প্রুফরিড

সম্পাদনা

প্রিয় অঙ্কন, উইকিপিডিয়ার সাথে সাথে উইকিসঙ্কলনেও কাজ করছ দেখে খুব ভালো লাগল। লক্ষ্য করলাম, বড়দিদি প্রুফরিড করছ। প্রুফরিড করতে গেলে কিছু জিনিষ খেয়াল রাখতে হবে। djvu পাতাটির বানান ও চিহ্নগুলি প্রুফরিডিং এর সময় অপরিবর্তিত রাখতে হবে, যাতে মূল লেখার সঙ্গে কোন রকম তফাত না থাকে। প্যারা শুরুর আগে {{gap}} কোড দিলে অনুচ্ছেদের ফাঁকটা দেওয়া যাবে। চালিয়ে যাও। :-) -- বোধিসত্ত্ব (আলাপ) ১০:১৩, ৪ ডিসেম্বর ২০১৪ (ইউটিসি)উত্তর দিন

ধন্যবাদ বোধিসত্ত্বদা। হয়ত সময়ের অভাবে নিয়মিত হওয়া সম্ভব হবে না, তবুও আমি যথাসম্ভব চেষ্টা করব উইকিপিডিয়ার সাথে সাথে উইকিসংকলনের উন্নতির জন্যও কাজ করার। হুবহু বইয়ের মতন করার জন্য {{gap}} কোডটি প্রায় প্রত্যেক অনুচ্ছেদের পূর্বেই দেয়া প্রয়োজন। প্রায় কোন অনুচ্ছেদেই দেয়া হয়নি সেটা। তাই এক্ষেত্রে আমি ঠিক বুঝতে পারছি না কি করব। --ANKAN GHOSH DASTIDER (আলাপ) ০৬:৩০, ৫ ডিসেম্বর ২০১৪ (ইউটিসি)উত্তর দিন
ঠিক বলেছ, বড়দিদিতে এখন যে সব পাতাগুলিতে প্রুফরীড হয়নি (অর্থাৎ লাল পাতাগুলি), সেগুলোতে বিস্তর গোলমাল রয়েছে। বানান ভুল, প্যারা, আরো অনেক গোলমাল। সেইগুলিকে ঠিক করেই অর্থাৎ প্রুফরীড করে তবেই সেগুলোকে হলুদ পাতা করতে হবে। লক্ষ্য করলেই বুঝতে পারবে, একটা একটা করে পাতা প্রুফরীড করা হচ্ছে। -- বোধিসত্ত্ব (আলাপ) ০৬:৪০, ৫ ডিসেম্বর ২০১৪ (ইউটিসি)উত্তর দিন
বাংলা উইকিসংকলনের নিজস্ব নিয়মাবলী, স্থানীয় সম্প্রদায়ে আলোচিত ও স্বীকৃত, তেমন কিছু নেই। বেশিটাই en WS থেকে copy করা। সেখানে gap-code-যোগে paragraph-indenting প্রথাবিরুদ্ধ। ওরকম করলে প্রশাসকরা সেটা নাকচ করে দেয়। বাংলায় কি করা উচিত, সেটা আলোচনা-সাপেক্ষ। Hrishikes (আলাপ) ০৮:৩৭, ৫ ডিসেম্বর ২০১৪ (ইউটিসি)উত্তর দিন
Hrishikes, gap-code-যোগে paragraph-indenting প্রথাবিরুদ্ধ কি রকম, ঠিক বুঝলাম না। পুরো চাঁদের পাহাড় যখন প্রুফ্রীড আর ভ্যালিডেট করা হল, তখন তো gap-code যোগ করা হয়েছে। প্রশাসক হিসেবে জয়ন্তদা নিজেও এই কোড ব্যবহার করেছেন। কখনও তো নাকচ হতে দেখিনি। -- বোধিসত্ত্ব (আলাপ) ০৮:৪৮, ৫ ডিসেম্বর ২০১৪ (ইউটিসি)উত্তর দিন
আমি বলেছি, en WS-এ প্রথাবিরুদ্ধ, কারণ আমি ভুক্তভোগী। বাংলায় এখনও এ-বিষয়ে প্রথা তৈরি হয় নি, যে যার ইচ্ছেমত করছে। চাঁদের পাহাড়ে gap আছে, বুড়ো আংলায় নেই। আমার কাজের মধ্যে কাদম্বরীতে gap আছে, শ্রীকান্ত (প্রথম পর্ব)-তে নেই। প্রথাটা কি হবে, তার আলোচনা হওয়া দরকার। আরও অনেক আলোচনার ক্ষেত্র আছে। যেমন পাতার শেষে হাইফেন-যুক্ত আধা শব্দ আর পরের পাতায় বাকি আধা থাকলে কি করা যাবে। ইংরেজির hws hwe templateদুটো আমি বাংলায় এনেছি, কিন্তু তা ঠিকমত কাজ না করায় কাদম্বরীতে আমাকে নিজের বুদ্ধি খাটিয়ে improvise করতে হয়েছে। তোমার অব্যক্ত'র সূচীপত্রের ellipsis-ওলা TOC আমার মনোমত হয় নি, কিন্তু পুরো templateটা এখানে কাজ করছে না, কি আর করা যাবে। এরকম আরও অনেক প্রশ্ন ও সমস্যার আলোচনা করে প্রথাগুলো এখানে তৈরি করা দরকার। Hrishikes (আলাপ) ০৯:৩২, ৫ ডিসেম্বর ২০১৪ (ইউটিসি)উত্তর দিন
Hrishikes, দুঃখিত বুঝতে ভুল হওয়ায়। -- বোধিসত্ত্ব (আলাপ) ১১:০৩, ৫ ডিসেম্বর ২০১৪ (ইউটিসি)উত্তর দিন

