ভারতের সংবিধান (১৯৮৭)
ভারতের সংবিধান
(২৬শে জানুয়ারি, ১৯৮৭ তারিখে যথা-বিদ্যমান)
ভারত সরকার
বিধি ও ন্যায় মন্ত্রণালয়
দ্বিতীয় সংস্করণ: ১৯৮৭
ভারত সরকারের পক্ষে, শ্রীসরস্বতী প্রেস লিমিটেড (পশ্চিমবঙ্গ সরকারের একটি সংস্থা),
৩২, আচার্য প্রফুল্লচন্দ্র রোড, কলিকাতা-৯ হইতে মুদ্রিত ও পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রকাশিত।
ভারতের সংবিধান
দ্বিতীয় সংস্করণের ভূমিকা
সংবিধানের বাংলা অনুবাদের প্রথম সংস্করণ বিধায়ী বিভাগ (রাজভাষা খণ্ড) কর্তৃক ১৯৮৩-তে প্রকাশিত হইয়াছিল। সেই সংস্করণ নিঃশেষিত হইয়াছে। এক্ষণে এই দ্বিতীয় সংস্করণ প্রকাশ করা হইতেছে। ইহাতে ২৬শে জানুয়ারি, ১৯৮৭ পর্যন্ত সংবিধানে কৃত সকল সংশোধন সন্নিবেশিত হইয়াছে।
২৬শে জানুয়ারি, ১৯৮৭
|
|
ব্রজকিশাের শর্মা |
প্রথম সংস্করণ ১৯৮৩—২০০০
দ্বিতীয় সংস্করণ ১৯৮৭—৫০০০
প্রস্তাবনা
আমরা ভারতের জনগণ ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র রূপে গড়িয়া তুলিতে, এবং উহার সকল নাগরিক যাহাতে:
সামাজিক, অর্থনীতিক এবং রাজনীতিক ন্যায়বিচার;
চিন্তার, অভিব্যক্তির, বিশ্বাসের, ধর্মের ও উপাসনার স্বাধীনতা;
প্রতিষ্ঠা ও সুযোগের সমতা
নিশ্চিতভাবে লাভ করেন;
এবং তাঁহাদের সকলের মধ্যে ব্যক্তি-মর্যাদা ও জাতীয় ঐক্য ও সংহতির আশ্বাসক ভ্রাতৃভাব বর্ধিত হয়;
তজ্জন্য সত্যনিষ্ঠার সহিত সংকল্প করিয়া আমাদের সংবিধান সভায় অদ্য, ২৬শে নভেম্বর, ১৯৪৯ তারিখে, এতদ্দ্বারা এই সংবিধান গ্রহণ করিতেছি, বিধিবদ্ধ করিতেছি এবং আমাদিগকে অর্পণ করিতেছি॥
ভারতের সংবিধান
বিষয়সূচী
অনুচ্ছেদ |
পৃষ্ঠা |
সংঘ ও উহার রাজ্যক্ষেত্র
১। | সংঘের নাম ও রাজ্যক্ষেত্র |
১ |
২। | নতন রাজ্যের অন্তর্ভুক্তি বা স্থাপনা |
১ |
২ক। | [ নিরসিত ] |
১ |
৩। | নতন রাজ্যসমূহ গঠন ও বিদ্যমান রাজ্যসমূহের আয়তন, সীমানা বা নামের পরিবর্তন |
১ |
৪। | ২ ও ৩ অনুচ্ছেদ অনুযায়ী প্রণীত বিধিতে প্রথম ও চতুর্থ তফসিলের সংশোধনের এবং অনুপূরক, আনুষঙ্গিক ও পারিণামিক বিষয়সমূহের বিধান থাকিবে |
২ |
নাগরিকত্ব
৫। | সংবিধানের প্রারম্ভে নাগরিকত্ব |
৩ |
৬। | পাকিস্তান হইতে প্রব্রজন করিয়া ভারতে আগত কোন কোন ব্যক্তির নাগরিকত্বের অধিকার |
৩ |
৭। | পাকিস্তানে প্রব্রজনকারী কোন কোন ব্যক্তির নাগরিকত্বের অধিকার |
৩ |
৮। | ভারতের বাহিরে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূত কোন কোন ব্যক্তির নাগরিকত্বের অধিকার |
৪ |
৯। | স্বেচ্ছায় বিদেশী রাষ্ট্রের নাগরিকত্ব অর্জনকারী ব্যক্তিগণ নাগরিক হইবেন না |
৪ |
১০। | নাগরিকত্বের অধিকার বহাল থাকা। |
৪ |
১১। | সংসদ বিধি দ্বারা নাগরিকত্বের অধিকার প্রনিয়ন্ত্রণ করিবেন |
৪ |
মৌলিক অধিকারসমূহ
সাধারণ
১২। | সংজ্ঞার্থ |
৫ |
১৩। | মৌলিক অধিকারের সহিত অসমঞ্জস বা উহার অপকর্ষক বিধি। |
৫ |
সমতাধিকার
১৪। | বিধিসমক্ষে সমতা |
৫ |
১৫। | ধর্ম, প্রজাতি, জাতি, লিঙ্গ বা জন্মস্থানের হেতুতে বিভেদের প্রতিষেধ |
৫ |
১৬। | সরকারী চাকরির বিষয়ে সুযোগের সমতা |
৬ |
১৭। | অস্পৃশ্যতা বিলোপন |
৭ |
১৮। | উপাধি বিলোপন |
৭ |
স্বাধীনতার অধিকার
১৯। | বাক্স্বাধীনতা ইত্যাদি সম্পর্কিত কয়েকটি অধিকার রক্ষণ |
৭ |
২০। | অপরাধে দোষী সাব্যস্ত হওয়া বিষয়ে রক্ষণ |
৯ |
২১। | প্রাণ ও দৈহিক স্বাধীনতা রক্ষণ |
৯ |
২২। | কোন কোন ক্ষেত্রে গ্রেফতার ও আটক হইতে রক্ষণ |
৯ |
শোষণ হইতে ত্রাণের অধিকার
২৩। | মনুষ্য ক্রয়-বিক্রয় ও বলপূর্বক শ্রম করাইয়া লওয়ার প্রতিষেধ |
১১ |
২৪। | কারখানা ইত্যাদিতে শিশু নিয়োগের প্রতিষেধ |
১১ |
ধর্মস্বাধীনতার অধিকার
২৫। | বিবেকের স্বাধীনতা এবং স্বাধীনভাবে ধর্ম স্বীকার, আচরণ ও প্রচার |
১১ |
২৬। | ধর্মবিষয়ক কার্যাবলী পরিচালনার স্বাধীনতা |
১২ |
২৭। | কোন বিশেষ ধর্মের উন্নতির জন্য করদান সম্পর্কে স্বাধীনতা |
১২ |
২৮। | কোন কোন শিক্ষা-প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষাদানে বা ধর্মীয় উপাসনায় উপস্থিতি সম্পর্কে স্বাধীনতা |
১২ |
কৃষ্টি ও শিক্ষা বিষয়ক অধিকার
২৯। | সংখ্যালঘুবর্গের স্বার্থ রক্ষণ |
১২ |
৩০। | শিক্ষা-প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনে সংখ্যালঘুবর্গের অধিকার |
১৩ |
৩১। | [ নিরসিত ] |
১৩ |
কোন কোন বিধির ব্যাবৃত্তি
৩১ক। | ভূসম্পত্তি ইত্যাদির অর্জন বিধানকারী বিধির ব্যাবৃত্তি |
১৩ |
৩১খ। | কয়েকটি আইন ও প্রনিয়ম সিদ্ধকরণ |
১৫ |
৩১গ। | কোন কোন নির্দেশক নীতিকে কার্যকর করে এরূপ বিধিসমূহের ব্যাবৃত্তি |
১৫ |
৩১ঘ। | [ নিরসিত ] |
১৬ |
সাংবিধানিক প্রতিকারসমূহে অধিকার
৩২। | এই ভাগ দ্বারা অর্পিত অধিকারসমূহ বলবৎকরণের জন্য প্রতিকার |
১৬ |
৩২ক। | [ নিরসিত ] |
১৬ |
৩৩। | বাহিনীসমূহ ইত্যাদির প্রতি প্রয়োগে এই ভাগ দ্বারা অর্পিত অধিকারসমূহ সংপরিবর্তন করিবার পক্ষে সংসদের ক্ষমতা |
১৬ |
৩৪। | কোন ক্ষেত্রে সামরিক বিধি বলবৎ থাকিবার কালে এই ভাগ দ্বারা অর্পিত অধিকার সঙ্কোচন |
১৭ |
৩৫। | এই ভাগের বিধানসমূহ কার্যকর করিবার জন্য বিধিপ্রণয়ন |
১৭ |
রাজ্যের কর্মপদ্ধতির নির্দেশক নীতিসমূহ
৩৬। | সংজ্ঞার্থ |
১৮ |
৩৭। | এই ভাগের অন্তর্ভুক্ত নীতিসমূহের প্রয়োগ |
১৮ |
৩৮। | জনকল্যাণ বর্ধনের জন্য রাজ্য কর্তৃক সমাজব্যবস্থা প্রবর্তন |
