আমি হাবিবা ইয়াসমিন চৌধুরী জন্মসূত্রে ভারতীয়।ভারতের আসাম প্রদেশের প্রাচীন কাছাড় জেলার (বর্তমান করিমগঞ্জ জেলার ) জফরগড় পরগণার ধলছড়া নামক গ্রামের বাসিন্দা।ধলছড়া গ্রামের বর্তমান নাম চৌধুরীটিলা।আমি বর্তমানে কানাডার মন্ট্রিয়ল শহরে থাকি।আমার বাবার নাম মহবুবুর রব চৌধুরী।তিনি জফর গড়ের জমিদার ও স্বাধীনতা সংগ্রামী ছিলেন। আমার মায়ের নাম মফিহা খানম চৌধুরী। উনারা দুজনেই বর্তমানে প্রয়াত।করিমগঞ্জে আমার ভাইয়েরা আছেন।বইপড়া,গানশোনা এসব আমার শখ। ইতিহাস,ঐতিহ্য নিয়ে জানার আগ্রহ।ধন্যবাদ। হাবিবা ইয়াসমিন চৌধুরী। Habiba Yasmin Chowdhury.হাবিবা ইয়াসমিন চৌধুরী (আলাপ) ১০:৫৬, ৪ অক্টোবর ২০২০ (ইউটিসি)