Jubayer al tawsib
আজ মিমের বিয়ে , কষ্টের ফেরীওয়ালা (জুবায়ের) , , , আজ আমার খুব কাছের মানুষটির বিয়ে,, কিন্তু দূর্ভাগ্যবসত আজ আমি তা দেখতে পাচ্ছিনা। নিশ্চই খুব সুন্দর করে সেজেছে,, দেখতে হয়তো একটা ডানাকাটা পরীর মতো লাগছে। আমার আর মিমের ভালোবাসার সম্পর্কটা শুরু একটা অনুষ্ঠানে। এপর্যন্ত যতটা চিনেছি তার চেয়ে বেশি চিনেছি ওই দিন। দিন গড়িয়ে সন্ধ্যা হয়েছে,,, আমি আর মিম তখনও একসাথে ঘুরতেছিলাম - আচ্ছা মিম তোমার কি কোনো প্রেমিক আছে? (আমি) - না। তবে শিগরই হবে - কেনো কাউকে পছন্দ করেছো? - হুমম। কথাটা শুনে খুব বেশি কষ্ট পেয়েছিলাম তাই একটা সিগরেট খাচ্ছিলাম - এটা কি হচ্ছে? (মিম) - কিছু না,,, - তাহলে সিগরেট খাচ্ছো কেনো? - বললাম তো এমনি,, - আজ থেকে সিগরেট খাওয়া বন্ধ.. (হাত থেকে সিগরেট টা ফেলে দিয়ে) রেগে গিয়ে একটা চড় মেরে বসলাম,,, চোখ দুটো ছলছল করছে - সরি সরি সরি ভুল হয়ে গেছে (আমি)(জুবায়ের) - হুমম ( কেদে দিয়ে) - আচ্ছা আর সিগরেট খাবোনা - ঠিক আছে,,, আমাকে একটা হেল্প করবা? - কি? - আমি তাকে কিছুতেই বোঝাতে পারতেছিনা কতটা ভালোবাসি - বলে দাও.. (চোখ দুটো ছল ছল করছিল আমার) - তোমার কি কোনো প্রেমিকা আছে? - না - কাউকে বানাবা? - ইচ্ছে ছিল .. কিন্তু এখন আর সম্ভব না - কেন? - সে এখন অন্যকারো ( বলেই হেটে যাচ্ছিলাম মিমকে রেখে) - আমি তোমার প্রেমিকা হতে চাই - কাকে বললা? - তোমাকে,, কেনো কোনো আপত্তি আছে? - না ,, আমার বিশ্বাস হচ্ছেনা তো তাই,, - বিশ্বাস করে নাও। আজ থেকে সিগরেট খাওয়া সহ সব খারাপ অভ্যাস বন্ধ। এভাবেই শুরু হয়েছিল আমার আর মিমের ভালোবাসার সম্পর্কটা,, কিন্তু আজ ৪ বছর পর আমার জীবনটা পাল্টে গেল যখন মিম এসে বলল - তুমি কি আমার ভালো চাও? - অবশ্যই - আমার আব্বু আম্মু কে ভালো রাখতে চাও? - হ্যা,,, কিন্তু এখন এসব কথা বলতেছো কেন? - আমার আব্বুর খবর তো তুমি জানোই সে খুব অসুস্থ ,, আম্মু আমার বিয়ে ঠিক করেছে অন্য এক ছেলের সাথে - তুমি কি চাও? - দেখো এই মুহূর্তে আমি আব্বু আম্মুকে কষ্ট দিতে চাইনা - তাহলে কেন এই আগেছালো জীবন কেন গোছালে? - তোমার কোন প্রশ্নের উত্তর আমার কাছে নেই ,,, একটা অনুরোধ রাখবে আমার ভালোবাসার জন্য? - ভালোবাসা? আচ্ছা বলো - আমার বিয়েতে তুমি আসবে না .. প্লিজ - আচ্ছা.. - ভালো থেকো.. আমার থেকে আরও ভালো মেয়ে তোমার জীবনে আসুক দোয়া করি। একশ্বাসে কথাগুলো বলে চলে গেল,,,,নিজের অজান্তে চোখের কোন থেকে দু ফোটা পানি গড়িয়ে পড়ছে। দাড়িয়ে আছি আর ভাবছি অগোছালো জীবনটা আবারও অগোছালোই রয়ে গেলো আর গোছানো হলো না। সেদিন তোমাকে ফিড়িয়ে দিয়েছিলাম কোনো উপহার ছাড়াই কিন্তু আমি চেয়ে ছিলাম তুমি সব সময় সুখে থাকো আমার জীবনের সব সুখ যেনো তুমি পাও । তাই তো আজ এখন তুমি বিয়ের সাজে সজ্জিত,, তোমাকে কনে সাজে দেখার প্রবল ইচ্ছা থাকার পরও যাইনি।নিজের চোখের সামনে ভালোবাসার মানুষটা অন্য কারও হয়ে যাবে তা দেখার ক্ষমতা আমার নেই। ,,আজ ঠিকই চোখ শুকনো আছে কিন্তু হৃদয়ে রক্তক্ষরন হচ্ছে,, আজ আমি হাটছি সেই চেনা রাস্তায়,,,, হাটবো আজ সারাদিন ঘুরবো,,,।