১৮ |
৩৯। | রাজ্য কর্তৃক অনুসরণীয় কয়েকটি কমপদ্ধতি সংক্রান্ত নীতি |
১৮ |
৩৯ক। | সম-ন্যায়বিচার এবং বিনা খরচে বৈধিক সহায়তা |
১৯ |
৪০। | গ্রাম পঞ্চায়ত সংগঠন |
১৯ |
৪১। | কর্ম ও শিক্ষা প্রাপ্তির এবং কোন কোন স্থলে সরকারী সাহায্য প্রাপ্তির অধিকার |
১৯ |
৪২। | কর্মের ন্যায়সঙ্গত ও মানবোচিত শর্তাবলীর এবং প্রসূতি সহায়তার বিধান |
১৯ |
৪৩। | শ্রমিকগণের জন্য জীবনধারণোপযোগী মজুরি ইত্যাদি |
১৯ |
৪৩ক। | শিল্প-পরিচালনব্যবস্থায় কর্মিগণের অংশগ্রহণ |
১৯ |
৪৪। | নাগরিকগণের জন্য একই প্রকার দেওয়ানী সংহিতা |
২০ |
৪৫। | শিশুগণের জন্য অবৈতনিক এবং অবশ্যক শিক্ষার ব্যবস্থা |
২০ |
৪৬। | তফসিলী জাতি, তফসিলী জনজাতি এবং অন্যান্য দুর্বলতর বিভাগের শিক্ষাবিষয়ক ও আর্থনীতিক স্বার্থের উন্নতিবিধান |
২০ |
৪৭। | খাদ্যপুষ্টির স্তরের ও জীবনধারণের মানের উত্তোলন এবং জনস্বাস্থ্যের উন্নতিকরণ রাজ্যের কর্তব্য |
২০ |
৪৮। | কৃষি ও পশুপালনের সংগঠন |
২০ |
৪৮ক। | পরিবেশের রক্ষণ ও উন্নতিবিধান এবং বন ও বন্যপ্রাণীর সংরক্ষণ |
২০ |
৪৯। | জাতীয় গুরত্বপূর্ণ স্মারক ও স্থান ও বস্তুসমূহের রক্ষণ |
২০ |
৫০। | নির্বাহিকবর্গ হইতে বিচারপতিবর্গের পৃথক্করণ |
২০ |
৫১। | আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বর্ধন। |
২০ |
মৌলিক কর্তব্যসমূহ
৫১ক। | মৌলিক কর্তব্যসমূহ |
২২ |
সংঘ
অধ্যায় ১—নির্বাহিকবর্গ
রাষ্ট্রপতি এবং উপ-রাষ্ট্রপতি
৫২। | ভারতের রাষ্ট্রপতি |
২৩ |
৫৩। | সংঘের নির্বাহিক ক্ষমতা |
২৩ |
৫৪। | রাষ্ট্রপতি নির্বাচন |
২৩ |
৫৫। | রাষ্ট্রপতি নির্বাচনের প্রণালী |
২৩ |
৫৬। | রাষ্ট্রপতিপদের কার্যকাল |
২৪ |
৫৭। | পুনর্নির্বাচনের জন্য পাত্রতা |
২৫ |
৫৮। | রাষ্ট্রপতিরূপে নির্বাচিত হইবার যোগ্যতা |
২৫ |
৫৯। | রাষ্ট্রপতিপদের শর্তাবলী |
২৫ |
৬০। | রাষ্ট্রপতি কর্তৃক শপথ বা প্রতিজ্ঞা |
২৬ |
৬১। | রাষ্ট্রপতির বিরুদ্ধে মহাভিযোগার্থ প্রক্রিয়া |
২৬ |
৬২। | রাষ্ট্রপতিপদের শূন্যতা পূরণার্থ নির্বাচন অনুষ্ঠানের কাল এবং আকস্মিক শূন্যতা পূরণের জন্য নির্বাচিত ব্যক্তির পদের কার্যকাল |
২৭ |
৬৩। | ভারতের উপ-রাষ্ট্রপতি |
২৭ |
৬৪। | উপ-রাষ্ট্রপতি পদাধিকারবলে রাজ্যসভার সভাপতি হইবেন |
২৭ |
৬৫। | রাষ্ট্রপতিপদের আকস্মিক শূন্যতার কালে অথবা তাঁহার অনুপস্থিতির কালে উপ-রাষ্ট্রপতি রাষ্ট্রপতিরূপে কার্য করিবেন অথবা রাষ্ট্রপতি কৃত্যসমূহ নির্বাহ করিবেন |
২৭ |
৬৬। | উপ-রাষ্ট্রপতির নির্বাচন |
২৮ |
৬৭। | উপ-রাষ্ট্রপতিপদের কার্যকাল |
২৯ |
৬৮। | উপ-রাষ্ট্রপতিপদের শূন্যতা পূরণার্থ নির্বাচন অনুষ্ঠানের কাল এবং আকস্মিক শূন্যতা পূরণের জন্য নির্বাচিত ব্যক্তির পদের কার্যকাল |
২৯ |
৬৯। | উপ-রাষ্ট্রপতি কর্তৃক শপথ বা প্রতিজ্ঞা |
২৯ |
৭০। | অন্য কোন আকস্মিক অবস্থায় রাষ্ট্রপতির কৃত্য নির্বাহ |
২৯ |
৭১। | রাষ্ট্রপতি বা উপ-রাষ্ট্রপতির নির্বাচন সম্বন্ধীয় বা তৎসম্পর্কিত বিষয়সমূহ |
৩০ |
৭২। | কোন কোন স্থলে ক্ষমা ইত্যাদি করিবার এবং দণ্ডাদেশ নিলম্বিত রাখিবার, পরিহার করিবার বা লঘু করিবার পক্ষে রাষ্ট্রপতির ক্ষমতা |
৩০ |
৭৩। | সংঘের নির্বাহিক ক্ষমতার প্রসার |
৩১ |
মন্ত্রিপরিষদ
৭৪। | রাষ্ট্রপতিকে সাহায্য ও মন্ত্রণা দানের জন্য মন্ত্রিপরিষদ |
৩১ |
৭৫। | মন্ত্রিগণ সম্পর্কে অন্য বিধানাবলী |
৩২ |
ভারতের এটর্নি-জেন্রল্
৭৬। | ভারতের এটর্নি-জেন্রল্ |
৩২ |
সরকারী কার্য চালনা
৭৭। | ভারত সরকারের কার্য চালনা |
৩৩ |
৭৮। | রাষ্ট্রপতিকে তথ্য সরবরাহ ইত্যাদি সম্পর্কে প্রধানমন্ত্রীর কর্তব্য |
৩৩ |
অধ্যায় ২—সংসদ
সাধারণ
৭৯। | সংসদের গঠন |
৩৪ |
৮০। | রাজ্যসভার রচনা |
৩৪ |
৮১। | লোকসভার রচনা |
৩৫ |
৮২। | প্রত্যেক জনগণনার পর পুনঃসমন্বয়ন |
৩৬ |
৮৩। | সংসদের উভয় সদনের স্থিতিকাল |
৩৬ |
৮৪। | সংসদের সদস্যপদের জন্য যোগ্যতা |
৩৭ |
৮৫। | সংসদের সত্র, সত্রাবসান ও ভঙ্গ |
৩৭ |
৮৬। | সদনসমূহে রাষ্ট্রপতির অভিভাষণ দানের এবং বার্তা প্রেরণের অধিকার |
৩৭ |
৮৭। | রাষ্ট্রপতি কর্তৃক বিশেষ অভিভাষণ |
৩৮ |
৮৮। | সদনসমূহ সম্পর্কে মন্ত্রিগণের ও এটর্নি-জেন্রলের অধিকারসমূহ |
৩৮ |
সংসদের আধিকারিকসমূহ
৮৯। | রাজ্যসভার সভাপতি ও উপ-সভাপতি |
৩৮ |
৯০। | উপ-সভাপতির পদ শূন্য করিয়া দেওয়া; পদত্যাগ এবং পদ হইতে অপসারণ |
৩৮ |
৯১। | উপ-সভাপতির বা অন্য কোন ব্যক্তির সভাপতি পদের কর্তব্যসমূহ সম্পাদন করিবার বা সভাপতিরূপে কার্য করিবার ক্ষমতা |
৩৯ |
৯২। | স্বীয় পদ হইতে অপসারণের জন্য সঙ্কল্প বিবেচনাধীন থাকিবার কালে সভাপতি বা উপ-সভাপতি সভাপতিত্ব করিবেন না |
৩৯ |
৯৩। | লোকসভার অধ্যক্ষ ও উপাধ্যক্ষ |
৩৯ |
৯৪। | অধ্যক্ষ ও উপাধ্যক্ষের পদ শূন্য করিয়া দেওয়া, পদত্যাগ এবং পদ হইতে অপসারণ |
৩৯ |
৯৫। | উপাধ্যক্ষের বা অন্য কোন ব্যক্তির অধ্যক্ষপদের কর্তব্যসমূহ সম্পাদন করিবার অথবা অধ্যক্ষরূপে কার্য করিবার ক্ষমতা |
৪০ |
৯৬। | স্বীয় পদ হইতে অপসারণের জন্য সঙ্কল্প বিবেচনাধীন থাকিবার কালে অধ্যক্ষ বা উপাধ্যক্ষ সভাপতিত্ব করিবেন না |
৪০ |
৯৭। | সভাপতি ও উপ-সভাপতির এবং অধ্যক্ষ ও উপাধ্যক্ষের বেতন ও ভাতা |
৪১ |
৯৮। | সংসদের সচিবালয় |
৪১ |
কার্য চালনা
