পাতা:লালন-গীতিকা.djvu/১৮৫: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

(কোনও পার্থক্য নেই)

১৯:০০, ২৫ জুলাই ২০২১ তারিখে সংশোধিত সংস্করণ

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
১৪৭
লালন-গীতিকা
১৪৭

লালন-গীতিকা ১৪৭ ২১৯

কারে বলবাে আমার মনের বেদনা।
এমন ব্যথায় ব্যথিত মেলে না।
যে দুখে আমার মন
আছে সদায় উচাটন
বললে সারে না।
গুরু বিনে আর না দেখি কিনার
তারে আমি ভজলাম না ।
অনাথের নাথ যে জনা মাের
সে আছে কোন অচিন শহর
তারে চিনলাম না।
কি করি কি হয় দিনের দিন যায়
কবে পুরবে মনের বাসনা।
অন্য ধনের নয় রে দুখী
মনে বলে হৃদয়ে রাখি
শ্রীচরণখানা।
লালন বলে, মাের পাপের নাই ওর
তাইতে আশা পূর্ণ হ’লােনা।

২২০

মরার আগে মলে শমন জ্বালা ঘুচে যায়।
জানগে কেমন মরার কিরূপ আলা তার দেয়।
জেন্তে মরিয়ে সুদন,
লয়ে খানক। তাজ তখন
ভেক সাজায় রূহ, ছাপাই হয়
কি সে তাহার কব্বর কোথায়।