বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Bellayet (আলোচনা | অবদান)
→‎ইংরেজি নীতিমালা: নতুন অনুচ্ছেদ
১৩ নং লাইন:
 
জয়ন্তদা, খেয়াল করছি আপনি ইংরেজি উইকিসোর্স থেকে নীতিমালা পাতা বাংলা উইকিসংকলনে আনছেন। বাংলা উইকিসংকলনে নীতিমালা প্রয়োজন, এ কাজে এগিয়ে আসার জন্য অশেষ ধন্যবাদ, কিন্তু প্রয়োজনটা ইংরেজি উইকিসোর্সের মতন নয়, কারণ উইকিসংকলন এখনও এতোটা পরিপক্ক নয়। অনুরোধ থাকবে এই নীতিমালার কচকচানি যেন বাংলা উইকিপিডিয়ার মতন না হয়। হুবুহু ইংরেজি নীতিমালার পাতা এখানে ইম্পোর্ট না করে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই বাংলায় উইকিসংকলনে দেওয়ার বিনীত নিবেদন রইল। বাংলা উইকিপিডিয়ায় নীতিমালার নামে এমন অনেক ইংরেজি পাতা ইম্পোর্ট করা হয়েছিল যা কখনও বাংলা করা হয় নাই। আশা করি নিবেদনটি আমলে নিবেন।--[[User:bellayet|বেলায়েত]] ([[User talk:bellayet|আলাপ]] | [[Special:Contributions/bellayet|অবদান]]) ১৭:১৫, ১৬ নভেম্বর ২০১৩ (ইউটিসি)
::ধন্যবাদ বেলায়েত ভাই, হ্যা আপনি যে বিষয়টি বলেছেন একদম ঠিক, আমি কেবল মাত্র কিছু মৌলিক নীতিমালা অনুবাদ করার চেষ্টা করছি, যা নতুন্দের সাহায্য করবে। আর এখান কার নীতিমালা উইকিপিডিয়ার মত তেমন বড় নয়। আশা আপনিও লক্ষ্য করেছেন, প্রুফরিড চালু হবার পর সব উইকিসোর্সেই কিছু নীতি পরিবর্তিত হয়েছে, সেটা আমাদের এখানেও মান্য করা প্রয়োজন, এছাড়া কপিরাইট সংক্রান্ত কিছু জটিল নিয়ম কানুন দেখছি, ( আমি নিজে শিক্ষা নবিশের দলে রয়েছি, কিছু ভুল করলে বলবেন), আমি ও সেই কপিরাইট নীতিমালাগুলিকে বাংলায় করার জন্যই এগিয়েছি, আর দেখবেন, এখানে আমি বেশি কাজ করছি, দুঃপ্রাপ্য বইগুলিকে আপলোড করছি ধিরে ধিরে, যা প্রুফরিড করতে সাহায্য করবে। [[ব্যবহারকারী:Jayantanth|Jayantanth]] ([[ব্যবহারকারী আলাপ:Jayantanth|আলাপ]]) ১০:০৯, ১৭ নভেম্বর ২০১৩ (ইউটিসি)