৯৯। | সদস্যগণ কর্তৃক শপথ বা প্রতিজ্ঞা |
৪১ |
১০০। | উভয় সদনে ভোটদান, আসন শূন্য থাকা সত্ত্বেও উভয় সদনের কার্য করিবার ক্ষমতা এবং কোরাম |
৪১ |
সদস্যগণের নির্যোগ্যতা
১০১। | আসন শূন্যকরণ |
৪২ |
১০২। | সদস্যপদের জন্য নির্যোগ্যতাসমূহ |
৪৩ |
১০৩। | সদস্যগণের নির্যোগ্যতা সম্পর্কিত প্রশ্নের মীমাংসা |
৪৪ |
১০৪। | ৯৯ অনুচ্ছেদ অনুযায়ী শপথ বা প্রতিজ্ঞা করিবার পূর্বে অথবা যোগ্যতাসম্পন্ন না হইলে বা নির্যোগ্য হইলে আসন গ্রহণ ও ভোটদানের জন্য দণ্ড |
৪৪ |
সংসদের ও উহার সদস্যগণের ক্ষমতা, বিশেষাধিকার ও অনাক্রম্যতাসমূহ
১০৫। | সংসদের উভয় সদনের এবং উহাদের সদস্যগণের ও কমিটিসমূহের ক্ষমতা, বিশেষাধিকার ইত্যাদি |
৪৪ |
১০৬। | সদস্যগণের বেতন ও ভাতা |
৪৫ |
বিধানিক প্রক্রিয়া
১০৭। | বিধেয়ক পুরঃস্থাপন ও গ্রহণ সম্পর্কে বিধানাবলী |
৪৫ |
১০৮। | কোন কোন ক্ষেত্রে উভয় সদনের সংযুক্ত বৈঠক |
৪৬ |
১০৯। | অর্থ-বিধেয়ক সম্পর্কে বিশেষ প্রক্রিয়া |
৪৭ |
১১০। | “অর্থ-বিধেয়ক”-এর সংজ্ঞার্থ |
৪৮ |
১১১। | বিধেয়কে সম্মতি |
৪৯ |
বিত্ত-বিষয়ে প্রক্রিয়া
১১২। | বার্ষিক বিত্ত-বিবরণ |
৪৯ |
১১৩। | সংসদে প্রাক্কলন সম্পর্কে প্রক্রিয়া |
৫০ |
১১৪। | উপযোজন বিধেয়কসমূহ |
৫১ |
১১৫। | অনুপূরক, অতিরিক্ত বা অধিক অনুদান |
৫১ |
১১৬। | অন্তর্বতী অনুদান, আকলন অনুদান ও ব্যতিক্রমী অনুদান |
৫২ |
১১৭। | বিত্ত-বিধেয়ক সম্বন্ধে বিশেষ বিধানাবলী |
৫২ |
প্রক্রিয়া—সাধারণতঃ
১১৮। | প্রক্রিয়া সংক্রান্ত নিয়মাবলী |
৫৩ |
১১৯। | বিত্তীয় কার্য সম্বন্ধে বিধি দ্বারা সংসদে প্রক্রিয়া প্রনিয়ন্ত্রণ |
৫৩ |
১২০। | সংসদে ব্যবহার্য ভাষা |
৫৪ |
১২১। | সংসদে আলোচনার সঙ্কোচন |
৫৪ |
১২২। | সংসদের কার্যবাহ সম্পর্কে কোন আদালত অনুসন্ধান করিবেন না |
৫৪ |
অধ্যায় ৩—রাষ্ট্রপতির বিধানিক ক্ষমতা
১২৩। | সংসদের অবকাশকালে রাষ্ট্রপতির অধ্যাদেশ প্রখ্যাপন করিবার ক্ষমতা |
৫৪ |
অধ্যায় ৪—সংঘের বিচারপতিবর্গ
১২৪। | সুপ্রীম কোর্টের স্থাপন ও গঠন |
৫৫ |
১২৫। | বিচারপতিগণের বেতন ইত্যাদি |
৫৭ |
১২৬। | কার্যকারী প্রধান বিচারপতির নিয়োগ |
৫৭ |
১২৭। | তদর্থক (এড্হক) বিচারপতিসমূহের নিয়োগ |
৫৭ |
১২৮। | সুপ্রীম কোর্টের অধিবেশনে অবসরপ্রাপ্ত বিচারপতিগণের উপস্থিতি |
৫৮ |
১২৯। | সুপ্রীম কোর্ট অভিলেখ আদালত হইবেন |
৫৮ |
১৩০। | সুপ্রীম কোর্টের অধিষ্ঠান |
৫৮ |
১৩১। | সুপ্রীম কোর্টের আদিম ক্ষেত্রাধিকার |
৫৮ |
১৩১ক। | [ নিরসিত ] |
৫৯ |
১৩২। | কোন কোন মামলায় হাইকোর্ট হইতে আপীলে সুপ্রীম কোর্টের আপীলসম্বন্ধী ক্ষেত্রাধিকার |
৫৯ |
১৩৩। | দেওয়ানী বিষয়সমূহ সম্পর্কে হাইকোর্ট হইতে আপীলে সুপ্রীম কোর্টের আপীলসম্বন্ধী ক্ষেত্রাধিকার |
৫৯ |
১৩৪। | ফৌজদারী বিষয়সমূহ সম্পর্কে সুপ্রীম কোর্টের আপীলসম্বন্ধী ক্ষেত্রাধিকার |
৬০ |
১৩৪ক। | সুপ্রীম কোর্টে আপীলের জন্য শংসাপত্র |
৬০ |
১৩৫। | বিদ্যমান বিধি অনুযায়ী ফেডারেল কোর্টের ক্ষেত্রাধিকার ও ক্ষমতাসমূহ সুপ্রীম কোর্ট কর্তৃক প্রয়োগযোগ্য হইবে |
৬১ |
১৩৬। | আপীল করিবার জন্য সুপ্রীম কোর্টের বিশেষ অনুমতি |
৬১ |
১৩৭। | সুপ্রীম কোর্ট কর্তৃক রায় বা আদেশের পুনর্বিলোকন |
৬১ |
১৩৮। | সুপ্রীম কোর্টের ক্ষেত্রাধিকার সম্প্রসারণ |
৬১ |
১৩৯। | সুপ্রীম কোর্টকে কোন কোন আজ্ঞালেখ প্রচার করিবার ক্ষমতা অর্পণ |
৬২ |
১৩৯ক। | কোন কোন মামলার স্থানান্তরণ |
৬২ |
১৪০। | সুপ্রীম কোর্টের সহায়ক ক্ষমতাসমূহ |
৬২ |
১৪১। | সুপ্রীম কোর্ট কর্তৃক ঘোষিত বিধি সকল আদালতের পক্ষে বাধ্যতামূলক হইবে |
৬২ |
১৪২। | সুপ্রীম কোর্টের ডিক্রি ও আদেশসমূহ বলবৎকরণ ও প্রকটন ইত্যাদি সম্পর্কে আদেশসমূহ |
৬৩ |
১৪৩। | সুপ্রীম কোর্টের সহিত রাষ্ট্রপতির পরামর্শ করিবার ক্ষমতা |
৬৩ |
১৪৪। | অসামরিক ও বিচারিক প্রাধিকারিগণ সুপ্রীম কোর্টের সাহায্যকল্পে কার্য করিবেন |
৬৩ |
১৪৪ক। | [ নিরসিত ] |
৬৩ |
১৪৫। | কোর্টের নিয়মাবলী, ইত্যাদি |
৬৪ |
১৪৬। | সুপ্রীম কোর্টের আধিকারিক ও কর্মচারী এবং ব্যয় |
৬৬ |
১৪৭। | অর্থপ্রকটন |
৬৬ |
অধ্যায় ৫—ভারতের কম্প্ট্রোলার ও অডিটর জেন্রল্
১৪৮। | ভারতের কম্প্ট্রোলার ও অডিটর-জেন্রল্ |
৬৬ |
১৪৯। | কম্প্ট্রোলার ও অডিটর-জেন্রলের কর্তব্য ও ক্ষমতা |
৬৭ |
১৫০। | সংঘের ও রাজ্যসমূহের হিসাব রাখিবার ফরম |
৬৮ |
১৫১। | হিসাব-নিরীক্ষার প্রতিবেদনসমূহ |
৬৮ |
রাজ্যসমূহ
অধ্যায় ১—সাধারণ
১৫২। | সংজ্ঞার্থ |
৬৯ |
অধ্যায় ২—নির্বাহিকবর্গ
রাজ্যপাল
১৫৩। | রাজ্যের রাজ্যপাল |
৬৯ |
১৫৪। | রাজ্যের নির্বাহিক ক্ষমতা |
৬৯ |
১৫৫। | রাজ্যপালের নিয়োগ |
৬৯ |
১৫৬। | রাজ্যপালপদের কার্যকাল |
৬৯ |
১৫৭। | রাজ্যপালরূপে নিযুক্ত হইবার যোগ্যতা |
৭০ |
১৫৮। | রাজ্যপালপদের শর্তাবলী |
৭০ |
১৫৯। | রাজ্যপাল কর্তৃক শপথ বা প্রতিজ্ঞা |
৭০ |
১৬০। | কোন কোন আকস্মিক অবস্থায় রাজ্যপালের কৃত্য নির্বাহ |
৭১ |
১৬১। | কোন কোন স্থলে ক্ষমা ইত্যাদি করিবার, এবং দণ্ডাদেশ নিলম্বিত রাখিবার, পরিহার করিবার বা লঘু করিবার পক্ষে রাজ্যপালের ক্ষমতা |
৭১ |
১৬২। | রাজ্যের নির্বাহিক ক্ষমতার প্রসার |
৭১ |
মন্ত্রিপরিষদ
১৬৩। | রাজ্যপালকে সাহায্য ও মন্ত্রণা দানের জন্য মন্ত্রিপরিষদ |
৭১ |
১৬৪। | মন্ত্রিগণ সম্পর্কে অন্য বিধানাবলী |
