ভারতের সংবিধান (২০২২)

ভারতের সংবিধান অন্য সংস্করণ দেখুন
বিধি বিভাগ অনূদিত

ভারতের সংবিধান

[সংবিধান (একশত পাঁচতম সংশোধন) আইন, ২০২১ পর্যন্ত যথা-সংশোধিত]

তৃতীয় সংস্করণ:, ২০২২

ভারত সরকারের পক্ষে পশ্চিমবঙ্গ সরকারের বিধি বিভাগ কর্তৃক প্রকাশিত ও
সরস্বতী প্রেস লিমিটেড (পশ্চিমবঙ্গ সরকারের একটি উদ্যোগ),
১১, বি. টি. রোড, কলকাতা-৭০০০৫৬ হইতে মুদ্রিত।

ভারতের সংবিধান

ভূমিকা

 ভারতের সংবিধানের বাংলা অনুবাদের প্রথম সংস্করণ বিধায়ী বিভাগ ১৯৮৩-তে প্রকাশিত হইয়াছিল। অতঃপর দ্বিতীয় সংস্করণ ১৯৮৭-তে প্রকাশিত হইয়াছিল।

  ইহা ৩য় (তৃতীয়) মুদ্রিত সংস্করণ। এই সংস্করণে, সংবিধান (একশত পাঁচতম) সংশোধন আইন, ২০২১ এবং ২৭২ ও ২৭৩ স. আ. সমূহ সহ অধুনাবদি কৃত সকল সংশোধন সন্নিবেশিত করিয়া সংবিধানের মূলপাঠ সদ্যতন করা হইয়াছে।

নতুন দিল্লী
১৭.০২.২০২২.

ডঃ রীটা বশিষ্ট

সচিব

ভারত সরকার

PREFACE

 The first edition of the Bengali version of the Constitution of India was published in 1983. Thereafter, the second edition was published in 1987.

 This is the 3rd (Third) hard print edition. In this edition, the text of the Constitution has been updated incorporating all the amendments made till date, including the Constitution (One Hundred and Fifth) Amendment Act, 2021 and C.O.s 272 and 273.

New Delhi
17.02.2022.

Dr. Reeta Vasishta
Secretary to the Government of India

সচিব
বিধি বিভাগ
পশ্চিমবঙ্গ সরকার
মহাকরণ
কলকাতা-৭০০ ০০১


D.O. NO....................

SECRETARY TO THE
GOVERNMENT OF WEST BENGAL
LAW DEPARTMENT
WRITERS’ BUILDINGS
KOLKATA-700 001


Date....................20

প্রাক্‌কথন

 বাংলায় ভারতের সংবিধানের প্রথম সংস্করণ ১৯৮৩-তে প্রকাশিত হইয়াছিল। অতঃপর, দ্বিতীয় সংস্করণ ১৯৮৭-তে প্রকাশিত হইয়াছিল।

 এক্ষণে সরকারী ভাষা শাখা, বিধি বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার, ১০৫-তম সংশোধন সহ সংশোধনসমূহ এবং ২৭২ ও ২৭৩ সা. আ. গুলি সন্নিবেশিত করিয়া ভারতের সংবিধানের বাংলা অনুবাদ প্রস্তুত করিয়াছেন। এই কাজ ভারত সরকারের বিধি ও ন্যায় মন্ত্রণালয়ের সরকারী ভাষা প্রশাখা-র সহিত পরামর্শক্রমে ও সমন্বয়ের মাধ্যমে সম্পন্ন হইয়াছে।

কলকাতা
০১.০৪.২০২২.

(পার্থ সারথি সেন)

সচিব
বিধি বিভাগ

পশ্চিমবঙ্গ সরকার

সচিব
বিধি বিভাগ
পশ্চিমবঙ্গ সরকার
মহাকরণ
কলকাতা-৭০০ ০০১


D.O. NO....................

