গীতবিতান/আনুষ্ঠানিক/১৪: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Mahir256 (আলোচনা | অবদান)
"{{শীর্ষক |শিরোনাম=../../ |টীকা = |লেখক =রবীন্দ্রনাথ ঠাকুর |বছর = |..." দিয়ে পাতা তৈরি
(কোনও পার্থক্য নেই)

১৫:১৯, ৭ আগস্ট ২০২০ তারিখে সংশোধিত সংস্করণ

১৪

এসো হে গৃহদেবতা,
এ ভবন পুণ্যপ্রভাবে করো পবিত্র।
বিরাজো জননী, সবার জীবন ভরি—
দেখাও আদর্শ মহান চরিত্র।
শিখাও করিতে ক্ষমা, করো হে ক্ষমা,
জাগায়ে রাখো মনে তব উপমা,
দেহে ধৈর্য হৃদয়ে—
সুখে দুখে সঙ্কটে অটল চিত্ত।
দেখাও রজনী-দিবা  বিমল বিভা,
বিতরো পুরজনে শুভ্র প্রতিভা—
নব শোভাকিরণে
করো গৃহ সুন্দর রম্য বিচিত্র।
সবে করো প্রেমদান  পূরিয়া প্রাণ—
ভুলায়ে রাখো, সখা, আত্মাভিমান।
সব বৈর হবে দূর
তোমারে বরণ করি জীবনমিত্র।