৭২ |
রাজ্যের অ্যাড্ভোকেট-জেন্রল্
১৬৫। | রাজ্যের অ্যাড্ভোকেট-জেন্রল্ |
৭২ |
সরকারী কার্য চালনা
১৬৬। | রাজ্যের সরকারের কার্য চালনা |
৭৩ |
১৬৭। | রাজ্যপালকে তথ্য সরবরাহ ইত্যাদি সম্পর্কে মুখ্যমন্ত্রীর কর্তব্য |
৭৩ |
অধ্যায় ৩—রাজ্য বিধানমণ্ডল
সাধারণ
১৬৮। | রাজ্যসমূহে বিধানমণ্ডলের গঠন |
৭৪ |
১৬৯। | রাজ্যসমূহে বিধান পরিষদের বিলোপন বা সৃষ্টি |
৭৪ |
১৭০। | বিধানসভাসমূহের রচনা |
৭৫ |
১৭১। | বিধান পরিষদসমূহের রচনা |
৭৬ |
১৭২। | রাজ্য বিধানমণ্ডলীসমূহের স্থিতিকাল |
৭৭ |
১৭৩। | রাজ্য বিধানমণ্ডলের সদস্যপদের জন্য যোগ্যতা |
৭৭ |
১৭৪। | রাজ্য বিধানমণ্ডলের সত্র, সত্রাবসান ও ভঙ্গ |
৭৮ |
১৭৫। | সদনে বা সদনসমূহে রাজ্যপালের অভিভাষণ দানের এবং বার্তা প্রেরণের অধিকার |
৭৮ |
১৭৬। | রাজ্যপাল কর্তৃক বিশেষ অভিভাষণ |
৭৮ |
১৭৭। | সদনসমূহ সম্পর্কে মন্ত্রিগণের ও অ্যাড্ভোকেট-জেন্রলের অধিকারসমূহ |
৭৯ |
রাজ্য বিধানমণ্ডলের আধিকারিকসমূহ
১৭৮। | বিধানসভার অধ্যক্ষ ও উপাধ্যক্ষ |
৭৯ |
১৭৯। | অধ্যক্ষ ও উপাধ্যক্ষের পদ শূন্য করিয়া দেওয়া, পদত্যাগ এবং পদ হইতে অপসারণ |
৭৯ |
১৮০। | উপাধ্যক্ষের বা অন্য কোন ব্যক্তির অধ্যক্ষপদের কর্তব্যসমূহ সম্পাদন করিবার বা অধ্যক্ষরূপে কার্য করিবার ক্ষমতা |
৭৯ |
১৮১। | স্বীয় পদ হইতে অপসারণের জন্য সঙ্কল্প বিবেচনাধীন থাকিবার কালে অধ্যক্ষ বা উপাধ্যক্ষ সভাপতিত্ব করিবেন না |
৮০ |
১৮২। | বিধান পরিষদের সভাপতি ও উপ-সভাপতি |
৮০ |
১৮৩। | সভাপতি ও উপ-সভাপতির পদ শূন্য করিয়া দেওয়া, পদত্যাগ এবং পদ হইতে অপসারণ |
৮০ |
১৮৪। | উপ-সভাপতির বা অন্য কোন ব্যক্তির সভাপতিপদের কর্তব্যসমূহ সম্পাদন করিবার অথবা সভাপতিরূপে কার্য করিবার ক্ষমতা |
৮১ |
১৮৫। | স্বীয় পদ হইতে অপসারণের জন্য সঙ্কল্প বিবেচনাধীন থাকিবার কালে সভাপতি বা উপ-সভাপতি সভাপতিত্ব করিবেন না |
৮১ |
১৮৬। | অধ্যক্ষ ও উপাধ্যক্ষের এবং সভাপতি ও উপ-সভাপতির বেতন ও ভাতা |
৮১ |
১৮৭। | রাজ্য বিধানমণ্ডলের সচিবালয় |
৮১ |
কার্য চালনা
১৮৮। | সদস্যগণ কর্তৃক শপথ বা প্রতিজ্ঞা |
৮২ |
১৮৯। | উভয় সদনে ভোটদান, আসন শূন্য থাকা সত্ত্বেও উভয় সদনের কার্য করিবার ক্ষমতা এবং কোরাম |
৮২ |
সদস্যগণের নির্যোগ্যতা
১৯০। | আসন শূন্যকরণ |
৮৩ |
১৯১। | সদস্যপদের জন্য নির্যোগ্যতাসমূহ |
৮৪ |
১৯২। | সদস্যগণের নির্যোগ্যতা সম্পর্কিত প্রশ্নের মীমাংসা |
৮৪ |
১৯৩। | ১৮৮ অনুচ্ছেদ অনুযায়ী শপথ বা প্রতিজ্ঞা করিবার পূর্বে অথবা যোগ্যতাসম্পন্ন না হইলে বা নির্যোগ্য হইলে আসন গ্রহণ ও ভোটদানের জন্য দণ্ড |
৮৫ |
রাজ্য বিধানমণ্ডলসমূহের ও উহাদের সদস্যগণের ক্ষমতা, বিশেষাধিকার ও অনাক্রম্যতাসমূহ
১৯৪। | বিধানমণ্ডলের উভয় সদনের এবং উহাদের সদস্যগণের ও কমিটিসমূহের ক্ষমতা, বিশেষাধিকার, ইত্যাদি |
৮৫ |
১৯৫। | সদস্যগণের বেতন ও ভাতা |
৮৬ |
বিধানিক প্রক্রিয়া
১৯৬। | বিধেয়ক পুরঃস্থাপন ও গ্রহণ সম্পর্কে বিধানাবলী |
৮৬ |
১৯৭। | অর্থ-বিধেয়ক ভিন্ন অন্য বিধেয়ক সম্পর্কে বিধান পরিষদের ক্ষমতার সঙ্কোচন |
৮৬ |
১৯৮। | অর্থ-বিধেয়ক সম্পর্কে বিশেষ প্রক্রিয়া |
৮৭ |
১৯৯। | “অর্থ-বিধেয়ক”-এর সংজ্ঞার্থ |
৮৮ |
২০০। | বিধেয়কে সম্মতি |
৮৯ |
২০১। | বিবেচনার্থ রক্ষিত বিধেয়কসমূহ |
৮৯ |
বিত্ত-বিষয়ে প্রক্রিয়া
২০২। | বার্ষিক বিত্ত-বিবরণ |
৯০ |
২০৩। | বিধানমণ্ডলে প্রাক্কলন সম্পর্কে প্রক্রিয়া |
৯১ |
২০৪। | উপযোজন বিধেয়কসমূহ। |
৯১ |
২০৫। | অনুপূরক, অতিরিক্ত বা অধিক অনুদান |
৯২ |
২০৬। | অন্তর্বর্তী অনুদান, আকলন অনুদান ও ব্যতিক্রমী অনুদান |
৯২ |
২০৭। | বিত্ত-বিধেয়ক সম্বন্ধে বিশেষ বিধানাবলী |
৯৩ |
প্রক্রিয়া—সাধারণতঃ
২০৮। | প্রক্রিয়া সংক্রান্ত নিয়মাবলী |
৯৩ |
২০৯। | বিত্তীয় কার্য সম্বন্ধে বিধি দ্বারা রাজ্যের বিধানমণ্ডলে প্রক্রিয়া প্রনিয়ন্ত্রণ |
৯৪ |
২১০। | বিধানমণ্ডলে ব্যবহার্য ভাষা |
৯৪ |
২১১। | বিধানমণ্ডলে আলোচনার সঙ্কোচন |
৯৫ |
২১২। | বিধানমণ্ডলের কার্যবাহ সম্পর্কে কোন আদালত অনুসন্ধান করিবেন না |
৯৫ |
৪—রাজ্যপালের বিধানিক ক্ষমতা
২১৩। | বিধানমণ্ডলের অবকাশকালে রাজ্যপালের অধ্যাদেশ প্রখ্যাপন করিবার ক্ষমতা |
৯৫ |
৫—রাজ্যে হাইকোর্ট
২১৪। | রাজ্যের জন্য হাইকোর্ট |
৯৬ |
২১৫। | হাইকোর্ট অভিলেখ আদালত হইবেন |
৯৭ |
২১৬। | হাইকোর্টের গঠন |
৯৭ |
২১৭। | হাইকোর্টের বিচারপতিপদে নিয়োগ এবং ঐ পদের শর্তাবলী |
৯৭ |
২১৮। | সুপ্রীম কোর্ট সম্বন্ধী কোন কোন বিধানের হাইকোর্টসমূহে প্রয়োগ |
৯৯ |
২১৯। | হাইকোর্টের বিচারপতিগণ কর্তৃক শপথ বা প্রতিজ্ঞা |
৯৯ |
২২০। | স্থায়ী বিচারপতি হইবার পর ব্যবহারজীবিরূপে ব্যবসায়ে বাধানিষেধ |
৯৯ |
২২১। | বিচারপতিগণের বেতন ইত্যাদি |
৯৯ |
২২২। | কোন বিচারপতিকে এক হাইকোর্ট হইতে হাইকোর্টে স্থানান্তরণ |
১০০ |
২২৩। | কার্যকারী প্রধান বিচারপতির নিয়োগ |
১০০ |
২২৪। | অতিরিক্ত ও কার্যকারী বিচারপতিগণের নিয়োগ |
১০০ |
২২৪ক। | হাইকোর্টের অধিবেশনে অবসরপ্রাপ্ত বিচারপতিগণের নিয়োগ |
১০১ |
২২৫। | বিদ্যমান হাইকোর্টসমূহের ক্ষেত্রাধিকার |
১০১ |
২২৬। | কোন কোন আজ্ঞালেখ প্রচার করিবার জন্য হাইকোর্টের ক্ষমতা |
১০২ |
২২৬ক। | [ নিরসিত ] |
১০৩ |