SECRETARY TO THE
GOVERNMENT OF WEST BENGAL
LAW DEPARTMENT
WRITERS’ BUILDINGS
KOLKATA-700 001


Date....................20

FOREWORD

 The first edition of the Constitution of India in Bengali was published in 1983. Thereafter, the second edition was published in 1987.

 Now the Official Languages Branch, Law Department, Government of West Bengal has prepared a Bengali Version of the Constitution of India incorporating amendments upto 105th Amendment and C.O.s 272 and 273. The task was done in consultation and co-ordination with the Official Languages Wing of the Ministry of Law and Justice, Government of India.

KOLKATA
01.04.2022.


(PARTHA SARATHI SEN)

Secretary to the
Government of West Bengal

Law Department.

ভারতের সংবিধান

বিষয়সূচী

সংঘ ও উহার রাজ্যক্ষেত্র

প্রস্তাবনা
 
অনুচ্ছেদ
পৃষ্ঠা
১।
সংঘের নাম ও রাজ্যক্ষেত্র
 ··· ··· ··· 
২।
নূতন রাজ্যের অন্তর্ভুক্তি বা স্থাপনা
 ··· ··· ··· 
২ক।
[বাদ গিয়াছে]
৩।
নূতন রাজ্যসমূহ গঠন ও বিদ্যমান রাজ্যসমূহের আয়তন, সীমানা বা নামের পরিবর্তন
 ··· ··· ··· 
৪।
২ ও ৩ অনুচ্ছেদ অনুযায়ী প্রণীত বিধিতে প্রথম ও চতুর্থ তফসিলের সংশোধনের এবং অনুপূরক, আনুষঙ্গিক ও পারিণামিক বিষয়সমূহের বিধান থাকিবে
 ··· ··· ··· 

নাগরিকত্ব

৫।
সংবিধানের প্রারম্ভে নাগরিকত্ব
 ··· ··· ··· 
৬।
পাকিস্তান হইতে প্রব্রজন করিয়া ভারতে আগত কোন কোন ব্যক্তির নাগরিকত্বের অধিকার
 ··· ··· ··· 
৭।
পাকিস্তানে প্রব্রজনকারী কোন কোন ব্যক্তির নাগরিকত্বের অধিকার
 ··· ··· ··· 
৮।
ভারতের বাহিরে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূত কোন কোন ব্যক্তির নাগরিকত্বের অধিকার
 ··· ··· ··· 
৯।
স্বেচ্ছায় বিদেশী রাষ্ট্রের নাগরিকত্ব অর্জনকারী ব্যক্তিগণ নাগরিক হইবে না
 ··· ··· ··· 
১০।
নাগরিকত্বের অধিকার বহাল থাকা।
 ··· ··· ··· 
১১।
সংসদ বিধি দ্বারা নাগরিকত্বের অধিকার প্রনিয়ন্ত্রণ করিবেন
 ··· ··· ··· 

মৌলিক অধিকারসমূহ

সাধারণ

১২।
সংজ্ঞার্থ
 ··· ··· ··· 
১৩।
মৌলিক অধিকারের সহিত অসমঞ্জস বা উহার অপকর্ষক বিধি
 ··· ··· ··· 

সমতাধিকার

১৪।
বিধিসমক্ষে সমতা
 ··· ··· ··· 
১৫।
ধর্ম, প্রজাতি, জাতি, লিঙ্গ বা জন্মস্থানের হেতুতে বিভেদের প্রতিষেধ
 ··· ··· ··· 
১৬।
সরকারী চাকরির বিষয়ে সুযোগের সমতা
 ··· ··· ··· 
১৭।
অস্পৃশ্যতা বিলোপন
 ··· ··· ··· 
১৮।
উপাধি বিলোপন
 ··· ··· ··· 

