Gallileo2k
রিসেন্ট চেইঞ্জ
সম্পাদনাপাতাটায় আসলে কি সমস্যা আমার ঠিক জানা নাই। অনেকেই এ অভিযোগ করেছে। আমি MediaWiki:Common.css এবংMediaWiki:monobook.css পরিবর্তন করে বাংলা উইকিপিডিয়া থেকে কপি করে দিয়েছি। কিন্তু তারপরেও এর কোন পরিবর্তন হয়নি বলে আমার মনে হয়। তবে আমি ফায়ারফক্স ব্যবহার করি তাতে রিসেন্ট চেইঞ্জ (সাধারন) ঠিক আসে শুধু সাইড বারের মেনু গুলো খুব ছোট ছোট দেখায়। আসলে সমস্যাটা কেমন হচ্ছে তা না বুঝতে না পারলে কাউকে বলাও যাচ্ছে না। আপনি কি আমাকে আপনার রিসেন্ট চেইঞ্জের একটি স্ক্রিন সট পাঠাতে পারেন?--Bellayet ০৫:০৪, ৯ অক্টোবর ২০০৭ (UTC)
বাংলা স্ক্রিপ্ট
সম্পাদনাআমি বাংলা উইকিপিডিয়ার মত এখানেও বাংলা লেখার স্ক্রিপ্ট টি যোগ করতে চাচ্ছি, কি পদ্ধতিতে করতে হবে, আপনার কি কোন ধারণা আছে? আমি অর্ণব ভাইয় কে বার্তা দিয়েছি কিন্তু তিনি কোন সাড়া দিচ্ছেন না। আর উইকিসংকলনের লোগো তৈরি করে দেওয়ার মত কেঊ কি পরিচিত আছে আপনার? --Bellayet ১৯:০৫, ১১ অক্টোবর ২০০৭ (UTC)
- দুইটা জিনিষ। translit.js, এটাকে কপি করে নিয়ে আসো, তোমার নিজের ইউজারস্পেসে রাখলেও চলবে (User:Bellayet/translit.js)। তারপরে Monobook.js এ কোড যোগ করা , অর্ণব সেটা করেছেন এখানে। ডিফ দেখে নিতে পারো। --Ragib ১৯:১৩, ১১ অক্টোবর ২০০৭ (UTC)
কালকূট
সম্পাদনাপ্রিয় রাগিব, উইকিসংকলনে কি কালকূটের (সমরেশ বসু) লেখা অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে কোন সমস্যা আছে? -Trinanjon ১১:২৫, ৩ আগস্ট ২০১১ (UTC)