শির
জোসে বতন বঢ়ায়ে যা॥
তেরা ঁহিম্মত বাঢ়তী রহে
খুদা তেরে শুনতা রহে
যো সামনে তেরে চঢ়ে
তো খাক সে মিলায়ে যা॥
চলে। দিল্লী পুকারকে
কোম-ই নিশান সামালকে
লাল কিল্লে পৈ গাড়কে
লহ্‌রায়ে যা লহ্‌রায়ে যা॥

জয়হিন্দ—

বঙ্গানুবাদ

তালে তালে তালে ফেলিয়া পা
আনন্দ-গীত গাহিয়া যা
প্রাণ যদি তোর দেশের তরে
তারি পায়ে দে লুটিয়ে তা॥
ভারতের বাঘ অগ্রসর
মরণে কভু সে করেনা ডর
আসমানে শির তুলিয়ে ধর
শক্তি বাড়িয়ে এগিয়ে যা॥
বাড়বে শক্তি শক্তিমান
শুনেছেন ডাক ভগবান
সামনে যেজন আসবে ধেয়ে
ভস্ম করিয়া চলিয়া যা।
‘দিল্লী চলো’ হুংকার করি
জাতীয় পতাকা দর্পেতে ধরি
উড়াইতে লাল কেল্লা-উপরি
তরঙ্গ সম এগিয়ে যা॥

জয়হিন্দ—

“গল্পদাদু”