স্বাধীনতার অধিকার

১৯।
বাক্‌স্বাধীনতা ইত্যাদি সম্পর্কিত কয়েকটি অধিকার রক্ষণ
 ··· ··· ··· 
২০।
অপরাধে দোষী সাব্যস্ত হওয়া বিষয়ে রক্ষণ
 ··· ··· ··· 
১০
২১।
প্রাণ ও দৈহিক স্বাধীনতা রক্ষণ
 ··· ··· ··· 
১১
২১ক।
শিক্ষার অধিকার
 ··· ··· ··· 
১১
২২।
কোন কোন ক্ষেত্রে গ্রেফতার ও আটক হইতে রক্ষণ
 ··· ··· ··· 
১১

শোষণ হইতে ত্রাণের অধিকার

২৩।
মনুষ্য ক্রয়-বিক্রয় ও বলপূর্বক শ্রম করাইয়া লওয়ার প্রতিষেধ
 ··· ··· ··· 
১২
২৪।
কারখানা ইত্যাদিতে শিশু নিয়োগের প্রতিষেধ
 ··· ··· ··· 
১৩

ধর্মস্বাধীনতার অধিকার

২৫।
বিবেকের স্বাধীনতা এবং স্বাধীনভাবে ধর্ম স্বীকার, আচরণ ও প্রচার
 ··· ··· ··· 
১৩
২৬।
ধর্মবিষয়ক কার্যাবলী পরিচালনার স্বাধীনতা
 ··· ··· ··· 
১৩
২৭।
কোন বিশেষ ধর্মের উন্নতির জন্য করদান সম্পর্কে স্বাধীনতা
 ··· ··· ··· 
১৪
২৮।
কোন কোন শিক্ষা-প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষাদানে বা ধর্মীয় উপাসনায় উপস্থিতি সম্পর্কে স্বাধীনতা
 ··· ··· ··· 
১৪

কৃষ্টি ও শিক্ষা বিষয়ক অধিকার

২৯।
সংখ্যালঘুবর্গের স্বার্থ রক্ষণ
 ··· ··· ··· 
১৪
৩০।
শিক্ষা-প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনে সংখ্যালঘুবর্গের অধিকার
 ··· ··· ··· 
১৪
৩১।
[বাদ গিয়াছে]
 ··· ··· ··· 

কোন কোন বিধির ব্যাবৃত্তি

৩১ক।
ভূসম্পত্তি ইত্যাদির অর্জন বিধানকারী বিধির ব্যাবৃত্তি
 ··· ··· ··· 
১৫
৩১খ।
কয়েকটি আইন ও প্রনিয়ম সিদ্ধকরণ
 ··· ··· ··· 
১৬
৩১গ।
কোন কোন নির্দেশক নীতিকে কার্যকর করে এরূপ বিধিসমূহের ব্যাবৃত্তি
 ··· ··· ··· 
১৭
৩১ঘ।
[বাদ গিয়াছে]
১৭

সাংবিধানিক প্রতিকারসমূহের অধিকার

৩২।
এই ভাগ দ্বারা অর্পিত অধিকারসমূহ বলবৎকরণের জন্য প্রতিকার
 ··· ··· ··· 
১৭
৩২ক।
[বাদ গিয়াছে]
 ··· ··· ··· 
১৮
৩৩।
বাহিনীসমূহ ইত্যাদির প্রতি প্রয়োগে এই ভাগ দ্বারা অর্পিত অধিকারসমূহ সংপরিবর্তন করিবার পক্ষে সংসদের ক্ষমতা
 ··· ··· ··· 
১৮
৩৪।
কোন ক্ষেত্রে সামরিক বিধি বলবৎ থাকিবার কালে এই ভাগ দ্বারা অর্পিত অধিকার সঙ্কোচন
 ··· ··· ··· 
১৮
৩৫।
এই ভাগের বিধানসমূহ কার্যকর করিবার জন্য বিধিপ্রণয়ন
 ··· ··· ··· 
১৮

