পাতা:লালন-গীতিকা.djvu/১৭৮: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

(কোনও পার্থক্য নেই)

১৯:০১, ২৫ জুলাই ২০২১ তারিখে সংশোধিত সংস্করণ

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
১৪০
লালন-গীতিকা
১৪০

১৪০ লালন-গীতিকা

লালন কয়, ভেদ উপাসনা
জেনে চটকে সারে ॥

১ ২৮

একি আইন নবী কল্লেন জারি।
পাছে মারা যাই, আইন সাধ ভাসা তারি ।
শরীয়ত আর মারফত আদায়
নবীর আইন এই দুই হুকুম সদায়
নবুওত মারফত
জানতে হয় রে গভীরি ।
নবুওতে অদেখা ধেয়ান আছে
বেলায়েতে রূপের নিশান
নজর এক দিক যায় আর দিক আন্ধার হয়
দুইরূপ কিরূপে ঠিক করি।
শরাকে সরপােষ লেখা যায়,
বস্তু-মারফত সে ঢাকা আছে তায়
সরপােষ তুলে দিয়ে ফেলে
লালন বস্তু
-ভিখিরী।


নবীর আইন বােঝা সাধ্য নাই।
যার যেমন বুদ্ধিতে আসে বলে তাই।

  • রবীন্দ্রসদনে রক্ষিত খাতায় ইহার পরে ২১০ সংখ্যক পদের শেষের

স্তবক দুইটি দেখা যায়।

১ বেলাওত