পাতা:বিদ্যাসাগর-প্রবন্ধ - শিবাপ্রসন্ন ভট্টাচার্য.pdf/৩: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

(কোনও পার্থক্য নেই)

০৫:৪৪, ২৩ সেপ্টেম্বর ২০২০ তারিখে সংশোধিত সংস্করণ

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

বিজ্ঞাপন।

 কতিপয় বিদ্যোৎসাহী সাহিত্যানুরাগী মহোদয়ের যত্নে ১৩০৪ সালের ১৩ই শ্রাবণ তারিখে কলিকাতা বিডনষ্ট্রীটস্থ এমারল্ড থিয়াটর গৃহে স্বর্গীয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের স্মরনার্থ একটা সভা আহুত হয়। সু প্রসিদ্ধ শ্ৰীযুক্ত সত্যেন্দ্র নাথ ঠাকুর মহাশয় এই সভায় সভা পতির আসন গ্রহণ করেন। সভাস্থলে বিদ্যাসাগর মহাশয় সম্বন্ধে কিছু আলােচনা করিবার জন্য একটা প্রবন্ধ পাঠ করিতে আমি কয়েকটী বন্ধু কর্ত্তৃক অনুরুদ্ধ হই। কতক সেই অনুরােধ রক্ষার জন্য, কতক নিজে অনেক দিন হইতে বিদ্যাসাগর মহাশয়ের আচার, ব্যবহার, স্বভাব, চরিত্র, কাৰ্য্যাদি সম্বন্ধে কিছু লিখিব বা বলিব এরূপ ইচ্ছা করিতে ছিলাম তজ্জন্য, এই সামান্য প্রবন্ধ পাঠে প্রবৃত্ত হই। বহুকাল বিদ্যাসাগর মহাশয়ের চরণতলে আশ্রয় লাভ করিয়াছিলাম, তাঁহার সম্বন্ধে অনেক কথাই নিজে শুনিয়াছি, অনেক ব্যাপারই নিজে দেখিয়াছি; তন্মধ্যে