প্রিয়, Anwarul Islam, উইকিসংকলনে স্বাগতম! এই প্রকল্পে আপনার আগ্রহের জন্য আপনাকে ধন্যবাদ; আমরা আশা করি আপনি এই সম্প্রদায় এবং এখানে আপনার কাজে আনন্দ পাবেন। আপনার যদি সাহায্যের প্রয়োজন হয় তাহলে, সহায়িকা পাতা দেখুন (বিশেষ করে লেখা যোগ এবং উইকিউৎসের রচনাশৈলী) পাতা দুটো। আপনি সম্প্রদায় কে কোন সার্বজনীন কোন প্রশ্ন বা আলোচনা করতে আলোচনা সভা ব্যবহার করতে পারেন। সম্প্রদায়ের প্রবেশদ্বার আপনার কাজের তালিকা দিবে যা দিয়ে আপনি এখানে সাহায্য করতে পারেন। আপনার যদি কোন প্রশ্ন থাকে, তাহলে তা অবলীলায় আমার আলাপের পাতায় বার্তা রাখতে পারেন। --Bellayet ১৪:২৬, ৮ অক্টোবর ২০০৮ (UTC)

ধন্যবাদ

সম্পাদনা

ধন্যবাদ ভাই আপনাকে। জ্ঞানকে উন্মুক্ত করার লক্ষ্যে যে আদর্শে আমরা কাজ করছি, তা বাঙালি জাতি ও বাংলা ভাষার কিছুটাও কাজে লাগে তাতে আমরা স্বার্থক, তবে আমাদের আশা কিন্তু এই কিছুটাতেই সীমাবদ্ধ নয়। আমাদের কাজে আমরা সফল হতে পারলে আমাদের জাতি এবং ভাষাকে এগিয়ে নিতে পারবো অনেকখানি। তবে এ কাজে সম্পৃক্ত হতে হবে সকলের। সবার মাঝে গড়ে তুলতে হবে তার অর্জিত জ্ঞানে অন্যকে উজ্জ্বল করার মানসিকতা। নিজের অর্জিত জ্ঞানের কিছু অংশ মানুষের জন্য বিলিয়ে দিতে পারেন এমন মানুষ আমাদের আরও প্রয়োজন, যখন আমরা এমন লোককে একত্রিত করতে পারবো সেদিনই, আমরা আমাদের দেশকে এগিয়ে নিতে পারবো খুব দ্রুত। আশা করবো আপনিও থাকবেন আমাদের পাশে। আর আমরা তো আপনই, একে অন্যের আপন না হতে পারলে অন্যের জন্য কাজ করবো কিভাবে? তুমিই বলুন না...--Bellayet ১৪:২৬, ৮ অক্টোবর ২০০৮ (UTC)