Indic Wikisource Proofreadthon II 2020

সম্পাদনা

Sorry for writing this message in English - feel free to help us translating it

Indic Wikisource Proofreadthon II 2020

সম্পাদনা

Sorry for writing this message in English - feel free to help us translating it

মন্তব্যের অনুরোধ-মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা

সম্পাদনা

প্রিয় ANKAN,

আমি একটি আলোচনা ও মতামত শুরু করেছি এখানে। গত বছর আমরা দুটি মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা পরিচালনা করেছিলান। ভারতীয় ভাষার উইকিসংকলনগুলির ভবিষ্যৎ কর্মকান্ড ও আমাদের সম্প্রদায় কিভাবে চলা উচিত সেই সম্পর্কে আপনার মতামত ও মন্তব্য একান্ত প্রয়োজন। আমি আশা করব আপনি আপনার সুচিন্তিত মতামত ও মন্তব্য আপনার মাতৃভাষায় দেবেন। এর ফলে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা করতে সুবিধা হবে।

ভারতীয় উইকিসংকলন সম্প্রদায়ের পক্ষে

জয়ন্ত নাথ ১৬:৩৫, ১৪ জানুয়ারি ২০২১ (ইউটিসি)

Requests for comments : Indic wikisource community 2021

সম্পাদনা

(Sorry for writing this message in English - feel free to help us translating it)

Dear Wiki-librarian,

Coming two years CIS-A2K will focus on the Indic languages Wikisource project. To design the programs based on the needs of the community and volunteers, we invite your valuable suggestions/opinion and thoughts to Requests for comments. We would like to improve our working continuously taking into consideration the responses/feedback about the events conducted previously. We request you to go through the various sections in the RfC and respond. Your response will help us to decide to plan accordingly your needs.

Please write in detail, and avoid brief comments without explanations.

Jayanta Nath
On behalf
Centre for Internet & Society's Access to Knowledge Programme (CIS-A2K)

সম্প্রদায়ের প্রয়োজন মূল্যায়ন ২০২১

সম্পাদনা

প্রিয় মুদ্রণ সংশোধক,

আগামী দু'বছর CIS-A2K ইন্ডিক ভাষাগুলি উইকিসংকলন প্রকল্পের কাজ করবে।সম্প্রদায় এবং স্বেচ্ছাসেবীদের প্রয়োজনের ভিত্তিতে অনুষ্ঠানগুলি পরিকল্পনা করতে,আমরা আপনার মূল্যবান পরামর্শ, মতামত এবং চিন্তাভাবনা মন্তব্যের জন্য অনুরোধ পাতায় ব্যক্ত করুন। আমরা পূর্বের অনুষ্ঠানগুলিতে আপনাদের প্রতিক্রিয়া বিবেচনায় নিয়ে আমাদের কাজকে ক্রমাগত উন্নতি করতে চাই। আমরা আপনাকে মন্তব্যের জন্য অনুরোধের বিভিন্ন বিভাগে গিয়ে মন্তব্য করার জন্য অনুরোধ করছি। আপনার প্রতিক্রিয়া আমাদের আপনার প্রয়োজন অনুসারে পরিকল্পনা করার সিদ্ধান্ত নিতে সহায়তা করবে।
দয়া করে বিস্তারিত লিখুন এবং কোনও ব্যাখ্যা ছাড়াই সংক্ষিপ্ত মন্তব্য এড়িয়ে চলার চেষ্টা করুন।
সেন্টার ফর ইন্টারনেট অ্যাণ্ড সোসাইটি অ্যাসেস টু নলেজ প্রোগ্রাম (CIS-A2K) পক্ষে
জয়ন্ত নাথ ০৯:২৩, ২৮ মার্চ ২০২১ (ইউটিসি)