পাতা:বিদ্যাসাগর-প্রবন্ধ - শিবাপ্রসন্ন ভট্টাচার্য.pdf/১০৮: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

(কোনও পার্থক্য নেই)

০৫:৫৭, ২৩ সেপ্টেম্বর ২০২০ তারিখে সংশোধিত সংস্করণ

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

৸৹

সুনীতি ও সুরুচি, (১৪)সৌন্দর্য্য, (১৫)কাব্য ও কামিনী, (১৬)বিজ্ঞানবিভ্রাট, (১৭)বর্ণধৰ্ম্ম, (১৮)গৃহিণী।

 প্রবন্ধগুলি মুখরোচকও বটে এবং শিক্ষাপ্রদও বটে। স্ত্রী বালক যুবক বৃদ্ধ সকলেরই ইহা পাঠ্য।


বঙ্গবাসী, ২ অগ্রহায়ণ ১৩০৪।

 প্ৰয়াস কলিকাতা হাইকোর্টের সুবিখ্যাত উকিল শ্রীযুক্ত শিবাপ্রসন্ন ভট্টাচার্য প্রণীত। মূল্য দশ আনা। সাময়িক পত্রে ভট্টাচাৰ্য মহাশয় যে সকল প্রবন্ধ লিখিয়াছেন, সেই সকল প্রবন্ধই একত্র করিয়া এই গ্রন্থ সঙ্কলিত হইযাছে। গ্রন্থকারের চিন্তাশক্তি, ধীশক্তি ও লিপিশক্তি—এই ‘প্রয়াস’ গ্রন্থে বিশিষ্টরূপ প্রকাশ পাইয়াছে। হাইকোর্টের যেরূপ তিনি কৃতী উকিল, সেই রূপ তিনি কৃতী লেখক। সরস্বতী পূজা, ধূপছায়া, শকুন্তলার প্রত্যাখ্যান, আমাদের কন্যা, গ্যারিবল্ডি, কাব্য ও কামিনী,—এই