ভারতের সংবিধান (১৯৮৭)/ভাগ ৪ক
লুয়া ত্রুটি: bad argument #1 to 'gsub' (string expected, got nil)।
[১][ভাগ ৪ক
মৌলিক কর্তব্যসমূহ
মৌলিক কর্তব্যসমূহ।৫১ক। ভারতের প্রত্যেক নাগরিকের কর্তব্য হইবে—
(ক) সংবিধান মানিয়া চলা এবং উহার সকল আদর্শ ও সংস্থা এবং জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীতকে শ্রদ্ধা করা;
(খ) যে মহান আদর্শ আমাদের জাতীয় স্বাধীনতা সংগ্রামকে উদ্বুদ্ধ করিয়াছিল তাহা পোষণ ও অনুসরণ করা;
(গ) ভারতের সার্বভৌমত্ব, ঐক্য ও অখণ্ডতা সমুন্নত রাখা ও রক্ষা করা;
(ঘ) আহূত হইলে দেশের প্রতিরক্ষা করা ও জাতীয় সেবাকার্য সম্পাদন করা;
(ঙ) ধর্মীয়, ভাষাগত ও আঞ্চলিক বা শ্রেণীগত বিভিন্নতা অতিক্রমপূর্বক ভারতের জনগণের সকলের মধ্যে সমন্বয় ও সাধারণ ভ্রাতৃত্ববোধ বর্ধন করা; নারীজাতির মর্যাদার হানিকর আচরণ পরিত্যাগ করা;
(চ) আমাদের সংমিশ্র কৃষ্টির সমৃদ্ধ উত্তরাধিকারের সম্মাননা ও রক্ষণ করা;
(ছ) বন, হ্রদ, নদী ও বন্য প্রাণী সমেত প্রাকৃতিক পরিবেশ রক্ষা করা ও উহার উন্নতিসাধন করা, এবং সকল জীবিত প্রাণীর প্রতি সদয় হওয়া;
(জ) বৈজ্ঞানিক মানসিকতা, মানবতাবোধ এবং অনুসন্ধিৎসা ও সংস্কারের স্পৃহা বিকশিত করা;
(ঝ) সরকারী সম্পত্তি সংরক্ষণ করা ও হিংসা ত্যাগের শপথ গ্রহণ করা;
(ঞ) জাতি যাহাতে উদ্যম ও সাফল্যের উচ্চতর স্তরে সতত উন্নীত হয়, সেজন্য ব্যক্তিগত ও সমষ্টিগত কর্মপ্রচেষ্টার সকল ক্ষেত্রে উৎকর্ষের জন্য চেষ্টা করা।]
- ↑ সংবিধান (দ্বিচত্বারিংশ সংশোধন) আইন, ১৯৭৬, ১১ ধারা দ্বারা (৩.১.১৯৭৭ হইতে) সন্নিবেশিত।