পাতা:বিদ্যাসাগর-প্রবন্ধ - শিবাপ্রসন্ন ভট্টাচার্য.pdf/১০৭: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

(কোনও পার্থক্য নেই)

১০:২২, ২৩ সেপ্টেম্বর ২০২০ তারিখে সংশোধিত সংস্করণ

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

॥৶৹

কান্তের দপ্তরের পর এ শ্রেণীর পুস্তক এই নূতন।


জন্মভূমি, আষাঢ়, ১৩০৪।

 প্রয়াস। কলিকাতা হাইকোর্টের উকীল শিবাপ্রসন্ন ভটাচাৰ্য প্রণীত। মূল্য দশ আনা। উত্তম বাঁধাই। নবজীবন, মালঞ্চ প্রভৃতি সাময়িক পত্রে গ্রন্থকারের যে সকল প্রবন্ধ প্রকাশিত হইয়াছিল, এই গ্রন্থে সেইগুলি তিনি একত্র সন্নিবেশিত করিয়াছেন। গ্রন্থের নাম হইয়াছে,—প্রয়াস। নিম্নলিখিত প্রবন্ধগুলি গ্রন্থে সন্নিবেশিত হইয়াছে।

 (১)ধরণী ও রমণী; (২)ধূপছায়া, (৩)সরস্বতী পূজা, (৪)শকুন্তলার প্রত্যাখ্যান, (৫)তৈল তত্ত্ব, (৬)তেলেজলে ঠাণ্ডা হয়, (৭)স্বাধীন বৃত্তি, (৮)আমাদের কন্যা, (৯)সত্য, (১০)স্ত্রী শিক্ষা সম্বন্ধে দুটি একটী কথা, (১১)গারিবল্ডি (১২)আমাদের জাতীয় মহাসভা, (১৩)