বাঙ্গালীর প্রতিভা ও সুভাষচন্দ্র/দুর্ভিক্ষে সাহায্য
(পৃ. ১০৭-১০৮)
দুর্ভিক্ষে সাহায্য
১৯৪৩ সালের জুলাই মাসে বঙ্গদেশের দুর্ভিক্ষে লক্ষ লক্ষ নরনারী যখন মৃত্যুমুখে পতিত হইতেছিল, তখন দেশগৌরব সুভাষচন্দ্র সিঙ্গাপুর হইতে রেডিও যোগে জানাইয়াছিলেন, ব্রিটিশ গভর্ণমেণ্ট সম্মত হইলে তিনি আজাদ গভর্ণমেণ্টের প্রতিনিধিস্বরূপ দুর্ভিক্ষের প্রতিকার কল্পে এক লক্ষ টন চাউল এদেশে পাঠাইতে পারেন। ব্রিটিশ গভর্ণমেণ্ট এ প্রস্তাব অনুমোদন করেন নাই।