পাতা:মুর্শিদাবাদ কাহিনী.djvu/৩৫৮: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

Nasirkhan (আলোচনা | অবদান)
NasirkhanBot (আলোচনা | অবদান)
Content fix.
পাতার প্রধান অংশ (পরিলিখিত হবে):পাতার প্রধান অংশ (পরিলিখিত হবে):
১ নং লাইন: ১ নং লাইন:
ব্রাহ্মণদিগকে তাহাদের স্বজাতিগণ সমাজে গ্রহণ করিতেন না। কাজেই তাহাদিগকে জাতিচ্যুত হইয়৷ দীনবেশে সময় কাটাইতে হইত। এইরূপে অপমানের ভয়ে, অনেক ব্রাহ্মণ দেবীসিংহের কঠোর প্রস্তাবে স্বীকৃত হইতেন; যাহারা স্বীকৃত না হইতেন, তাহারা ঐরূপ শাস্তি ভােগ করিয়া, জাতি হারাইয়৷ দেশত্যাগ করিতে বাধ্য হইতেন।
ব্রাহ্মণদিগকে তাহাদের স্বজাতিগণ সমাজে গ্রহণ করিতেন না। কাজেই তাহাদিগকে জাতিচ্যুত হইয়৷ দীনবেশে সময় কাটাইতে হইত। এইরূপে অপমানের ভয়ে, অনেক ব্রাহ্মণ দেবীসিংহের কঠোর প্রস্তাবে স্বীকৃত হইতেন; যাঁহারা স্বীকৃত না হইতেন, তাঁহারা ঐরূপ শাস্তি ভােগ করিয়া, জাতি হারাইয়৷ দেশত্যাগ করিতে বাধ্য হইতেন।


{{gap}}এইরূপ দিন দিন শত শত অত্যাচারে দিনাজপুর ও রঙ্গপুর প্রদেশ শয়তানের বাসভূমি হইয়া উঠিল। জমিদার, প্রজা, ধনী, কৃষক, পুরুষ, স্ত্রী সকলেরই প্রতি সমানভাবে অত্যাচারের স্রোত প্রবাহিত হইয়াছিল। শিশুসন্তান ও কুমারীবালিকা পর্যন্ত নিস্তার পায় নাই। ভারতবর্ষে হিন্দুকুলে জন্মগ্রহণ করিয়া, এরূপ পিশাচপ্রকৃতির পরিচয় বােধ হয়, আর কেহ প্রদর্শন করে নাই। কাহিনী বা উপন্যাসে এরূপ ভয়ানক কাণ্ড কেহ কখন শুনে নাই বলিয়া অনুমান হয়। হায়, দেবীসিংহ। যেরূপ অত্যাচারে তুমি সমগ্র উত্তরবঙ্গ প্রপীড়িত করিয়াছ, শত শত জমিদার ও প্রজার সর্বনাশ করিয়াছ, পিতাপুত্রের স্বামিস্ত্রীর সম্বন্ধ ঘুচাইয়াছ, কুমারীর কৌমার্য, পত্নীর পবিত্রতা বিসর্জন করাইয়াছ, ব্রাহ্মণের জাতিনাশ ও মানীর সম্মান নষ্ট করিয়াছ, না জানি তোমার জন্য কোন্ নরক প্রস্তুত হইয়াছে। যত প্রকার নরকের বর্ণনা দেখিতে পাওয়া যায়, আমাদের বােধ হয়, সকল প্রকার নরকের ভিন্ন ভিন্ন উপকরণ লইয়া, তােমার জন্য নূতন নরকের সৃষ্টি হইয়া থাকিবে। অনন্তকোটি মহারৌরবে অনন্তকাল থাকিলেও তােমার পাপের প্রায়শ্চিত্ত হয় না। জানি না, কতদিনে ভারতবর্ষ হইতে তােমার নাম বিলুপ্ত হইয়া সেই নবনিমিত মহানরক উজ্জ্বল করিয়া রাখিবে।
{{gap}}এইরূপ দিন দিন শত শত অত্যাচারে দিনাজপুর ও রঙ্গপুর প্রদেশ শয়তানের বাসভূমি হইয়া উঠিল। জমিদার, প্রজা, ধনী, কৃষক, পুরুষ, স্ত্রী সকলেরই প্রতি সমানভাবে অত্যাচারের স্রোত প্রবাহিত হইয়াছিল। শিশুসন্তান ও কুমারীবালিকা পর্যন্ত নিস্তার পায় নাই। ভারতবর্ষে হিন্দুকুলে জন্মগ্রহণ করিয়া, এরূপ পিশাচপ্রকৃতির পরিচয় বােধ হয়, আর কেহ প্রদর্শন করে নাই। কাহিনী বা উপন্যাসে এরূপ ভয়ানক কাণ্ড কেহ কখন শুনে নাই বলিয়া অনুমান হয়। হায়, দেবীসিংহ। যেরূপ অত্যাচারে তুমি সমগ্র উত্তরবঙ্গ প্রপীড়িত করিয়াছ, শত শত জমিদার ও প্রজার সর্বনাশ করিয়াছ, পিতাপুত্রের স্বামিস্ত্রীর সম্বন্ধ ঘুচাইয়াছ, কুমারীর কৌমার্য, পত্নীর পবিত্রতা বিসর্জন করাইয়াছ, ব্রাহ্মণের জাতিনাশ ও মানীর সম্মান নষ্ট করিয়াছ, না জানি তোমার জন্য কোন্ নরক প্রস্তুত হইয়াছে। যত প্রকার নরকের বর্ণনা দেখিতে পাওয়া যায়, আমাদের বােধ হয়, সকল প্রকার নরকের ভিন্ন ভিন্ন উপকরণ লইয়া, তােমার জন্য নূতন নরকের সৃষ্টি হইয়া থাকিবে। অনন্তকোটি মহারৌরবে অনন্তকাল থাকিলেও তােমার পাপের প্রায়শ্চিত্ত হয় না। জানি না, কতদিনে ভারতবর্ষ হইতে তােমার নাম বিলুপ্ত হইয়া সেই নবনিমিত মহানরক উজ্জ্বল করিয়া রাখিবে।