লুয়া ত্রুটি: bad argument #1 to 'gsub' (string expected, got nil)।

ভাগ ২

নাগরিকত্ব

সংবিধানের প্রারম্ভে নাগরিকত্ব।  ৫। এই সংবিধানের প্রারম্ভে প্রত্যেক ব্যক্তি যাঁহার অধিবাস ভারতের রাজ্যক্ষেত্রে এবং—

 (ক) যিনি ভারতের রাজ্যক্ষেত্রে জন্মিয়াছেন; বা

 (খ) যাঁহার পিতামাতার মধ্যে যেকেহ ভারতের রাজ্যক্ষেত্রে জন্মিয়াছেন; বা

 (গ) ঐরূপ প্রারম্ভের অব্যবহিত পূর্বে তিনি অন্যূন পাঁচ বৎসর ভারতের রাজ্যক্ষেত্রে সাধারণতঃ বসবাস করিয়াছেন,

তিনি ভারতের নাগরিক হইবেন।

 পাকিস্তান হইতে প্রব্রজন করিয়া ভারতে আগত কোন কোন ব্যক্তির নাগরিকত্বের অধিকার। ৬। ৫ অনুচ্ছেদে যাহা কিছু আছে তৎসত্ত্বেও, যে ব্যক্তি বর্তমানে পাকিস্তানের অন্তর্ভুক্ত রাজ্যক্ষেত্র হইতে প্রব্রজন করিয়া ভারতের রাজ্যক্ষেত্রে আসিয়াছেন তিনি এই সংবিধানের প্রারম্ভে ভারতের নাগরিক বলিয়া গণ্য হইবেন, যদি—

 (ক) তিনি অথবা তাঁহার পিতা বা মাতা অথবা পিতামহ বা পিতামহী অথবা মাতামহ বা মাতামহী ভারত শাসন আইন, ১৯৩৫ (মূলতঃ যেরূপ বিধিবদ্ধ)-তে ভারতের যে সংজ্ঞার্থ দেওয়া হইয়াছে সেই সংজ্ঞার্থ-নির্দিষ্ট ভারতে জন্মিয়া থাকেন; এবং

 (খ) (i) যেক্ষেত্রে উনিশে জুলাই, ১৯৪৮ তারিখের পূর্বে ঐ ব্যক্তি ঐরূপে প্রব্রজন করিয়াছেন, সেক্ষেত্রে তিনি ঐ প্রব্রজনের তারিখ হইতে ভারতের রাজ্যক্ষেত্রে সাধারণতঃ বসবাস করিতে থাকেন, বা

 (ii) যেক্ষেত্রে উনিশে জুলাই, ১৯৪৮ তারিখে বা তৎপরে ঐ ব্যক্তি ঐরূপে প্রব্রজন করিয়াছেন, সেক্ষেত্রে এই সংবিধানের প্রারম্ভের পূর্বে, ভারত ডোমিনিয়ন সরকার কর্তৃক বিহিত ফরমে ও প্রণালীতে, ঐ সরকার কর্তৃক তৎপক্ষে নিযুক্ত আধিকারিকের নিকট তদুদ্দেশ্যে আবেদন করিয়া তিনি ঐ আধিকারিক কর্তৃক ভারতের নাগরিকরূপে রেজিস্ট্রিকৃত হইয়া থাকেনঃ

 তবে, কোন ব্যক্তি তাঁহার আবেদনের তারিখের অব্যবহিত পূর্বে অন্ততঃ ছয় মাস ভারতের রাজ্যক্ষেত্রে বসবাস না করিয়া থাকিলে ঐরূপে রেজিস্ট্রিভুক্ত হইতে পারিবেন না।

 পাকিস্তানে প্রব্রজনকারী কোন কোন ব্যক্তির নাগরিকত্বের অধিকার।৭। ৫ ও ৬ অনুচ্ছেদে যাহা কিছু আছে তৎসত্ত্বেও, পয়লা মার্চ, ১৯৪৭ তারিখের পরে যে ব্যক্তি ভারতের রাজ্যক্ষেত্র হইতে প্রব্রজন করিয়া অধুনা পাকিস্তানের অন্তর্ভুক্ত রাজ্যক্ষেত্রে গিয়াছেন, তিনি ভারতের নাগরিক বলিয়া গণ্য হইবেন নাঃ

