বাঙ্গালীর প্রতিভা ও সুভাষচন্দ্র/মাসিক বুলেটিন
মাসিক বুলেটিন।
প্রতিমাসে Independence League এর বুলেটিন বাহির হইত। ১৯৪৩ সালের বুলেটিনে প্রকাশিত হইয়াছিল যে পূর্ব্ব এশিয়ার ভারতীয়গণ এখন আর বৈদেশিক শক্তির অধীন নহে। তাহারা স্বাধীন আজাদ হিন্দ গভর্ণমেণ্টের প্রজা। অস্থায়ী স্বাধীন গভর্ণমেণ্টের সদস্য হইতে হইলে সকলকেই শপথ গ্রহণ করিতে হইত। ১৯৪৪ সালের আগষ্ট মাসের বুলেটিন দৃষ্টে জানা যায় যে তৎকালে ২৩২৫৬২ জন সদস্য শপথ গ্রহণ করিয়া League এর সদস্য শ্রেণীভুক্ত হইয়াছে।
সংবাদ পত্র
ক্যাপ্টেন সেগল রলিয়াছেন দ্বিতীয় আজাদ হিন্দ গভর্ণমেণ্ট ইংরাজী, রোমান, উর্দ্দু ও তামিল ভাষায় যে সকল সংবাদপত্র প্রকাশের ব্যবস্থা করিয়াছিলেন তাহাদের মধ্যে ‘দৈনিক আজাদ হিন্দ' (Daily Azad Hind) ‘দিল্লী চলো’ (On to Delhi) এবং ‘ভারতের বাণী’ (Voice of India) এই গুলিই প্রধান। এতদ্ভিন্ন এই গভর্ণমেণ্ট হইতে বহু পুস্তিকাও প্রকাশিত হইত। রেঙ্গুণ ও সিঙ্গাপুরে তাহাদের নিজের ছাপাখানা ছিল।