২২৭। | হাইকোর্টের সকল আদালত অধীক্ষণ করিবার ক্ষমতা |
১০৩ |
২২৮। | কোন কোন মামলা হাইকোর্টে স্থানান্তরণ |
১০৪ |
২২৮ক। | [ নিরসিত ] |
১০৪ |
২২৯। | হাইকোর্টের আধিকারিক ও কর্মচারী এবং ব্যয় |
১০৪ |
২৩০। | হাইকোর্টসমূহের ক্ষেত্রাধিকার সংঘশাসিত রাজ্যক্ষেত্রসমূহে প্রসারণ |
১০৫ |
২৩১। | দুই বা ততোধিক রাজ্যের জন্য একটি অভিন্ন হাইকোর্ট স্থাপন |
১০৫ |
৬—নিম্ন আদালতসমূহ
২৩৩। | জেলা জজের নিয়োগ |
১০৬ |
২৩৩ক। | কোন কোন জেলা জজের নিয়োগ ও তৎকর্তৃক প্রদত্ত রায় ইত্যাদি সিদ্ধকরণ |
১০৬ |
২৩৪। | জেলা জজ ভিন্ন অন্য ব্যক্তিগণের বিচারিক কৃত্যকে প্রবেশন |
১০৭ |
২৩৫। | নিম্ন আদালতসমূহের উপর নিয়ন্ত্রণ |
১০৭ |
২৩৬। | অর্থপ্রকটন |
১০৭ |
২৩৭। | কোন শ্রেণী বা কোন কোন শ্রেণীর ম্যাজিস্ট্রেটের প্রতি এই অধ্যায়ের বিধানাবলীর প্রয়োগ |
১০৮ |
প্রথম তফসিলের ভাগ খ-এর অন্তর্ভুক্ত রাজ্যসমূহ
২৩৮। | [ নিরসিত ] |
১০৯ |
সংঘশাসিত রাজ্যক্ষেত্রসমূহ
২৩৯। | সংঘশাসিত রাজ্যক্ষেত্রসমূহের প্রশাসন |
১১০ |
২৩৯ক। | কোন কোন সংঘশাসিত রাজ্যক্ষেত্রের জন্য স্থানীয় বিধানমণ্ডলের বা মন্ত্রিপরিষদের বা এতদুভয়ের সৃজন |
১১০ |
২৩৯খ। | বিধানমণ্ডলের অবকাশকালে প্রশাসকের অধ্যাদেশসমূহ প্রখ্যাপন করিবার ক্ষমতা |
১১১ |
২৪০। | রাষ্ট্রপতির কোন কোন সংঘশাসিত রাজ্যক্ষেত্রের জন্য প্রনিয়ম প্রণয়ন করিবার ক্ষমতা |
১১২ |
২৪১। | সংঘশাসিত রাজ্যক্ষেত্রের জন্য হাইকোর্ট |
১১৩ |
২৪২। | [ নিরসিত ] |
১১৩ |
প্রথম তফসিলের ভাগ ঘ-এর অন্তর্ভুক্ত রাজ্যক্ষেত্রসমূহ এবং ঐ তফসিলে বিনির্দিষ্ট নহে এরূপ অন্য রাজ্যক্ষেত্রসমূহ
২৪৩। | [ নিরসিত ] |
১১৪ |
তফসিলী ও জনজাতি ক্ষেত্রসমূহ
২৪৪। | তফসিলী ক্ষেত্রসমূহ ও জনজাতি ক্ষেত্রসমূহের প্রশাসন |
১১৫ |
২৪৪ক। | আসামের কোন কোন জনজাতি ক্ষেত্র লইয়া একটি স্বশাসিত রাজ্য গঠন এবং উহার জন্য একটি স্থানীয় বিধানমণ্ডল বা মন্ত্রিপরিষদ বা এতদুভয়ের সৃজন |
১১৫ |
সংঘ ও রাজ্যসমূহের মধ্যে সম্বন্ধ
অধ্যায় ১—বিধানিক সম্বন্ধ
বিধানিক ক্ষমতাসমূহের বণ্টন
২৪৫। | সংসদ কর্তৃক এবং রাজ্যসমূহের বিধানমণ্ডলসমূহ কর্তৃক প্রণীত বিধির প্রসার |
১১৭ |
২৪৬। | সংসদ কর্তৃক এবং রাজ্যসমূহের বিধানমণ্ডলসমূহ কর্তৃক প্রণীত বিধির বিষয়বস্তু |
১১৭ |
২৪৭। | কোন কোন অতিরিক্ত আদালত স্থাপনের জন্য সংসদের বিধান করিবার ক্ষমতা |
১১৭ |
২৪৮। | বিধিপ্রণয়নের অবশিষ্ট ক্ষমতাসমূহ |
১১৮ |
২৪৯। | রাজ্যসূচীর অন্তর্ভুক্ত কোন বিষয় সম্পর্কে জাতীয় স্বার্থে সংসদের বিধিপ্রণয়ন করিবার ক্ষমতা |
১১৮ |
২৫০। | জরুরী অবস্থার উদ্ঘোষণা সক্রিয় থাকিলে, রাজ্যসূচীর অন্তর্ভুক্ত যেকোন বিষয় সম্পর্কে সংসদের বিধিপ্রণয়নের ক্ষমতা |
১১৮ |
২৫১। | ২৪৯ এবং ২৫০ অনুচ্ছেদ অনুযায়ী সংসদ কর্তৃক প্রণীত বিধি এবং রাজ্যসমূহের বিধানমণ্ডলসমূহ কর্তৃক প্রণীত বিধির মধ্যে অসামঞ্জস্য |
১১৯ |
২৫২। | দুই বা ততোধিক রাজ্যের জন্য তৎসম্মতিক্রমে বিধিপ্রণয়নে সংসদের ক্ষমতা এবং অন্য যেকোন রাজ্য কর্তৃক ঐরূপ বিধি অবলম্বন |
১১৯ |
২৫৩। | আন্তর্জাতিক চুক্তিসমূহ কার্যকর করিবার জন্য বিধিপ্রণয়ন |
১১৯ |
২৫৪। | সংসদ কর্তৃক প্রণীত বিধি এবং রাজ্যসমূহের বিধানমণ্ডলসমূহ কর্তৃক প্রণীত বিধির মধ্যে অসামঞ্জস্য |
১১৯ |
২৫৫। | সুপারিশ ও পূর্বমঞ্জুরি সম্পর্কে যাহা আবশ্যক তাহা কেবল প্রক্রিয়া সংক্রান্ত বিষয় বলিয়া গণ্য হইবে |
১২০ |
অধ্যায় ২—প্রশাসনিক সম্বন্ধ
সাধারণ
২৫৬। | রাজ্যসমূহের.এবং সংঘের দায়িতা |
১২০ |
২৫৭। | কোন কোন ক্ষেত্রে রাজ্যসমূহের উপর সংঘের নিয়ন্ত্রণ |
১২১ |
২৫৭ক। | [ নিরসিত ] |
১২১ |
২৫৮। | কোন কোন ক্ষেত্রে রাজ্যসমূহের উপর ক্ষমতাসমূহ ইত্যাদি অর্পণ করিবার পক্ষে সংঘের ক্ষমতা |
১২২ |
২৫৮ক। | সংঘের উপর কৃত্যসমূহ ন্যস্ত করিবার পক্ষে রাজ্যসমূহের ক্ষমতা |
১২২ |
২৫৯। | [ নিরসিত ] |
১২২ |
২৬০। | ভারত-বহির্ভূত রাজ্যক্ষেত্রসমূহ সম্বন্ধে সংঘের ক্ষেত্রাধিকার |
১২২ |
২৬১। | সরকারী কার্য, অভিলেখ এবং বিচারিক কার্যবাহ |
১২২ |
জল সম্বন্ধে বিরোধ
২৬২। | আন্তঃরাজ্যিক নদীর বা নদী-উপত্যকার জল সম্বন্ধে বিরোধের বিচারপূর্বক মীমাংসা |
১২৩ |
রাজ্যসমূহের মধ্যে সংযোজন
২৬৩। | আন্তঃরাজ্যিক পরিষদ সম্বন্ধে বিধানাবলী |
১২৩ |
বিত্ত, সম্পত্তি, সংবিদা ও মোকদ্দমা
অধ্যায় ১—বিত্ত
সাধারণ
২৬৪। | অর্থপ্রকটন |
১২৪ |
২৬৫। | বিধির প্রাধিকারবলে ভিন্ন করসমূহ আরোপিত হইবে না |
১২৪ |
২৬৬। | ভারতের এবং রাজ্যসমূহের সঞ্চিত-নিধি ও সরকারী হিসাব |
১২৪ |
২৬৭। | আকস্মিকতা-নিধি |
১২৪ |
সংঘ ও রাজ্যসমূহের মধ্যে রাজস্ব বণ্টন
২৬৮। | সংঘ কর্তৃক ধার্য কিন্তু রাজ্যসমূহ কর্তৃক সংগৃহীত ও উপযোজিত শুল্কসমূহ |
১২৫ |
২৬৯। | সংঘ কর্তৃক ধার্য ও সংগৃহীত কিন্তু রাজ্যসমূহের জন্য নির্দিষ্ট করসমূহ |
১২৫ |
২৭০। | সংঘ কর্তৃক ধার্য ও সংগৃহীত এবং সংঘ ও রাজ্যসমূহের মধ্যে বণ্টিত করসমূহ |
১২৬ |
২৭১। | সংঘের প্রযোজনার্থে কোন কোন শুল্ক ও করের উপর অধিভার |
১২৭ |
২৭২। | সংঘ কর্তৃক ধার্য ও সংগৃহীত হয় এবং সংঘ ও রাজ্যসমূহের মধ্যে বণ্টিত হইতে পারে এরূপ করসমূহ |
১২৭ |
২৭৩। | পাট ও পাটজাত দ্রব্যের উপর রপ্তানিশুল্কের পরিবর্তে অনুদান |
১২৭ |