 তবে, যে ব্যক্তি অধুনা পাকিস্তানের অন্তর্ভুক্ত রাজ্যক্ষেত্রে ঐরূপে প্রব্রজন করিয়া যাইবার পর কোন বিধির প্রাধিকার দ্বারা বা অনুযায়ী প্রদত্ত পুনর্বসতির বা স্থায়ী প্রত্যাবর্তনের অনুমতিপত্রবলে ভারতের রাজ্যক্ষেত্রে প্রত্যাবর্তন করিয়াছেন, তাঁহার প্রতি এই অনুচ্ছেদের কোন কিছুই প্রযোজ্য হইবে না, এবং ঐরূপ প্রত্যেক ব্যক্তি ৬ অনুচ্ছেদের (খ) প্রকরণের প্রয়োজনার্থে উনিশে জুলাই, ১৯৪৮ তারিখের পরে প্রব্রজন করিয়া ভারতের রাজ্যক্ষেত্রে আসিয়াছেন বলিয়া গণ্য হইবেন।

 ভারতের বাহিরে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূত কোন কোন ব্যক্তির নাগরিকত্বের অধিকার।৮। ৫ অনুচ্ছেদে যাহা কিছু আছে তৎসত্ত্বেও, কোন ব্যক্তি যিনি অথবা যাঁহার পিতা বা মাতা অথবা পিতামহ বা পিতামহী অথবা মাতামহ বা মাতামহী ভারত শাসন আইন, ১৯৩৫ (মূলতঃ যেরূপ বিধিবদ্ধ)-তে ভারতের যে সংজ্ঞার্থ দেওয়া হইয়াছে সেই সংজ্ঞার্থ-নির্দিষ্ট ভারতে জন্মিয়াছেন এবং যিনি ঐরূপ সংজ্ঞার্থ-নির্দিষ্ট ভারতের বাহিরে কোন দেশে সাধারণতঃ বসবাস করিতেছেন তিনি ভারতের নাগরিক বলিয়া গণ্য হইবেন, যদি এই সংবিধানের প্রারম্ভের পূর্বেই হউক বা পরেই হউক, ভারত ডোমিনিয়ন সরকার বা ভারত সরকার কর্তৃক বিহিত ফরমে ও প্রণালীতে, তিনি তৎকালে যে দেশে বসবাস করিতেছেন সেই দেশস্থ ভারতের রাজনয়িক বা বাণিজ্যদূতিক প্রতিনিধির নিকট তদুদ্দেশ্যে আবেদন করিবার পর উক্ত রাজনয়িক বা বাণিজ্যদূতিক প্রতিনিধি কর্তৃক ভারতের নাগরিক বলিয়া রেজিস্ট্রিকৃত হইয়া থাকেন।

 স্বেচ্ছায় বিদেশী রাষ্ট্রের নাগরিকত্ব অর্জনকারী ব্যক্তিগণ নাগরিক হইবেন না।৯। যদি কোন ব্যক্তি স্বেচ্ছায় কোন বিদেশী রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করিয়া থাকেন, তাহা হইলে, তিনি ৫ অনুচ্ছেদবলে ভারতের নাগরিক হইবেন, না অথবা ৬ অনুচ্ছেদ বা ৮ অনুচ্ছেদের বলে ভারতের নাগরিক বলিয়া গণ্য হইবেন না।

 নাগরিকত্বের অধিকার বহাল থাকা।১০। প্রত্যেক ব্যক্তি যিনি এই ভাগে পূর্ববর্তী বিধানাবলীর কোন বিধান অনুযায়ী ভারতের নাগরিক হন বা নাগরিক বলিয়া গণ্য হন, তিনি, সংসদ যে বিধি প্রণয়ন করিতে পারেন তাহার বিধানাবলীর অধীনে, ঐরূপ নাগরিক থাকিয়া যাইবেন।

 সংসদ বিধি দ্বারা নাগরিকত্বের অধিকার প্রনিয়ন্ত্রণ করিবেন।১১। এই ভাগে পূর্ববর্তী বিধানাবলীর কোন কিছুই নাগরিকত্বের অর্জন ও অবসান সম্বন্ধে এবং নাগরিকত্ব সংক্রান্ত অন্য সকল বিষয় সম্বন্ধে সংসদের কোন বিধান করিবার ক্ষমতার অপকর্ষ সাধন করিবে না।