পাতা:লালন-গীতিকা.djvu/২৩৯: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

(কোনও পার্থক্য নেই)

১৮:৫২, ২৫ জুলাই ২০২১ তারিখে সংশোধিত সংস্করণ

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
২০১
লালন-গীতিকা
২০১

লালন-গীতিকা ২০১

ওহাদানিয়েৎ-এর রাহা
ভুল যদি মন কর তাহা
হুজুর যেতে পথ পাব না
ঘুরবি কত ভুলে।
উপর-ওয়ালা সদর বাড়ি
অচিন দেশে তার কাছারি
সদায় করে হুকুম জারী
মক্কায় বসে নির্জনে।
চারি রাহার চারি মকবুল
ওহাদানিয়েতে রছুল,
সিরাজ সাঁই কয়, না জেনে উল
লালন তুই ঘুরিস কেনে।

২৯৭ '

কিসে আর বােঝাই মন তােরে।
দেল-মকার ভেদ না জানিলে
হজ কিসে হয় রে।
দেল-মক্কা খোদ কুদরতি কাম,
খােদ খােদা দেয় তাইতে বারাম,
সেইজন্য নূর° দেল-মক্কা নাম
সর্ব সংসারে।
এক দেল যারাে জেয়ারত হয়
হাজার হাজী তার তুল্য নয়,
কেতাবেতে সাফ লেখা যায়
তাইতে বলি রে।

১ ভুবনে ২ রাহে

৩ হয়