২৭৪। | যে বিধেয়ক রাজ্যসমূহের স্বার্থ যাহাতে সংশ্লিষ্ট আছে এরূপ করাধান প্রভাবিত করে তাহাতে রাষ্ট্রপতির পূর্ব-সুপারিশ আবশ্যক |
১২৮ |
২৭৫। | কোন কোন রাজ্যকে সংঘ হইতে অনুদান |
১২৮ |
২৭৬। | বৃত্তি, ব্যবসায়, পেশা ও চাকরির উপর কর |
১৩০ |
২৭৭। | ব্যাবৃত্তি |
১৩০ |
২৭৮। | [ নিরসিত ] |
১৩০ |
২৭৯। | “নীট আগম” ইত্যাদি অনুগণন |
১৩০ |
২৮০। | বিত্ত কমিশন |
১৩১ |
২৮১। | বিত্ত কমিশনের সুপারিশ |
১৩২ |
বিবিধ বিত্তীয় বিধান
২৮২। | সংঘ বা কোন রাজ্য কর্তৃক তদীয় রাজস্ব হইতে যে ব্যয় নির্বাহিত হইতে পারে |
১৩২ |
২৮৩। | সঞ্চিত-নিধিসমূহের, আকস্মিকতা-নিধিসমূহের ও সরকারী হিসাবখাতে জমা দেওয়া অর্থসমূহের অভিরক্ষা ইত্যাদি |
১৩২ |
২৮৪। | সরকারী কর্মচারী ও আদালতসমূহ কর্তৃক প্রাপ্ত মোকদ্দমাকারীর আমানত ও অন্যান্য অর্থের অভিরক্ষা |
১৩২ |
২৮৫। | রাজ্যের করাধান হইতে সংঘের সম্পত্তির অব্যাহতি |
১৩৩ |
২৮৬। | দ্রব্যসমূহের বিক্রয় বা ক্রয়ের উপর কর আরোপণের সঙ্কোচন |
১৩৩ |
২৮৭। | বিদ্যুতের উপর কর হইতে অব্যাহতি |
১৩৪ |
২৮৮। | কোন কোন ক্ষেত্রে জল বা বিদ্যুৎ সম্পর্কে রাজ্যসমূহ কর্তৃক করাধান হইতে অব্যাহতি |
১৩৪ |
২৮৯। | সংঘের করাধান হইতে রাজ্যের সম্পত্তি ও আয়ের অব্যাহতি |
১৩৫ |
২৯০। | কোন কোন ব্যয় এবং পেনশন সম্পর্কে সমন্বয়ন |
১৩৫ |
২৯০ক। | কোন কোন দেবস্বম-নিধিতে বার্ষিক অর্থ প্রদান |
১৩৬ |
২৯১। | [ নিরসিত ] |
১৩৬ |
অধ্যায় ২—ধারগ্রহণ
২৯২। | ভারত সরকার কর্তৃক ধারগ্রহণ |
১৩৬ |
২৯৩। | রাজ্যসমূহ কর্তৃক ধারগ্রহণ |
১৩৬ |
অধ্যায় ৩—সম্পত্তি, সংবিদা, অধিকার, দায়িতা, দায়িত্ব ও মোকদ্দমা
২৯৪। | কোন কোন ক্ষেত্রে সম্পত্তি, পরিসম্পৎ, অধিকার, দায়িতা ও দায়িত্বের উত্তরাধিকার |
১৩৭ |
২৯৫। | অন্য ক্ষেত্রসমূহে সম্পত্তি, পরিসম্পং, অধিকার, দায়িতা ও দায়িত্বের উত্তরাধিকার |
১৩৭ |
২৯৬। | রাজগামিতা বা ব্যপগম হেতু অথবা অস্বামিক দ্রব্য (বোনাভেকেনসিয়া) রূপে প্রাপ্ত সম্পত্তি |
১৩৮ |
২৯৭। | রাজ্যক্ষেত্রাধীন জলভাগের বা মহাদেশীয় সমুদ্রমগ্ন ভূখণ্ডের অন্তর্বর্তী মূল্যবান বস্তুসমূহ এবং অনন্য অর্থনীতিক মণ্ডলের সম্পদ সংঘে বর্তিবে |
১৩৮ |
২৯৮। | ব্যবসায় ইত্যাদি পরিচালনার ক্ষমতা |
১৩৮ |
২৯৯। | সংবিদাসমূহ |
১৩৯ |
৩০০। | মোকদ্দমা ও কার্যবাহসমূহ |
১৩৯ |
অধ্যায় ৪—সম্পত্তিতে অধিকার
৩০০ক॥ | বিধির প্রাধিকারবলে ব্যতীত কোন ব্যক্তিকে সম্পত্তি হইতে বঞ্চিত করা যাইবে না |
১৪০ |
ভারতের রাজ্যক্ষেত্রের অভ্যন্তরে ব্যবসায়, বাণিজ্য এবং যোগাযোগ
৩০১। | ব্যবসায়, বাণিজ্য ও যোগাযোগের স্বাধীনতা |
১৪১ |
৩০২। | ব্যবসায়, বাণিজ্য ও যোগাযোগের উপর সংসদের সঙ্কোচন আরোপ করিবার ক্ষমতা |
১৪১ |
৩০৩। | ব্যবসায় ও বাণিজ্য সম্পর্কে সংঘের ও রাজ্যসমূহের বিধানিক ক্ষমতার সঙ্কোচন |
১৪১ |
৩০৪। | রাজ্যসমূহের মধ্যে ব্যবসায়, বাণিজ্য ও যোগাযোগের সঙ্কোচন |
১৪১ |
৩০৫। | বিদ্যমান বিধিসমূহের ও রাজ্যের একাধিকার বিধানকারী বিধিসমূহের ব্যাবৃত্তি |
১৪২ |
৩০৬। | [ নিরসিত ] |
১৪২ |
৩০৭। | ৩০১ হইতে ৩০৪ অনুচ্ছেদের উদ্দেশ্যসমূহ কার্যে পরিণত করিবার জন্য প্রাধিকারীর নিয়োগ |
১৪২ |
সংঘ এবং রাজ্যসমূহের অধীনে কৃত্যকসমূহ
অধ্যায় ১—কৃত্যকসমূহ
৩০৮। | অর্থপ্রকটন |
১৪৩ |
৩০৯। | সংঘে বা কোন রাজ্যে চাকরিতে ব্যক্তিগণের ভর্তি এবং চাকরির শর্তাবলী |
১৪৩ |
৩১০। | সংঘে বা কোন রাজ্যে চাকরিতে ব্যক্তিগণের পদ-ধারণকাল |
১৪৩ |
৩১১। | সংঘ বা কোন রাজ্যের অধীনে অসামরিক পদে নিযুক্ত ব্যক্তিগণের পদচ্যুতি, অপসারণ বা পদাবনমন |
১৪৪ |
৩১২। | সর্বভারতীয় কৃত্যকসমূহ |
১৪৫ |
৩১২ক। | কোন কোন কৃত্যকের আধিকারিকগণের চাকরির শর্তাবলী পরিবর্তন বা প্রতিসংহরণ করিতে সংসদের ক্ষমতা |
১৪৬ |
৩১৩। | অন্তর্বর্তিকালীন বিধানাবলী |
১৪৭ |
৩১৪। | [ নিরসিত ] |
১৪৭ |
অধ্যায় ২—সরকারী কৃত্যক কমিশনসমূহ
৩১৫। | সংঘের জন্য ও রাজ্যসমূহের জন্য সরকারী কৃত্যক কমিশনসমূহ |
১৪৭ |
৩১৬। | সদস্যগণের নিয়োগ ও পদের কার্যকাল |
১৪৮ |
৩১৭। | সরকারী কৃত্যক কমিশনের কোন সদস্যের অপসারণ ও নিলম্বন |
১৪৯ |
৩১৮। | কমিশনের সদস্যগণ ও কর্মিবর্গের চাকরির শর্তাবলী সম্পর্কে প্রনিয়ম প্রণয়ন করিবার ক্ষমতা |
১৫০ |
৩১৯। | কমিশনের সদস্যগণ আর সদস্য না থাকিলে, তাঁহাদের কোন পদে অধিষ্ঠিত হওয়া সম্পর্কে প্রতিষেধ |
১৫০ |
৩২০। | সরকারী কৃত্যক কমিশনসমূহের কৃত্যসমূহ |
১৫১ |
৩২১। | সরকারী কৃত্যক কমিশনসমূহের কৃত্যসমূহ প্রসারিত করিবার ক্ষমতা |
১৫৩ |
৩২২। | সরকারী কৃত্যক কমিশনসমূহের ব্যয় |
১৫৩ |
৩২৩। | সরকারী কৃত্যক কমিশনসমূহের প্রতিবেদন |
১৫৩ |
ট্রাইবিউন্যালসমূহ
৩২৩ক। | প্রশাসনিক ট্রাইবিউন্যাল |
১৫৪ |
৩২৩খ। | অন্যান্য বিষয়ের জন্য ট্রাইবিউন্যালসমূহ |
১৫৫ |
নির্বাচনসমূহ
৩২৪। | নির্বাচনসমূহের অধীক্ষণ, নির্দেশন ও নিয়ন্ত্রণ একটি নির্বাচন কমিশনে বর্তিত হইবে |
১৫৭ |
৩২৫। | ধর্ম, প্রজাতি, জাতি বা লিঙ্গের হেতুতে কোন ব্যক্তি নির্বাচক-তালিকার অন্তর্ভুক্ত হইবার জন্য অপাত্র হইবেন না বা কোন বিশেষ নির্বাচক-তালিকার অন্তর্ভুক্ত হইবার দাবি করিতে পারিবেন না |
১৫৮ |
৩২৬। | লোকসভার এবং রাজ্যসমূহের বিধানসভার নির্বাচন প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের ভিত্তিতে হইবে |