রাজ্যের কর্মপদ্ধতির নির্দেশক নীতিসমূহ

৩৬।
সংজ্ঞার্থ
 ··· ··· ··· 
২০
৩৭।
এই ভাগের অন্তর্ভুক্ত নীতিসমূহের প্রয়োগ
 ··· ··· ··· 
২০
৩৮।
জনকল্যাণ প্রোণ্ণতকরণের জন্য রাজ্য কর্তৃক সমাজব্যবস্থা প্রবর্তন
 ··· ··· ··· 
২০
৩৯।
রাজ্য কর্তৃক অনুসরণীয় কয়েকটি কর্মপদ্ধতি সংক্রান্ত নীতি
 ··· ··· ··· 
২০
৩৯ক।
সম-ন্যায়বিচার এবং বিনা খরচে বৈধিক সহায়তা
 ··· ··· ··· 
২১
৪০।
গ্রাম পঞ্চায়ত সংগঠন
 ··· ··· ··· 
২১
৪১।
কর্ম ও শিক্ষা প্রাপ্তির এবং কোন কোন স্থলে সরকারী সাহায্য প্রাপ্তির অধিকার
 ··· ··· ··· 
২১

অনুচ্ছেদ ৪২। কর্মের ন্যায়সঙ্গত ও মানবোচিত শর্তাবলীর এবং প্রসূতি সহায়তার বিধান ৪৩। শ্রমিকগণের জন্য জীবনধারণোপযোগী মজুরী ইত্যাদি ৪৩ক। শিল্প-পরিচালনব্যবস্থায় কমিগণের অংশগ্রহণ ৪৩খ। সমবায় সমিতি প্রোগ্নতকরণ ভারতের সংবিধান ৪৪। নাগরিকগণের জন্য একই প্রকার দেওয়ানী সংহিতা ৪৫। প্রাক্-শৈশবাবস্থা পরিচর্যা এবং ছয় বৎসরের নিম্ন বয়সের শিশুর শিক্ষা ৪৬। তফসিলী জাতি, তপসিলী জনজাতি এবং অন্যান্য দুর্বলতর বিভাগের শিক্ষাবিষয়ক ও আর্থনীতিক স্বার্থ প্রোগ্নতকরণ ৪৭। খাদ্যপুষ্টির স্তরের ও জীবনধারণের মানের উত্তোলন এবং জনস্বাস্থ্যের উন্নতিকরণ রাজ্যের কর্তব্য ৪৮। কৃষি ও পশুপালনের সংগঠন ৪৮ক। পরিবেশের রক্ষণ ও উন্নতিবিধান এবং বন ও বন্যপ্রাণীর সংরক্ষণ ৪৯। জাতীয় গুরুত্বের স্মারক ও স্থান ও বস্তুসমূহের রক্ষণ ৫০। নির্বাহিকবর্গ হইতে বিচারপতিবর্গের পৃথক্করণ ৫১। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রোঃতকরণ ৫১ক। মৌলিক কর্তব্যসমূহ ৫২। ভারতের রাষ্ট্রপতি ৫৩। সংঘের নির্বাহিক ক্ষমতা ৫৪। রাষ্ট্রপতির নির্বাচন ৫৫। রাষ্ট্রপতি নির্বাচনের প্রণালী ৫৬। রাষ্ট্রপতিপদের কার্যকাল ৫৭। পুনর্নির্বাচনের জন্য যোগ্যতা ভাগ ৪ক মৌলিক কর্তব্যসমূহ ভাগ ৫ সংঘ অধ্যায় ১—নির্বাহিকবৰ্গ রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি

