পাতা:লালন-গীতিকা.djvu/১৭১: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

(কোনও পার্থক্য নেই)

১৯:০২, ২৫ জুলাই ২০২১ তারিখে সংশোধিত সংস্করণ

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
১৩৩
লালন-গীতিকা
১৩৩

লালন-গীতিকা ১৯৭

আমি কি দোষ দিব কারে রে।
আমার মনের দোষে আমি প’লাম ফেরে রে।
সুবুদ্ধি সু-স্বভাব গেলাে,
কাকের স্বভাব মনের হলাে
ত্যজিয়ে অমৃত ফল
মাকাল ফলে মন মজিল রে ।
যে আশায় এই ভবে আসা,
তাতে হল ভগ্ন দশা,
ঘটিল রে কি দুর্দশা
( আমার) ঠাকুর গড়তে বানর হল রে ।
গুরুবস্তু চিনলি নে মন,
অসময়ে কি করবি তখন,
বিনয় করে বলছে লালন,
(আমার) যজ্ঞের ঘৃত কুত্তায় খেলাে রে।

২ ১৯৮

মন বিবাগী বাগ মানে না রে।
যাতে অপমৃত্যু হবে তাই সদাই করে।
কিসে হবে আমার ভজন সাধন,
মন হ’ল না আমার মনেরি মতন,
দেখে শিমুল ফুল, সদাই বেয়াকুল
( মনকে) বুঝাইতে নারি জনম ভরে।

১ আপন ২-২ হল না তার রতি মাষ, ভাঙ্গলো রে আশার বাসা

৪-৪ সিরাজ সাঁই কয় অবােধ