১৫৮ |
৩২৭। | বিধানমণ্ডলের নির্বাচন সম্পর্কে সংসদের বিধান প্রণয়নের ক্ষমতা |
১৫৮ |
৩২৮। | কোন রাজ্যের বিধানমণ্ডলের নির্বাচন সম্পর্কে ঐ বিধানমণ্ডলের বিধান প্রণয়নের ক্ষমতা |
১৫৮ |
৩২৯। | নির্বাচন সংক্রান্ত বিষয়ে বিচারালয়ের হস্তক্ষেপে প্রতিবন্ধক |
১৫৯ |
৩২৯ক। | [ নিরসিত ] |
১৫৯ |
কোন কোন শ্রেণী সম্বন্ধে বিশেষ বিধানসমূহ
৩৩০। | লোকসভায় তফসিলী জাতি ও তফসিলী জনজাতিসমূহের জন্য আসন সংরক্ষণ |
১৬০ |
৩৩১। | লোকসভায় ইঙ্গ-ভারতীয় সম্প্রদায়ের প্রতিনিধিত্ব |
১৬১ |
৩৩২। | রাজ্যসমূহের বিধানসভাসমূহে তফসিলী জাতি ও তফসিলী জনজাতিসমূহের জন্য আসন সংরক্ষণ |
১৬১ |
৩৩৩। | রাজ্যসমূহের বিধানসভাসমূহে ইঙ্গ-ভারতীয় সম্প্রদায়ের প্রতিনিধিত্ব |
১৬২ |
৩৩৪। | আসন সংরক্ষণ ও বিশেষ প্রতিনিধিত্ব চল্লিশ বৎসর পরে আর থাকিবে না |
১৬২ |
৩৩৫। | কৃত্যক ও পদসমূহে তফসিলী জাতি ও তফসিলী জনজাতিসমূহের দাবি |
১৬৩ |
৩৩৬। | কোন কোন কৃত্যকে ইঙ্গ-ভারতীয় সম্প্রদায়ের জন্য বিশেষ বিধান |
১৬৩ |
৩৩৭। | ইঙ্গ-ভারতীয় সম্প্রদায়ের হিতার্থে শিক্ষা-অনুদান সম্পর্কে বিশেষ বিধান |
১৬৩ |
৩৩৮। | তফসিলী জাতিসমূহ, তফসিলী জনজাতিসমূহ ইত্যাদির জন্য বিশেষ আধিকারিক |
১৬৪ |
৩৩৯। | তফসিলী ক্ষেত্রসমূহের প্রশাসন এবং তফসিলী জনজাতিসমূহের কল্যাণ বিষয়ে সংঘের নিয়ন্ত্রণ |
১৬৪ |
৩৪০। | অনগ্রসর শ্রেণীসমূহের অবস্থা সম্বন্ধে তদন্ত করিবার জন্য কমিশন নিয়োগ |
১৬৪ |
৩৪১। | তফসিলী জাতিসমূহ |
১৬৫ |
৩৪২। | তফসিলী জনজাতিসমূহ |
১৬৬ |
সরকারী ভাষা
অধ্যায় ১—সংঘের ভাষা
৩৪৩। | সংঘের সরকারী ভাষা |
১৬৭ |
৩৪৪। | সরকারী ভাষা সম্পর্কে কমিশন ও সংসদের কমিটি |
১৬৭ |
অধ্যায় ২—আঞ্চলিক ভাষাসমূহ
৩৪৫। | কোন রাজ্যের সরকারী ভাষা বা ভাষাসমূহ |
১৬৮ |
৩৪৬। | একটি রাজ্য এবং অন্য একটি রাজ্যের মধ্যে অথবা কোন রাজ্য এবং সংঘের মধ্যে সমাযোজনের জন্য সরকারী ভাষা |
১৬৯ |
৩৪৭। | কোন রাজ্যের জনসংখ্যার কোন অনুবিভাগ কর্তৃক কথিত ভাষা সম্বন্ধে বিশেষ বিধান |
১৬৯ |
অধ্যায় ৩—সুপ্রীম কোর্ট, হাইকোর্টসমূহ ইত্যাদির ভাষা
৩৪৮। | সুপ্রীম কোর্টে ও হাইকোর্টসমূহে এবং আইন, বিধেয়ক ইত্যাদির জন্য ব্যবহার্য ভাষা |
১৬৯ |
৩৪৯। | ভাষা সম্বন্ধে কোন কোন বিধি প্রণয়ন করিবার বিশেষ প্রক্রিয়া |
১৭০ |
অধ্যায় ৪—বিশেষ নির্দেশনসমূহ
৩৫০। | ক্ষোভের প্রতিকারের জন্য নিবেদনে ব্যবহার্য ভাষা |
১৭০ |
৩৫০ক। | প্রাথমিক স্তরে মাতৃভাষায় শিক্ষণের সুযোগসুবিধা |
১৭০ |
৩৫০খ। | ভাষাভিত্তিক সংখ্যালঘুগণের জন্য বিশেষ আধিকারিক |
১৭১ |
৩৫১। | হিন্দী ভাষার উন্নয়নের জন্য নির্দেশন |
১৭১ |
জরুরী অবস্থার বিধানসমূহ
৩৫২। | জরুরী অবস্থার উদ্ঘোষণা |
১৭২ |
৩৫৩। | জরুরী অবস্থার উদ্ঘোষণার ফল |
১৭৪ |
৩৫৪। | জরুরী অবস্থার উদ্ঘোষণা সক্রিয় থাকিবার কালে রাজস্বের বণ্টন সম্বন্ধে বিধানাবলীর প্রয়োগ |
১৭৫ |
৩৫৫। | সংঘের কর্তব্য রাজ্যসমূহকে বাহির হইতে অগ্রাক্রমণ হইতে ও আভ্যন্তরীণ গোলযোগ হইতে রক্ষা করা |
১৭৫ |
৩৫৬। | রাজ্যসমূহে সাংবিধানিক যন্ত্র অচল হইবার ক্ষেত্রে বিধানাবলী |
১৭৫ |
৩৫৭। | ৩৫৬ অনুচ্ছেদের অধীনে প্রচারিত উদ্ঘোষণা অনুযায়ী বিধানিক ক্ষমতাসমূহের প্রয়োগ |
১৭৮ |
৩৫৮। | জরুরী অবস্থায় ১৯ অনুচ্ছেদের বিধানাবলীর নিলম্বন |
১৭৮ |
৩৫৯। | জরুরী অবস্থায় ভাগ ৩ দ্বারা অর্পিত অধিকারসমূহের বলবৎকরণ নিলম্বিত রাখা |
১৭৯ |
৩৬০। | বিত্তীয় জরুরী অবস্থা সম্পর্কে বিধানাবলী |
১৮১ |
বিবিধ
৩৬১। | রাষ্ট্রপতির এবং রাজ্যপাল ও রাজপ্রমুখগণের রক্ষণ |
১৮৩ |
৩৬১ক। | সংসদ ও রাজ্য বিধানমণ্ডলের কার্যবিবরণীর প্রকাশন সংরক্ষণ |
১৮৪ |
৩৬২। | [ নিরসিত ] |
১৮৪ |
৩৬৩। | কোন কোন সন্ধি, চুক্তি ইত্যাদি হইতে উদ্ভূত বিবাদে আদালতের হস্তক্ষেপে প্রতিবন্ধক |
১৮৪ |
৩৬৩ক। | ভারতীয় রাজ্যসমূহের শাসকগণকে প্রদত্ত স্বীকৃতি আর থাকিবে না এবং রাজন্যভাতাসমূহ বিলুপ্ত হইবে |
১৮৫ |
৩৬৪। | প্রধান প্রধান বন্দর ও বিমানক্ষেত্র সম্পর্কে বিশেষ বিধান |
১৮৫ |
৩৬৫। | সংঘ কর্তৃক প্রদত্ত নির্দেশসমূহ পালন বা কার্যকর করিতে ব্যর্থ হইবার ফল |
১৮৬ |
৩৬৬। | সংজ্ঞার্থসমূহ |
১৮৬ |
৩৬৭। | অর্থপ্রকটন |
১৯০ |
সংবিধানের সংশোধন
৩৬৮। | সংবিধানের সংশোধন করিতে সংসদের ক্ষমতা ও তজ্জন্য প্রক্রিয়া |
১৯১ |
অস্থায়ী, অন্তর্বর্তিকালীন ও বিশেষ বিধানসমূহ
৩৬৯। | রাজ্যসূচীভুক্ত কোন কোন বিষয় সম্পর্কে, ঐ বিষয়সমূহ যেন সমবর্তী সূচীর অন্তর্ভুক্ত এইভাবে, সংসদের বিধি প্রণয়ন করিবার অস্থায়ী ক্ষমতা |
১৯৩ |
৩৭০। | জম্মু ও কাশ্মীর রাজ্য সম্পর্কে অস্থায়ী বিধানাবলী |
১৯৩ |
৩৭১। | মহারাষ্ট্র এবং গুজরাট রাজ্যসমূহ সম্পর্কে বিশেষ বিধান |
১৯৫ |
৩৭১ক। | নাগাল্যাণ্ড রাজ্য সম্পর্কে বিশেষ বিধান |
১৯৬ |
৩৭১খ। | আসাম রাজ্য সম্পর্কে বিশেষ বিধান |
১৯৯ |
৩৭১গ। | মণিপুর রাজ্য সম্পর্কে বিশেষ বিধান |
২০০ |
৩৭১ঘ। | অন্ধ্র প্রদেশ রাজ্য সম্পর্কে বিশেষ বিধানাবলী |
২০০ |
৩৭১ঙ। | অন্ধ্র প্রদেশে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় স্থাপনা |
২০৪ |
৩৭১চ। | সিকিম রাজ্য সম্পর্কে বিশেষ বিধানাবলী |
২০৪ |
৩৭১ছ। | মিজোরাম রাজ্য সম্পর্কে বিশেষ বিধান |
২০৭ |
৩৭১জ। | অরুণাচল প্রদেশ রাজ্য সম্পর্কে বিশেষ বিধান |
