বাঙ্গালীর প্রতিভা ও সুভাষচন্দ্র/স্বদেশী লিগ

বেঙ্গল স্বদেশী লিগ

 ১৯৩০ সালের ডিসেম্বর মাসে সুভাষচন্দ্র “বেঙ্গল স্বদেশী লীগ” নামক সমিতি গঠন করেন, এবং তিনি নিজেই ইহার সভাপতির পদ গ্রহণ করেন। শ্রীযুক্ত ললিত মোহন দাস ইহার ভাইস প্রেসিডেণ্ট, শ্রীযুক্ত কিরণ শঙ্কর রায় জেনারেল সেক্রেটারি এবং শ্রীযুক্ত আনন্দজি হরিদাস কোষাধ্যক্ষ নিযুক্ত হন। কলেজ ষ্ট্রীট মার্কেট এই লীগের কার্য্যালয় নির্দ্দিষ্ট হইয়াছিল। ব্যবসায় বাণিজ্যের প্রসার বৃদ্ধি, শিল্পের উন্নতি, স্বদেশী প্রচার প্রভৃতি দেশের মঙ্গলকর কার্য্যই এই লীগের কর্ম্মসূচির অন্তর্ভুক্ত ছিল। ১৯৩১ সালে তাঁহার সম্পাদনায় এই লীগ হইতে”স্বদেশী বয়কট” নামে ইংরাজি বুলেটীনও প্রকাশিত হইয়াছিল।