পাতা:বিদ্যাসাগর-প্রবন্ধ - শিবাপ্রসন্ন ভট্টাচার্য.pdf/১০৯: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

(কোনও পার্থক্য নেই)

০৬:০২, ২৩ সেপ্টেম্বর ২০২০ তারিখে সংশোধিত সংস্করণ

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

৸৴৹

সকল প্রবন্ধ শিক্ষাপ্রদ, মাধুৰ্য্যময় এবং গবেষণা পূর্ণ। ভট্টাচাৰ্য মহাশয় এখন হাইকোর্টের উকিল, পসার প্রতিপত্তি দিন দিন বৃদ্ধি পাইতেছে। এখন অবসর অল্প হইলেও প্রার্থনা বঙ্গসাহিত্যসেবায় তিনি যেন পরাঙ্মুখ না হন উপযুক্ত সন্তান মাতৃপূজায় কখন বিস্মৃত হন ন—ইহাই আমাদের আশা।


 প্রয়াস। শ্রীশিবাপ্রসন্ন ভট্টাচাৰ্য প্রণীত। গ্রন্থ পাঠ করিয়া সুখী হইয়াছি, অসুখীও হইয়াছি। সুখী হইয়াছি, ক্ষমতার পরিচয় পাইয়া। অসুখী হইয়াছি, অবহেলার নিদর্শন দেখিয়া। গ্রন্থকার মতাশালী—বিদ্বান, বুদ্ধিমান এবং ভাবুক। কিন্তু যে পরিমাণ ভাবুকতা তাঁহার আছে, তাহার সম্পূর্ণ বিকাশ এই সকল প্রবন্ধে হইতে পায় নাই। দ্রুতরচনাই বােধ হয় ইহার কারণ। ভূমিকাতেই দেখিলাম এই গ্রন্থে সন্নিবেশিত প্রবন্ধগুলি প্রথমে সাময়িক পত্রের জন্য লিখিত হইয়া ছিল। সাময়িক