পৃষ্ঠা ২১ i i i e e t re 2 7 7 7 7 2 ২২ ২২ ২৪ ২৫ ২৫ ২৫ ২৭ ভারতের সংবিধান অনুচ্ছেদ ৫৮। রাষ্ট্রপতিরূপে নির্বাচিত হইবার যোগ্যতা ৫৯। রাষ্ট্রপতিপদের শর্তাবলী ৬০। রাষ্ট্রপতি কর্তৃক শপথ বা প্রতিজ্ঞা ৬১। রাষ্ট্রপতির বিরুদ্ধে মহাভিযোগার্থ প্রক্রিয়া... ৬২। রাষ্ট্রপতিপদের শূন্যতা পুরণার্থ নির্বাচন অনুষ্ঠানের কাল এবং আকস্মিক শূন্যতা পুরণের জন্য নির্বাচিত ব্যক্তির পদের কার্যকাল ৬৩। ভারতের উপ-রাষ্ট্রপতি ... ৬৪। উপ-রাষ্ট্রপতি পদাধিকারবলে রাজ্যসভার সভাপতি হইবেন ৬৫। রাষ্ট্রপতিপদের আকস্মিক শূন্যতার কালে অথবা তাঁহার অনুপস্থিতির কালে উপ-রাষ্ট্রপতি রাষ্ট্রপতিরূপে কার্য করিবেন অথবা রাষ্ট্রপতির কৃত্যসমূহ নির্বাহ করিবেন ৬৬। উপ-রাষ্ট্রপতির নির্বাচন ৬৭। উপ-রাষ্ট্রপতিপদের কার্যকাল ৬৮। উপ-রাষ্ট্রপতিপদের শূন্যতা পুরণার্থ নির্বাচন অনুষ্ঠানের কাল এবং আকস্মিক শূন্যতা পুরণের জন্য নির্বাচিত ব্যক্তির পদের কার্যকাল ৬৯। উপ-রাষ্ট্রপতি কর্তৃক শপথ বা প্রতিজ্ঞা ৭০। অন্য কোন আকস্মিক অবস্থায় রাষ্ট্রপতির কৃত্য নির্বাহ ... ৭১। রাষ্ট্রপতি বা উপ-রাষ্ট্রপতির নির্বাচন সম্বন্ধীয় বা তৎসম্পর্কিত বিষয়সমূহ ৭২। কোন কোন স্কুলে ক্ষমা ইত্যাদি করিবার এবং দণ্ডাদেশ নিলম্বিত রাখিবার, পরিহার করিবার বা লঘু করিবার পক্ষে রাষ্ট্রপতির ক্ষমতা ... ৭৩। সংঘের নির্বাহিক ক্ষমতার প্রসার মন্ত্রিপরিষদ ৭৪। রাষ্ট্রপতিকে সাহায্য ও মন্ত্রণাদানের জন্য মন্ত্রিপরিষদ ৭৫। মন্ত্রিগণ সম্পর্কে অন্য বিধানাবলী ৭৬। ভারতের এটর্নি- -জেন্দ্রল সরকারী কার্য চালনা ৭৭। ভারত সরকারের কার্য চালনা ৭৮। রাষ্ট্রপতিকে তথ্য সরবরাহ ইত্যাদি সম্পর্কে প্রধানমন্ত্রীর কর্তব্য ভারতের এটর্নি জেল্ ~ ~ G পৃষ্ঠা ২৭ ২৭ ২৮ ২৯ 2 ২৯ ৩০ ৩১ ৩১ ৩১ ৩১ ৩২ ৩২ ৩৩ ৩৩ 38 08 38 পাতা:ভারতের সংবিধান (তৃতীয় সংস্করণ, ২০২২).pdf/১৩ পাতা:ভারতের সংবিধান (তৃতীয় সংস্করণ, ২০২২).pdf/১৪ পাতা:ভারতের সংবিধান (তৃতীয় সংস্করণ, ২০২২).pdf/১৫ পাতা:ভারতের সংবিধান (তৃতীয় সংস্করণ, ২০২২).pdf/১৬ পাতা:ভারতের সংবিধান (তৃতীয় সংস্করণ, ২০২২).pdf/১৭ পাতা:ভারতের সংবিধান (তৃতীয় সংস্করণ, ২০২২).pdf/১৮ পাতা:ভারতের সংবিধান (তৃতীয় সংস্করণ, ২০২২).pdf/১৯ পাতা:ভারতের সংবিধান (তৃতীয় সংস্করণ, ২০২২).pdf/২০ পাতা:ভারতের সংবিধান (তৃতীয় সংস্করণ, ২০২২).pdf/২১ পাতা:ভারতের সংবিধান (তৃতীয় সংস্করণ, ২০২২).pdf/২২ পাতা:ভারতের সংবিধান (তৃতীয় সংস্করণ, ২০২২).pdf/২৩ পাতা:ভারতের সংবিধান (তৃতীয় সংস্করণ, ২০২২).pdf/২৪ পাতা:ভারতের সংবিধান (তৃতীয় সংস্করণ, ২০২২).pdf/২৫ পাতা:ভারতের সংবিধান (তৃতীয় সংস্করণ, ২০২২).pdf/২৬ পাতা:ভারতের সংবিধান (তৃতীয় সংস্করণ, ২০২২).pdf/২৭ পাতা:ভারতের সংবিধান (তৃতীয় সংস্করণ, ২০২২).pdf/২৮ পাতা:ভারতের সংবিধান (তৃতীয় সংস্করণ, ২০২২).pdf/২৯ পাতা:ভারতের সংবিধান (তৃতীয় সংস্করণ, ২০২২).pdf/৩০ পাতা:ভারতের সংবিধান (তৃতীয় সংস্করণ, ২০২২).pdf/৩১ পাতা:ভারতের সংবিধান (তৃতীয় সংস্করণ, ২০২২).pdf/৩২ পাতা:ভারতের সংবিধান (তৃতীয় সংস্করণ, ২০২২).pdf/৩৩ পাতা:ভারতের সংবিধান (তৃতীয় সংস্করণ, ২০২২).pdf/৩৪

