খেয়াল

-আব্দুল্লাহ আল মামুন

ভালবাসার মহাকাব্য পড়িনি আমি

জানিনা ছাঁচে ঝালানো নিয়ম।

হেঁটেছি পথ অনেক

বন্ধুর অতি বন্ধুর!!

শীতে হঠাৎ বৃষ্টি

ডাস্টবিনের নোংরা কাকটি

ডানা ঝাপটিয়ে ক্লান্ত

নিঃসঙ্গ অাগত সন্ধ্যায় নিরুপায়।

হিংস্র শিয়াল-কুকুরের ক্লান্তির তৃপ্ত ভোজ।

ব্যস্ত শহর নিমগ্ন প্রকৃতি

ঘরে ফেরা হলনা ওর ।

সঙ্গিনীর নিঃসঙ্গতা

সময়ের বেদনা

আগত প্রহর

নতুন ভোর

সমাপ্ত আরও একটি অধ্যায়।

ভালবাসা!

মহাকাব্যটি আজও পড়া হলনা।

রচেছি হয়ত!

৩০/১১/২০১৬

জাককানইবি।