Palash me
পলাশ বাংলা উইকিসংকলনে শুধু ঐ লেখাগুলোই রাখা যায় যা ইতিমধ্যে পাবলিক ডোমেইনে চলে এসেছে। এর মানে যা যে কেউ প্রকাশ করতে পারেন। কিন্তু আপনি নির্মূলেন্দু গুণের লেখাগুলো দিয়েছেন যা পাবলিক ডোমেইন হয়নি। কোনো লেখা পাবলিক ডোমেইন হতে হয় লেখক তা ঘোষণা করবেন বা লেখকের মৃত্যু ৬০ বছর পর তার লেখা সব কর্ম পাবলিক ডোমেইনে আসবে। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, সুকুমার রায়। আশা করি, এর পরে আর এমন লেখা এখানে পোষ্ট করবেন না। আর এ লেখা গুলোর যেহেতু কপিরাইট এখনও রয়েছে তাই লেখা গুলো মুছে ফেলা হতে পারে।--বেলায়েত (আলাপ | অবদান) ০৩:৫৮, ১২ সেপ্টেম্বর ২০০৯ (UTC)
কপিরাইটকৃত লেখা
সম্পাদনাএ বিষয়ে আপনাকে আগেও বলা হয়েছে। কপিরাইটকৃত লেখা উইকিসংকলনে দেওয়া যাবে না। অনুগ্রহ করে আর কোনো কপিরাইটেড লেখা এখানে যোগ করবেন না। সতর্ক করার পরেও যদি আপনি একই কাজ আবার করেন তাহলে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হবো এবং আপনাকে সম্পাদনা করতে বাঁধা দেওয়া হবে। আর আপনার কপিরাইটেড লেখাগুলো মুছে ফেলা হবে।--বেলায়েত (আলাপ | অবদান) ১৮:৩৪, ৩ জানুয়ারি ২০১০ (UTC)