--Joy ০৬:৫১, ৩ ডিসেম্বর ২০০৮ (UTC)

কপিরাইট সম্পাদনা

জীবনানন্দ দাশের মৃত্যু হয়েচে ১৯৫৪ সালে সে হিসেবে তার মৃত্যু হয়েচে ৫৪ বছর। আর বাংলাদেশ বা ভারতে কোন লেখকের মৃত্যুর ৬০ বছর পর্যন্ত তার রচনা সমূহের কপিরাইট থাকবে ঐ লেখকের বা তার বংশধরের। সে হিসেবে এ লেখকের রচনা সমূহ এখন পাবলিক ডোমেইনের আওতায় আসে নি। তাই দয়া করে এ কবির আর কোন লেখা এখানে যোগ করবেন না। ২০১৪ সালের আগে এ লেখাগুলো উইকিসোর্সে দেওয়াটা কপিরাইট আইন ভঙ্গ বলে বিবেচিত হবে। ধন্যবাদ।--Bellayet ১৫:২৮, ৪ ডিসেম্বর ২০০৮ (UTC)