বিদায়-আরতি/কোনো নেতার প্রতি
(পৃ. ৩৭)
কোনো নেতার প্রতি
দশে যা’ বর্জ্জন করে, লোকে বলে, সেই আবর্জ্জনা .
তাই শিরোধার্য্য হ’ল? তাই হ’ল তব উপার্জ্জনা?
বিদেশীর দরজায় পেয়ে উচ্ছ উচ্ছিষ্টের কণা
থেমে গেল অকস্মাৎ তুগু-পুটে সিংহের গর্জ্জন!
স্বদেশ একদা যারে দিয়েছিল ফুলের মুকুট,
একি হায় সেই তুমি? মর্য্যাদায় রাজার অধিক—
ছিল যেই! এ কি ভিক্ষাবৃত্তি আজ? একি ঝুটমুট—
ঝুটা সম্মানের লাগি’ সম্মানীর লাঞ্ছনা, হা ধিক্।
জীয়ন্ত জালিয়া-বাগে পুঁতে ফেলে ভারত-মাতায়,
শ্রাদ্ধে দেবে স্বর্ণ-ধেনু; অগ্রাহ্য সে অমানুষ দান;
ভাটেরা আসুক ছুটে, দলে দলে, ক্ষতি নাই তায়,
তুমি যে ভিড়েছ সঙ্গে, এই দাগা, এই অপমান।
না লুকাতে রক্তচিহ্ন, না শুকাতে নয়নের পানি,
প্রবীণ স্বদেশ-ভক্ত! যেচে গিয়ে হ’লে অগ্রদানা!