পাতা:সতী-দীনেশচন্দ্র সেন.djvu/২৮: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

OCRed
(কোনও পার্থক্য নেই)

১৫:১৪, ৭ ফেব্রুয়ারি ২০১৬ তারিখে সংশোধিত সংস্করণ

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পৌরাণিকী আমার নাই। নন্দী সিংহকে সাজাইয়া আন। দেবী পিতৃগৃহে যাইবেন। তুমি ইহার সঙ্গে থাকিও, তুমি থাকিতে ইহার অনিষ্ট ঘটবে না, আমি এই ভরসায় পাঠাইতেছি।” দেবী এই কথা বুঝিতে পারিলেন না। নন্দী মহাদেবের আদেশে সিংহকে সাজাইয়া লইয়া আসিল । কিন্তু তাহার মুখ ভ্ৰকুটকুটিল, যেন ঘোর অনিচ্ছায় কোন মৃত্যুতুল্য কঠিন আজ্ঞা সে বহন করিতেছে। দেবী নন্দীর এই ভাব দেখিয়া প্রীত হইলেন না। তাহারও হৃদয় যেন কোন অনিশ্চিত আশঙ্কায় কম্পিত হইতে লাগিল । vYა এত ঘটী, এত উৎসব—কিন্তু প্রস্থতি বিমনা । স্বাহী, কৃত্তিকা, রোহিণী প্রভৃতি সকল কন্যা আসিয়াছে, কিন্তু প্রিয়তম সতী কোথায় ! আজ র্তাহার গৃহে চাদের হাট বসিয়া গিয়াছে, কিন্তু সতীবিহনে তিনি বেদনাভরা। যাহার মুখের দিকে চাহেন, তাহাকে দেখিয়াই সতীকে মনে পড়ে, আর অঞ্চলাত্রে নয়নজল মুছিয়া ফেলেন । সতী অলক্তক-রঞ্জিত পদে নূপুর শিঞ্জিত করিয়া ছায়ার স্থায় তাহার পশ্চাৎ পশ্চাৎ ঘুরিতেন। আজ সতী আসিবে না, কম্ভ-বৎসলার হৃদয় বিদীর্ণ হুইয়া যাইতেছে । - এক একটি করিয়া দেবরথ ঘণ্টারবে আকাশ নিনাদিত করিয়া অবতীর্ণ হয়, আর প্রস্থতি মরালীর ছায় গ্রীবা উন্নত করিয়া ভাবেন, এই বুঝি সতী আসিল । কিন্তু সতী আসিবে না, এই সত্য মনে অতুভব করিয়া দরদরপ্রবাহে অশ্রু বিসর্জন করেন । २.५'