বঙ্ক্ষু (স্ত্রী) বহতীতি বহ-বাহুলকাৎ কুন্। নুম্ চ। গঙ্গাস্রোতোবিশেষ। গঙ্গার একটী শাখা। যথা—

“তস্যাঃ স্রোতসি সীতা চ বঙ্ক্ষু ভদ্রা চ কীর্ত্তিতা।”

 এই গঙ্গা কেতুমাল বর্ষে প্রবাহিত। প্রত্নতত্ত্ববিদ্‌গণ বর্ত্তমান Oxus নদীকে প্রাচীন বঙ্ক্ষু নদী বলিয়া গ্রহণ করিয়াছেন। ভাগবতে লিখিত আছে,—এই নদী মাল্যবৎ শিখর হইতে উদ্ভূত হইয়া কেতুমালবর্ষাভিমুখে পতিত হইয়াছে। সরিৎপতি বঙ্ক্ষু পরে তথা হইতে প্রতীচ্যদেশে গিয়াছে। (ভাগ ৫ǀ১৭ǀ৭)

 মহাভারতীয় যুগে এই পুণ্যতোয়া নদী হিন্দু সাধারণের নিকট আদরণীয় ছিল।

“গোদাবরী চ বেণা চ কৃষ্ণবেণা তথা দ্বিজা৷
দৃষদ্বতী চ কাবেরী বঙ্ক্ষুর্মন্দাকিনী তথা॥”
(মহাভারত ১৩ǀ১৬৫ǀ২২) [ বংক্ষু দেখǀ]