অনাহুত আগন্তুক
২৮ জানুয়ারি ২০০৯ তারিখে যোগ দিয়েছেন
আমি অনাহুত আগন্তুক। আমি একজন মানুষ আর একজন ব্লগার। আমি সামহয়্যার ইন আর টেকটিউনস এ লিখি এই নামটা নিয়ে। অনাহুত বানানটা আসলে হবে অনাহূত। আমি লিখি অনাহুত , কারণ বাংলা একাডেমীর বাংলা বানানের নিয়ম অনুযায়ী সবাই লেখকের নাম সেভাবে লিখতে বাধ্য যেভাবে লেখক লিখে! :)
আমি বড় বড় কথা বলতে পছন্দ করি না, কিন্তু মুখ ফসকে বের হয়ে যায়, আর আমি ছোট ছোট কাজ করতে পছন্দ করি, তার একটা হচ্ছে এখানটায় বসে বসে জিনিসপত্র যোগ করা! হা হা হা!
আমার কথাগুলো পড়বার জন্য ধন্যবাদ।