ভগ্নহৃদয়/চতুর্বিংশ সর্গ
(পৃ. ১৬৬-১৬৭)
চতুর্ব্বিংশ সর্গ।
নলিনী।
সে জন চলিয়া গেল কেন?
কি আমি করেছি বল্ হেন!
সে মোরে দেছিল ভাল বাসা
আমি তারে দিয়েছিনু আশা।
হেসেছি তাহার পানে চেয়ে,
তুষেছি তাহারে গান গেয়ে!
এক সাথে ব’সেছি হেথায়
তবে বল’ আর কি সে চায়?
চায় কি সঁপিব তারে প্রাণ,
করিব জগত মোর দান?
মোর অশ্রুজল মোর হাসি,
আমার সমস্ত রূপ রাশি?
কে তার হৃদয় চেয়েছিল?
আপনি সে এনে দিয়েছিল।
পাছে তার মন ব্যথা পায়,
জ্ব’লে মরে প্রেম-উপেক্ষায়,
মা করে হেসেছি তাই
তাই তার মুখ পানে চাই।
দয়া ক’রে গান গেয়েছিনু,
দয়া ক’রে কথা ক’য়েছিনু।
একি তবে মন বিনিময়?
হৃদয়ের বিসর্জ্জন নয়?
সখি, তোরা বল্ দেখি, সত্য চ’লে গেল সে কি?
ফিরায়ে কি লইল হৃদয়?
এবার যদি সে আসে যাইব তাহার পাশে,
ভাল ক’রে কথা কব’ হেসে
গান গাব তার কাছে এসে?
এত দূরে গেছে তার মন,
গলাতে কি নারিব এখন?