সুকুমার সমগ্র রচনাবলী (প্রথম খণ্ড)/আবোল তাবোল/একুশে আইন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
fix using AWB
Mukerjee (আলোচনা | অবদান)
line spacing etc
১৩ নং লাইন:
<div style="padding-left:2em;font-size:1.3em">
<poem>
<blockquote style="margin-left:20%">
<center>
শিবঠাকুরের আপন দেশে ,
আইন কানুন সর্বনেশে!
২০ নং লাইন:
কাজির কাছে হয় বিচার-
একুশ টাকা দন্ড তার।।
 
সেথায় সন্ধে ছটার আগে
হাঁচতে হলে টিকিট লাগে
২৬ ⟶ ২৭ নং লাইন:
কোটাল এসে নস্যি ঝাড়ে-
একুশ দফা হাচিয়ে মারে।।
 
কারুর যদি দাতটি নড়ে,
চার্‌টি টাকা মাশুল ধরে ,
৩২ ⟶ ৩৪ নং লাইন:
খুঁচিয়ে পিঠে গুঁজিয়ে ঘাড়,
সেলাম ঠোকায় একুশ বার।।
 
চলতে গিয়ে কেউ যদি চায়
এদিক্ ওদিক্ ডাইনে বাঁয়,
৩৮ ⟶ ৪১ নং লাইন:
দুপুরে রোদে ঘামিয়ে তায়-
একুশ হাতা জল গেলায়।।
 
যে সব লোকে পদ্য লেখে,
তাদের ধরে খাঁচায় রেখে,
৪৪ ⟶ ৪৮ নং লাইন:
সামনে রেখে মুদীর খাতা-
হিসেব কষায় একুশ পাতা।।
 
হঠাৎ সেথায় রাত দুপুরে
নাক ডাকালে ঘুমের ঘোরে,
৫০ ⟶ ৫৫ নং লাইন:
একুশটি পাক ঘুরিয়ে তাকে-
একুশ ঘন্টা ঝুলিয়ে রাখে।।
</centerblockquote>
</poem>
</div>