Sbb1413
এই পাতাটি Sbb1413 শীর্ষক নিবন্ধের আলাপ পাতা, যেখানে আপনি Sbb1413 পাতা সংক্রান্ত মন্তব্য ও বার্তা দিতে পারবেন | |||
---|---|---|---|
|
স্বাগতম উইকিসংকলক!
প্রিয়, Sbb1413, উইকিসংকলনে স্বাগতম! এই প্রকল্পে যুক্ত হবার জন্য আপনাকে ধন্যবাদ। আশা করি আপনি এখানে নিয়মিত কাজ করতে পছন্দ করবেন। নতুন ব্যবহারকারী হিসেবে আপনাকে কিছু লিঙ্ক দেওয়া হল, যা আপনাকে সাহায্য করবে:
আপনি কিছু কাজে অংশগ্রহন করতে ইচ্ছুক হতে পারেন আপনি আপনার ব্যবহারকারীর পাতায় আপনার আগ্রহ ও আপনার সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য রাখতে পারেন। এছাড়াও আপনি উইকিমিডিয়ার অন্য যেকোন প্রকল্পেরও অবদান রাখতে পারেন। আমি আশা করি আপনি উইকিসংকলনে অবদান রাখবেন। যাতে সকলে এই উন্মুক্ত পাঠাগার ব্যবহার করতে পারেন। অনুগ্রহপূর্বক আলাপের পাতায় বার্তা রাখার পর সম্পাদনা সরঞ্জামদণ্ডের চিহ্নে ক্লিক করার মাধ্যমে অথবা চারটি টিল্ডা ( আমরা সবাই মিলে বাংলা উইকিসংকলনকে সমৃদ্ধ করে বাংলা সাহিত্য বিকাশে অবদান রাখতে পারবো। আবারও স্বাগতম এবং শুভেচ্ছা! |
অনুবাদের স্ক্যান
সম্পাদনাসুধী, সরকারি ভাষা আইন, ১৯৬৩ এর স্ক্যানের নির্ঘণ্ট বানিয়ে দিলাম আর আপনার করা অনুবাদগুলি সংশ্লিষ্ট পাতায় যোগ করে দিয়েছি। উইকিসংকলনে বিনা স্ক্যানে লেখা হয় না বলে এটি করে দিলাম। -- বোধিসত্ত্ব (আলাপ) ১৪:০৪, ২১ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)
- ধন্যবাদ। Sbb1413 (আলাপ) ১৪:০৫, ২১ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)
- আমি উইকিসংকলনে একজন নবাগত ব্যবহারকারী। Sbb1413 (আলাপ) ১৪:৫৬, ২১ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)
পথের পাঁচালী - ৮ নং পাতা
সম্পাদনাসুধী, লক্ষ্য করলাম এই পাতাটি প্রুফরিড করার সময় পুরো লেখাটি পাল্টে ফেলেছিলেন, যেটি আসলে এই পাতার অংশ। আমি রোলব্যাক করে ঠিক করে দিয়েছি কিন্তু কোনো টুল ব্যবহারের ফলে কি এই সমস্যা হল, সেটা জানতে আগ্রহ হল। -- বোধিসত্ত্ব (আলাপ) ১৫:১২, ২৭ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
- আমি জানিনা কীসের জন্য এই সমস্যা হলো, তবে সংশোধনের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। Sbb1413 (আলাপ) ১৫:৫৯, ২৭ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
বক্র ‘’
সম্পাদনাসুধী, উইকিসংকলনে বাঁকা ‘ ’ দেওয়া হয়। সোজা ' দেওয়া হয় না। বাঁকা চিহ্নগুলো ‘বিশেষ বর্ণসমূহ’ ট্যাবে বাংলা অংশে পাবেন। ধন্যবাদ, -- বোধিসত্ত্ব (আলাপ) ১৩:৫৬, ২ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)
- আমি দ্রুত মুদ্রণ সংশোধন করছি, তাই অবহিতির জন্য ধন্যবাদ। Sbb1413 (আলাপ) ১৩:৫৮, ২ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)