পাতা:লালন-গীতিকা.djvu/১৭০: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

(কোনও পার্থক্য নেই)

১৯:০২, ২৫ জুলাই ২০২১ তারিখে সংশোধিত সংস্করণ

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
১৩২
লালন-গীতিকা
১৩২

১৩২ লালন-গীতিকা

বাল্য বৃদ্ধ সকলি কয়
সাধুচিত্ত আনন্দময়
লালন বলে, আমার সদায়
যায় না মনের নিরানন্দ।

১৯৬

কারে দিব দোষ, নাহি পরের দোষ
মনের দোষে আমি প’লাম রে ফেরে।
আমার মন যদি বুঝিত
লােভের দেশ ছাড়িত,
লয়ে যেত আমায় বিরজা-পারে।
মনের গুণে কেহ হ’ল মহাজন
ব্যাপার করে পেলাে অমূল্য রতন,
আমারে মজালি’ অবােধ মন,
আমি পারের সম্বল কিছুই না গেলাম করে।
অন্তিম কালের কালে কিনা জানি হয়,
একদিন তা ভাবলে না অবােধ মনুরায়
মনে ভেবেছ দিন এমনি বুঝি যায়,
সকল জানা যাবে যেদিন শমনে ধরে।
কামে চিত্ত হত মন রে আমার,
সুধা তেজে গরল খায় সে বেসােমার, ৩
( দরবেশ ) সিরাজ সাঁই কয়, লালন রে, তােমার
বুঝি ভগ্ন দশা ভারি
ঘটলে আখেরে।

১ ডুবালি ২ খেয়ে ৩ বেশুমার

৪ বড়