পাতা:বিদ্যাসাগর-প্রবন্ধ - শিবাপ্রসন্ন ভট্টাচার্য.pdf/১১১: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

(কোনও পার্থক্য নেই)

০৬:১১, ২৩ সেপ্টেম্বর ২০২০ তারিখে সংশোধিত সংস্করণ

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

৸৶৹

বসুমতী, ৬ই মাঘ, বৃহস্পতিবার, ১৩০৫ সাল।

 প্রয়াস। শ্রীশিবাপ্রসন্ন ভট্টাচাৰ্য্য প্রণীত। শিবাপ্রসন্ন বাবু বাঙ্গালা সাহিত্য-ক্ষেত্রে অপরিচিত নহেন। তিনি মাসিক পত্রিকা প্রভৃতিতে সময়ে সময়ে যে সকল প্রবন্ধ লিখিয়াছিলেন, তাহারই কতকগুলি প্রবন্ধ এই গ্রন্থে সন্নিবেশিত করিয়াছেন। প্রয়াসের ভাষা সুখপাঠ্য ও প্রাঞ্জল। আমরা প্রয়াসের প্রবন্ধ গুলি পাঠ করিয়া বিশেষ সন্তোষ লাভ করিয়াছি।


 প্রয়াসের মূল্য ॥৵৹ দশ আনা মাত্র ইহা কলিকাতার সকল প্রধান বাঙ্গালা পুস্তকের দোকানে এবং ২৩নং কেথিড্রেল মিশন লেনে প্রকাশকের নিকট হইতে পাওয়া যায়।