আসসালামু আলাইকুম সবাইকে।আমি ফাহাদ মজুমদার ধ্রুব, একজন উন্মাদ,একজন কবি।উন্মাদ কেন বললাম,সেটা কিছুক্ষণ পরই বুঝতে পারবেন।আমার ধারণা, অধিকাংশ মানুষই পৃথিবীতে উদ্দেশ্যহীনভাবে চলতে বেশি পছন্দ করে।ধরুন,আপনি একজন মশা।জন্মের পর মোটামুটি প্রাপ্ত বয়স্ক হয়েছেন।প্রচন্ড রকম ক্ষুধার্ত এবং পিপাসাও পেয়েছে খুব।এখন কি করবেন?অর্থাৎ আপনার উদ্দেশ্য কি হওয়া উচিত?অবশ্যই রক্ত পান করতে চাইবেন।এখন প্রশ্ন হচ্ছে মশা রক্ত পান করবে নাকি খাবে?আমার মনে হয় এটি ইউনিভার্সের সবচেয়ে ভয়ংকর প্রশ্ন।আজ এই প্রশ্ন পর্যন্তই থাকুক।ধন্যবাদ সবাইকে। বর্তমানে আমি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে পড়াশোনা করছি।আমাকে বুঝতে চান?তাহলে নিচের কবিতাটি আপনার জন্য:

মস্তিষ্কের পোকা

আমার গন্তব্য ছিল তোমার মনে, মস্তিষ্কের অভ্যন্তরে কোন এক কোষকে ঘিরে; চলছিলো প্রেম উৎপাদন। যৌনির প্রকোষ্ঠে তুমি বাঁচিয়ে রেখেছো, লালন করছো এক অদ্ভুত মায়া। হীনমন্য নাবিকের যাত্রা জরায়ুকে কেন্দ্র করে, শরীরে শত বর্ষের উত্তেজনা নিস্তেজ। জরায়ুতে তুমি বাঁচিয়ে রেখেছো এক অনাগত ভবিষ্যৎ, নাবিকের পথে বাধা হয়ে দাড়ায় কিছু রক্তকোষ। স্রোতে ভেসে যাচ্ছে কিছু গল্প,যেখানে আছে; বেঁচে ফেরার সংকল্প। দুঃস্বপ্নে বোকা নাবিকের মুচকি হাসিতে; উত্তাল ঢেউয়ে নৌকা ডুবি।। ১৪/১১/২০১৪