ব্যবহারকারী আলাপ:এফ রহমান
স্বাগতম
সম্পাদনাস্বাগতম!
প্রিয়, এফ রহমান, উইকিসংকলনে স্বাগতম! আপনাকে ধন্য বাদ এই প্রকল্পে যুক্ত হবার জন্য। আশা করি আপনি এখানে কাজ করতে ও থেকে যেতে পছন্দ করবেন। আপনাকে নতুন হিসাবে কিছু লিঙ্ক দেওয়া হল যা আপনাকে সাযায্য করবে:
আপনিকিছু কাজে অংশগ্রহন করতে ইচ্ছুক হতে পারেন আপনি আপনার ব্যবহারকারির পাতায় আপনার আগ্রহ ও আপনার সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য রাখতে পারেন। এছাড়াও আপনি উইকিমিডিয়ার অন্য যেকোন প্রকল্পেরও অবদান রাখতে পারেন। আমি আশা করি আপনি উইকিসংকলনে অবদান আনন্দ পাবেনI যাতে সকলে এই উন্মুক্ত লাইব্রেরি ব্যবহার করতে পারেন। অনুগ্রহপূর্বক আলাপের পাতায় বার্তা রাখার পর সম্পাদনা টুলবারের চিহ্নে ক্লিক করার মাধ্যমে অথবা চারটি টিল্ডা ( আবারও স্বাগতম এবং শুভেচ্ছা! |
কপিরাইট তথ্য
সম্পাদনাপ্রিয় এফ রহমান, আপনি অনেক খেটে লেখক নির্ঘন্ট পাতাগুলি তৈরী করছেন। কিন্তু সমস্যা হল এঁদের মধ্যে অনেক লেখকের লেখা কপিরাইটের আওতার মধ্যে পড়ে। যদিও আপনি এখনো পর্যন্ত শুধুমাত্র লেখকদের পাতাই তৈরী করেছেন, তাঁদের লেখা এখনো দেননি, তাই প্রথমেই একটা সম্ভাব্য গোলমাল মিটিয়ে নেওয়া প্রয়োজন বলে আমার মনে হল। আপনি নিশ্চয় জানেন, উইকিসংকলনে শুধুমাত্র লেখকদের পাবলিক ডোমেইন লাইসেন্সে থাকা প্রকাশিত লেখাগুলো যোগ করা যায়, কপিরাইটভুক্ত লেখা প্রকাশ করা যায় না। কপিরাইটের নিয়ম অনুসারে আমাদের দুটি জিনিস চেক করতে হয়, ১) লেখকের মৃত্যুর ৬০ বছর পর সেই লেখকের সমস্ত লেখা পাবলিক ডোমেইনে চলে আসে। যেমন, রবীন্দ্রনাথ ( ১৮৬১-১৯৪১) তার আজ থেকে ৭২ বছর আগে জীবনাবসান হয়। ২) প্রকাশ কাল- প্রকাশের ৬০ বছর পর পাবলিক ডোমেইনে চলে আসে। ১৯৫৪ খ্রিষ্টাব্দের পূর্বে যে সমস্ত লেখকদের মৃত্যু হয়েছে, তাঁদের লেখাই কপিরাইটের আওতার বাইরে, বাকি সকলের লেখা কপিরাইটের আওতাভুক্ত। তাই তাঁদের লেখা উইকিসংকলনে দেওয়া যাবে না। -- বোধিসত্ত্ব (আলাপ) ২১:০৮, ৭ জুলাই ২০১৪ (ইউটিসি)