২০৮ |
৩৭২। | বিদ্যমান বিধিসমূহ বলবৎ থাকিয়া যাওয়া এবং উহাদের অভিযোজন |
২০৮ |
৩৭২ক। | বিধিসমূহের অভিযোজন করিতে রাষ্ট্রপতির ক্ষমতা |
২১০ |
৩৭৩। | রাষ্ট্রপতির, কোন কোন ক্ষেত্রে নিবর্তনমূলক আটকের অধীন ব্যক্তিগণ সম্পর্কে, আদেশ করিবার ক্ষমতা |
২১০ |
৩৭৪। | ফেডারেল কোর্টের বিচারপতিগণ সম্পর্কে ও ফেডারেল কোর্টে বা সপরিষদ সম্রাটের সমক্ষে বিচারাধীন কার্যবাহ সম্পর্কে বিধানাবলী |
২১১ |
৩৭৫। | আদালত, প্রাধিকারী ও আধিকারিক সংবিধানের বিধানাবলীর অধীনে কৃত্য করিয়া যাইবেন |
২১১ |
৩৭৬। | হাইকোর্টের বিচারপতিগণ সম্পর্কে বিধানাবলী |
২১২ |
৩৭৭। | ভারতের কম্প্ট্রোলার ও অডিটর-জেন্রল্ সম্পর্কে বিধানাবলী |
২১২ |
৩৭৮। | সরকারী কৃত্যক কমিশনসমূহ সম্পর্কে বিধানাবলী |
২১২ |
৩৭৮ক। | অন্ধ্র প্রদেশ বিধানসভার স্থিতিকাল সংক্রান্ত বিশেষ বিধান |
২১৩ |
৩৭৯-৩৯১। | [ নিরসিত ] |
২১৩ |
৩৯২। | অসৌকর্য দূরীকরণে রাষ্ট্রপতির ক্ষমতা |
২১৩ |
সংক্ষিপ্ত নাম, প্রারম্ভ ও নিরসন
৩৯৩। | সংক্ষিপ্ত নাম |
২১৪ |
৩৯৪। | প্রারম্ভ |
২১৪ |
৩৯৫। | নিরসন |
২১৪ |
তফসিলসমূহ
১। | রাজ্যসমূহ |
২১৫ |
২। | সংঘশাসিত রাজ্যক্ষেত্রসমূহ |
২১৯ |
ভাগ ক— | রাষ্ট্রপতি এবং রাজ্যসমূহের রাজ্যপালগণ সম্পর্কে বিধানাবলী |
২২১ |
ভাগ খ— | [ নিরসিত ] |
২২১ |
ভাগ গ— | লোকসভার অধ্যক্ষ ও উপাধ্যক্ষ এবং রাজ্যসভার সভাপতি ও উপ-সভাপতি এবং কোন রাজ্যের বিধানসভার অধ্যক্ষ ও উপাধ্যক্ষ এবং বিধান পরিষদের সভাপতি ও উপ-সভাপতি সম্পর্কে বিধানাবলী |
২২১ |
ভাগ ঘ— | সুপ্রীম কোর্টের এবং হাইকোর্টের বিচারপতিগণ সম্পর্কে বিধানাবলী |
২২২ |
ভাগ ঙ— | ভারতের কম্প্ট্রোলার ও অডিটর-জেন্রল্ সম্পর্কে বিধানাবলী |
২২৫ |
তৃতীয় তফসিল—শপথ বা প্রতিজ্ঞার ফরমসমূহ |
২২৬ |
চতুর্থ তফসিল—রাজ্যসভায় আসনসমূহ বিভাজন |
২২৯ |
পঞ্চম তফসিল—তফসিলী ক্ষেত্রসমূহের ও তফসিলী জনজাতিসমূহের প্রশাসন ও নিয়ন্ত্রণ সম্পর্কে বিধানাবলী |
২৩১ |
ভাগ ক— | সাধারণ |
২৩১ |
ভাগ খ— | তফসিলী ক্ষেত্রসমূহের ও তফসিলী জনজাতিসমূহের প্রশাসন ও নিয়ন্ত্রণ |
২৩১ |
ভাগ গ— | তফসিলী ক্ষেত্রসমূহ |
২৩৩ |
ভাগ ঘ— | তফসিলের সংশোধন |
২৩৪ |
ষষ্ঠ তফসিল—আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যসমূহের এবং সংঘশাসিত রাজ্যক্ষেত্র মিজোরামের অভ্যন্তরস্থ জনজাতি ক্ষেত্রসমূহের প্রশাসন সম্পর্কে বিধানাবলী |
২৩৫ |
সূচী ১— | সংঘসূচী |
২৫৫ |
সূচী ২— | রাজ্যসূচী |
২৬২ |
সূচী ৩— | সমবর্তী সূচী |
২৬৬ |
অষ্টম তফসিল—ভাষাসমূহ |
২৭১ |
নবম তফসিল—কোন কোন আইন ও প্রনিয়মের সিদ্ধকরণ |
২৭২ |
দশম তফসিল—দলবদল হেতু নির্যোগ্যতা সম্পর্কে বিধান |
২৮৭ |
পরিশিষ্ট—সংবিধান (চতুশ্চত্বারিংশ সংশোধন) আইন, ১৯৭৮ হইতে উদ্ধৃত অংশ |
২৯২ |
পরিশিষ্ট—সংবিধান (ষট্চত্বারিংশ সংশোধন) আইন, ১৯৮২-র অংশ বিশেষ |
২৯৪ |
পরিশিষ্ট—সংবিধান (চতুঃপঞ্চাশ সংশোধন) বিধেয়ক, ১৯৮৬-র অংশ বিশেষ |
২৯৬ |
শব্দসূচী—ইংরাজী-বাংলা শব্দসূচী |
২৯৭ |
শব্দসূচী—বাংলা-ইংরাজী শব্দসূচী |
৩০৮ |
এই লেখাটি ভারত সরকারের কপিরাইটভুক্ত একটি রচনা। তবে, ভারত সরকারের কিছু নির্দিষ্ট অধ্যাদেশের প্রতিরূপায়ন বা প্রকাশ কপিরাইট আইন, ১৯৫৭ (যথা সংশোধিত) অনুসারে কপিরাইটের লঙ্ঘন নয় বলে বিবেচিত হয়।
ভারত সরকারের এই রচনাগুলি কপিরাইট আইন, ১৯৫৭-এর ৫২(১)(q) ধারা অনুসারে পুনঃপ্রকাশ করা যেতে পারে—
- আইনসভার আইন ব্যতীত যে কোন বিষয় যা সরকারি গেজেটে প্রকাশিত হয়েছে;
- আইনসভার আইন, এই শর্তে যে আইনের সঙ্গে কোন টীকা বা অন্য কোন মৌলিক বিষয় থেকে থাকলে সেটিও প্রতিরূপের অংশ হবে;
- সরকার-নিযুক্ত কোন সমিতি, আয়োগ, পরিষদ, পর্ষদ বা অন্য সমগোত্রীয় সংস্থার প্রতিবেদন, যা আইনসভায় পেশ করা হয়েছে এবং যার প্রতিরূপায়ন বা প্রকাশ সরকার কর্তৃক নিষিদ্ধ নয়;
- আদালত, ট্রাইব্যুনাল বা অন্যান্য বৈচারিক কর্তৃপক্ষের যে কোনও রায় বা আদেশ, যদি তার প্রতিরূপায়ন বা প্রকাশ রায়- বা আদেশ-প্রদানকারী কর্তৃপক্ষের দ্বারা নিষিদ্ধ না হয়।
১২ ডিসেম্বর ২০০৭-এ প্রদত্ত "ইস্টার্ন বুক কোম্পানি ও অন্যান্য বনাম ডি.বি. মোদক ও অন্য" শীর্ষক ভারতীয় সুপ্রিম কোর্টের রায় আইনের এই ধারাটিতে বিবৃত বিষয়গুলিকে পাবলিক ডোমেইন হিসাবে ব্যাখ্যা করে।
এই রচনাটি মার্কিন যুক্তরাষ্ট্রেও পাবলিক ডোমেইন, কারণ এটি একটি সরকারি অধ্যাদেশ, স্থানীয় বা বিদেশী। দেখুন: কপিরাইট অফিসের কর্মপদ্ধতি তৃতীয় সংকলনের ৩১৩.৬(C)(২) অনুচ্ছেদ। এই জাতীয় দলিলগুলিতে "বৈচারিক মতামত, প্রশাসনিক অনুশাসন, আইনসভার আইন, সার্বজনিক অধ্যাদেশ এবং অনুরূপ সরকারি আইনী নথি" অন্তর্ভুক্ত রয়েছে।
কপিরাইট আইনের ধারা ৫২(১)(r) অনুযায়ী এই রচনার অনুবাদ প্রণয়ন বা প্রকাশ তখনই করা যাবে যখন সরকার কর্তৃক সংশ্লিষ্ট ভাষায় কোন অনুবাদ প্রকাশিত হয় নি কিংবা সরকারি অনুবাদ জনগণকে বিক্রির জন্য উপলব্ধ নয়। এই অনুবাদের একটি বিশিষ্ট স্থানে এই বক্তব্য থাকতে হবে যে, অনুবাদটি সরকার দ্বারা অনুমোদিত বা গৃহীত নয়।
কোন আইনের সরকারি অনুবাদ যদি প্রাধিকৃত পাঠ (কেন্দ্রীয় বিধি) আইন, ১৯৭৩ অনুসারে রাষ্ট্রপতির ক্ষমতাবলে জারি হয়ে থাকে, তবে তা মূল আইনের সমতুল্য এবং একইরকমভাবে পুনঃপ্রকাশযোগ্য।