Joy ১৯:১৯, ৬ জুন ২০০৯ (UTC)

প্রশ্নের উত্তর

সম্পাদনা
  • উইকিপিডিয়া ও ঊইকিসংকলনে অবদানরাখার জন্য ধন্যবাদ ও স্বাগতম। আশা করি আপনি এই বিশ্বকোষ কে ভরিয়ে তুলবেন। এখানে আমরা সবাই প্রায় অভ্র দিয়ে লিখি ও সরাসরি সম্পাদনা পাতায় গিয়েই লিখি। আমি ফোনেটিক ব্যবহার করি। আপনি ঊইকিসংকলনে লগইন না করেই মাঝে মাজে কাজ করে ফেলছেন। লগইন করে কাজ করার চেষ্টা করুন। তাতে আপনার কাজের ইতিহাস পাওয়া যাবে।
  • যে কোন প্রশ্ন করতে পারেন, আমরা উত্তর দিতে প্রস্তুত।বোকার মত প্রশ্ন হলেও।
  • আপনাকে আগে আপলোড করতে হবে,তারপর উইকিপিডিয়া ও ঊইকিসংকলনে ব্যবহার করতে পারবেন, সেটা হার্ড-ডিস্ক থেকে করতে পারবেন, তবে সেটা উইকি কমন্সে করার চেষ্টা করবেন, যদি মুক্ত হয়। যেমন শ্যামা/চিত্রাঙ্গদার ছবি আপ্লোড করতে চাইলে যে ছবি শ্যামা/চিত্রাঙ্গদার বইতে থাকে সেগুলি আজ ৬০ বছর পার হয়ে যাবার জন্য মুক্ত তাই সেইগুলি আপলোড করতে পারবেন।
  • আপনি উইকিপিডিয়া ও ঊইকিসংকলনে যেকোন ব্যবহারকারী কে প্রশ্ন করতে পারবেন, তবে অভিজ্ঞ ব্যবহারকারী আপনাকে সত্তর ও ঠিক উত্তর দিতে পারবেন। ঊইকিসংকলনে বেলায়েত ও অর্নব ও আমাকে করতে পারেন।
  • উইকিপিডিয়া ও ঊইকিসংকলনে ফরম্যাটিং এক তাই এইটা পড়লে কিছু ধারনা হবে। উইকিপেডিয়া:ত্বরিৎ সহায়িকা বা ত্বরিৎ সহায়িকা ইংরেজি
  • আপনি ঊইকিসংকলনে দেবদাস উপন্যাস অনুসরণ করলেও কিছু ধারনা পাবেন।Joy ১৯:২৪, ৬ জুন ২০০৯ (UTC)

আপনার লেখা সুরের গুরু, দাও গো সুরের দীক্ষা আমি কিছু ফরম্যাটিং পরিবর্তন করেছি। কি পরিবর্তন করেছি তা নিচের লিঙ্কে ক্লিক করলে দেখতে পাবে ও বুঝতে পারবেন কিভাবে ফরম্যাটিং করতে হয় ও তাতে কি আউটপু্ট পাওয়া যায়।--জয়ন্ত (আলাপ | অবদান) ১৯:৫৪, ৬ জুন ২০০৯ (UTC)

ক্লিক করুন এখানে --জয়ন্ত (আলাপ | অবদান) ১৯:৫৪, ৬ জুন ২০০৯ (UTC)