সন্ধ্যা সঙ্গীত/হলাহল: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Mahir256 (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
Mahir256 (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
১ নং লাইন:
<pages index="সন্ধ্যা সঙ্গীত-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu" from=2 to=2/>
 
{{শীর্ষক
|শিরোনাম= [[../]]
১২ ⟶ ১০ নং লাইন:
|প্রবেশদ্বার =
}}
<pages index="সন্ধ্যা সঙ্গীত-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu" from=258 to=260/>
<div style="padding-left:2em;">
<poem>
এমন ক ' দিন কাটে আর !
ললিত গলিত হাস , জাগরণ , দীর্ঘশ্বাস ,
সোহাগ , কটাক্ষ , মান , নয়নসলিলধার ,
মৃদু হাসি -- মৃদু কথা -- আদরের , উপেক্ষার --
এই শুধু , এই শুধু , দিনরাত এই শুধু --
এমন ক'দিন কাটে আর !
কটাক্ষে মরিয়া যায় , কটাক্ষে বাঁচিয়া উঠে ,
হাসিতে হৃদয় জুড়ে , হাসিতে হৃদয় টুটে ,
ভীরুর মতন আসে দাঁড়ায়ে রহে গো পাশে ,
ভয়ে ভয়ে মৃদু হাসে , ভয়ে ভয়ে মুখ ফুটে ,
একটু আদর পেলে অমনি চরণে লুটে ,
অমনি হাসিটি জাগে মলিন অধরপুটে ,
একটু কটাক্ষ হেরি অমনি সরিয়া যায় --
অমনি জগৎ যেন শূন্য , মরুভূমি - হেন ,
অমনি মরণ যেন প্রাণের অধিক ভায় ।
প্রণয় অমৃত এ কি ? এ যে ঘোর হলাহল --
হৃদয়ের শিরে শিরে প্রবেশিয়া ধীরে ধীরে
অবশ করেছে দেহ , শোণিত করেছে জল ।
কাজ নাই , কর্ম নাই , বসে আছে এক ঠাঁই ,
হাসি ও কটাক্ষ লয়ে খেলেনা গড়িছে যত ,
কভু ঢুলে - পড়া আঁখি কভু অশ্রুভারে নত ।
দূর করো , দূর করো , বিকৃত এ ভালোবাসা
জীবনদায়িনী নহে , এ যে গো হৃদয়নাশা ।
কোথায় প্রণয়ে মন যৌবনে ভরিয়া উঠে ,
জগতের অধরেতে হাসির জোছনা ফুটে ,
চোখেতে সকলি ঠেকে বসন্তহিল্লোলময় ,
হৃদয়ের শিরে শিরে শোণিত সতেজে বয় --
তা নয় , একি এ হল , একি এ জর্জর মন !
হাসিহীন দু অধর , জ্যোতিহীন দু নয়ন !
দূরে যাও , দূরে যাও , হৃদয় রে দূরে যাও --
ভূলে যাও , ভুলে যাও , ছেলেখেলা ভুলে যাও ।
দূর করো , দূর করো , বিকৃত এ ভালোবাসা --
জীবনদায়িনী নহে , এ যে গো হৃদয়নাশা ।
</poem>
</div>