পাতা:বিদ্যাসাগর-প্রবন্ধ - শিবাপ্রসন্ন ভট্টাচার্য.pdf/৪: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

(কোনও পার্থক্য নেই)

১৫:২৬, ১৫ অক্টোবর ২০২০ তারিখে সংশোধিত সংস্করণ

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গোটাকত কথা মাত্র এই প্রবন্ধে সন্নিবিষ্ট হই. আছে। এস্থলে বলা আবশ্যক যে এই প্রবন্ধ প্রণয়নে আমার শ্রদ্ধাস্পদ বন্ধু শ্ৰীযুক্ত বিহারীলাল সরকার মহাশয়ের প্রণীত বিদ্যাসাগর মহাশয়ের জীবনী ও অপরাপর দুই এক খানি পুস্তক হইতে বিশেষ সাহায্য পাইয়াছি। প্রবন্ধ পাঠের পর অনেক ভদ্রলােক বিদ্যাসাগর মহাশয়ে প্রতি ভক্তিপ্রবণ তা নিবন্ধন প্রবন্ধটি ছাপাইবার জন্য আমাকে অনুরোধ করেন। তাহাদের সেই অনুরোধ রক্ষার জন্যই এই প্রবন্ধটা পুস্তকাকারে প্রকাশিত হইল।

 এস্থলে কর্তব্যবোধে বলা আবশ্যক যে, আমার শ্রদ্ধাপদ স্বর্গীয়বন্ধু বঙ্গসাহিত্যে সুপরিচিত গিরিজাপ্রসন্ন রায় মহাশয়ের উৎসাহ ও সাহায্য না পাইলে এই প্রবন্ধ প্রকাশিত হইত না।

চাপাতলা-কলিকাতা) } শিৰাস ভট্টাচাৰ্য ১১ চৈত্র ১৩০৫ সাল।