পাতা:গল্পের বই - সুখলতা রাও.pdf/১৫২: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

 
(কোনও পার্থক্য নেই)

০৫:১৪, ১৬ সেপ্টেম্বর ২০২১ তারিখে সম্পাদিত সর্বশেষ সংস্করণ

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১১৮
গল্পের বই।

 গাধাটা দেখে দরজীর তত পছন্দ হ’ল না; সে বল্ল, “ওরকম গাধাত বাড়ীতে আরও দু একটা আছে; বরং একটা ছাগল টাগ হলে ভাল হত।” তার ছেলে বল্‌ল, “বাবা এ গাধাটা ভারি আশ্চর্য্য। যদি বলি ‘গাধা, থু-থু!’ অমনি সে মুখ দিয়ে মােহর বার করে দিবে। তােমার বন্ধুদের ডেকে পাঠাও, তাদের তামাসা দেখাব।”

 তখন দরজী খুব খুসী হয়ে তার বন্ধুদের ডেকে পাঠাল।

 বন্ধুরা তখনি তামাসা দেখতে ছুটে এল। এসে তামাসা ত দেখ্‌ল খুবই। বড় ছেলের কথায় এসে তারা যেমন নিমন্ত্রণ খেয়েছিল, এবারে মেঝ ছেলের কথায় এসে তারা তেমনি তামাস দেখ্‌ল। গাধাকে যতই বলা যায় “গাধা! থু—থু!” ততই সে বেটা ঘাড় উঁচু করে দাঁড়িয়ে থাকে, একবার ফিরেও তাকায় না। তখন সে বুঝ্‌তে পার্‌ল যে এও সেই সরাইওয়ালার কাজ। হতভাগা গাধা বদ্‌লে দিয়েছে।

 দরজীর ছােট ছেলে এক ছুতােরের কাছে গিয়ে এতদিন কাজ শিখ্‌ছিল।

 সেই খানে তার বড় ভাইরা তাকে বলে পাঠাল যে বাড়ী ফিরবার সময় সে যেন খুব সাবধান হয়ে আসে। পথে ভারি দুষ্ট সরাইওয়ালা আছে, তাদের সে ভয়ানক ঠকিয়েছে। ছােটছেলেটি তার বড় ভাইদের চেয়ে চালাক ছিল, সে ভাব্‌ল যে “এই সরাই ওয়ালাকে জব্দ কর্‌তে হবে।

 এদিকে তার কাজ শেখাও শেষ হয়েছে। তাই সে ছুতােরকে