পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/৬১: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

Alangkrita (আলোচনা | অবদান)
→‎মুদ্রণ সংশোধন করা হয়নি: প্রেম যদি হইত জীবন মরণ যদি হইত হৃদি-- সে নাহি চা... দিয়ে তৈরি
 
+
পাতার প্রধান অংশ (পরিলিখিত হবে):পাতার প্রধান অংশ (পরিলিখিত হবে):
১ নং লাইন: ১ নং লাইন:
প্রদীপ : রজনীর মৃত্যু
প্রেম যদি হইত জীবন
মরণ যদি হইত হৃদি--
শ্ৰেম যদি হইত জীবন
সে নাহি চাহিত ফিরে',
মরণ হইত যদি হৃদি
আমি রহিতাম ঘিরে'--
সে নাহি চাহিত ফিরে’
সুখে দুখে ঘুরিত সে আমার পরিধি!
আমি রহিতাম ঘিরে’—
মুখে হুখে ঘুরিত সে আমার পরিধি


{{xxxx-larger|
'''রজনীর মৃত্যু'''
রজনীর মৃত্যু}}
পশ্চিমে জলদ-শয্যায়
পড়িয়া রজনী মৃত-প্রায়।
দিগন্তের সুকোমল কোলে
গুরুভার মথাটী থুইয়া--
আঁখি কোলে অশ্রু-বিন্দু দোলে--
দেখিতাছে এক দৃষ্টে আত্ম হারাইয়া,
ঘুমন্ত বিশ্বের মুখখানি!


ছেড়ে' যেতে চাহে না পরাণ,
তবু না গেলেও নয়!
আশা তৃষ্ণা সব ছেড়ে', স্মৃতির সান্তনা ফেলে',
শূণ্যে পুরিয়া হৃদয়--
জানে না কোথায় হবে করিতে প্রয়াণ!


{{Block center|<poem>পশ্চিমের জলদ-শয্যায়
একবার ভাঙ্গাইয়া ঘুম,
পড়িয়া রজনী মৃত-প্ৰায়।
চুম্বি দুটী নয়ন-কুসুম,
দিগন্তের সুকোমন্স কোলে
বিদায়ের শেষ কথা--প্রাণের একটি ব্যথা
গুরুভার মাথাটা থুইয়া
না বলিয়া ছেড়ে' যাওয়া দায়!
আঁখিকোলে অক্ষবিন্দু দোলে—
তবু যেতে হবে হায়!
দেখিতেছে একদৃষ্টে আত্ম হারাইয়া,

ঘুমস্ত বিশ্বের মুখখানি।
জাগাবে কি অসময়ে? জাগালে বিরক্ত হবে,
ছেড়ে যেতে চাহে না পরা,
কাজ নাই জাগাইয়া আর--
তবু না গেলেও নয়
যাক্, তবে যাক্ অন্ধকার!
আশা তৃষ্ণা সব ছেড়ে’ , স্মৃতির সাফনা ফেলে’
শূ্যে পূরিয়৷ হৃদয়—
জানে না কোথায় হবে করিতে প্রয়াণ
এক বার ভাঙ্গাইয়া ঘুম,
চুম্বি’ ছটী নয়ন-কুফম,
বিদায়ের শেষ কথা—প্রাণের একটা ব্যথা
না বলিয়া ছেড়ে যাওয়া দায়
তবু যেতে হবে হায়
জাগাবে কি অসময়ে ; জাগিলে বিরক্ত হবে,
কাজ নাই জাগাইয়া আর—
যাক, তবে যাক অন্ধকার
</poem>}}