উইকিসংকলন:উইকিসংকলনে কোন লেখা অন্তর্ভুক্ত করা যাবে: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
১৫ নং লাইন:
# সরাসরি লেখকের পান্ডুলিপি
#অবদানকারির কোনো '''মৌলিক রচনা'''।
#নতুন লেখকের কোনো '''মৌলিক রচনা'''।<ref>নতুন কোনো উঠতি লেখকের কোনো লেখাই এখানে স্থান পাবার যোগ্য নয়, এখানে শুধুমাত্র প্রকাশিত ও মুদ্রিত লেখাই স্থান পাবার যোগ্য। নতুন লেখক যদি এমন দাবি করেন যে তার লেখা ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশন/শেয়ার-আলাইক লাইসেন্স ৩.০ বা সমতুল্য কোনো লাইসেন্সে মুক্ত করেছেন, তাও তার লেখা এখানে রাখা হবে না। দয়া করে কোনো নতুন লেখকের কোনো লেখা এখানে যোগ করবেন নানা।অবশ্যই বাণিজ্যিকভাবে মুক্ত লাইসেন্সে কোনো প্রকাশনা সংস্থা থেকে প্রকাশিত হতে হবে। তবে লেখা যদি বাণিজ্যিকভাবে মুক্ত লাইসেন্সে কোনো প্রকাশনা সংস্থা থেকে প্রকাশিত হয় তবে তা এখানে রাখা যাবে।</ref>
# '''[[w:en:Vanity press|ভ্যানিটি প্রেস]]''' থেকে প্রকাশিত বই।<ref>[[w:en:Vanity press|ভ্যানিটি প্রেস]] বা স্ব-প্রকাশিত বই বা স্ব-প্রকাশক মুদ্রন যন্ত্র থেকে প্রকাশিত বই এখানে স্থান পাবে না। প্রতিষ্ঠিত প্রকাশনা সংস্থা (যারা বানিজ্যিক উদ্দেশ্যেই বই প্রকাশ করেছেন) থেকে প্রকাশিত বইকেই এখানে প্রকাশ করা হয়। </ref>
#গানিতিক ডেটা, ফর্মুলা, বা তালিকা