এই লেখাটি ভারত সরকারের কপিরাইটভুক্ত একটি রচনা। তবে, ভারত সরকারের কিছু নির্দিষ্ট অধ্যাদেশের প্রতিরূপায়ন বা প্রকাশ কপিরাইট আইন, ১৯৫৭ (যথা সংশোধিত) অনুসারে কপিরাইটের লঙ্ঘন নয় বলে বিবেচিত হয়।

ভারত সরকারের এই রচনাগুলি কপিরাইট আইন, ১৯৫৭-এর ৫২(১)(q) ধারা অনুসারে পুনঃপ্রকাশ করা যেতে পারে—

  • আইনসভার আইন ব্যতীত যে কোন বিষয় যা সরকারি গেজেটে প্রকাশিত হয়েছে;
  • আইনসভার আইন, এই শর্তে যে আইনের সঙ্গে কোন টীকা বা অন্য কোন মৌলিক বিষয় থেকে থাকলে সেটিও প্রতিরূপের অংশ হবে;
  • সরকার-নিযুক্ত কোন সমিতি, আয়োগ, পরিষদ, পর্ষদ বা অন্য সমগোত্রীয় সংস্থার প্রতিবেদন, যা আইনসভায় পেশ করা হয়েছে এবং যার প্রতিরূপায়ন বা প্রকাশ সরকার কর্তৃক নিষিদ্ধ নয়;
  • আদালত, ট্রাইব্যুনাল বা অন্যান্য বৈচারিক কর্তৃপক্ষের যে কোনও রায় বা আদেশ, যদি তার প্রতিরূপায়ন বা প্রকাশ রায়- বা আদেশ-প্রদানকারী কর্তৃপক্ষের দ্বারা নিষিদ্ধ না হয়।

১২ ডিসেম্বর ২০০৭-এ প্রদত্ত "ইস্টার্ন বুক কোম্পানি ও অন্যান্য বনাম ডি.বি. মোদক ও অন্য" শীর্ষক ভারতীয় সুপ্রিম কোর্টের রায় আইনের এই ধারাটিতে বিবৃত বিষয়গুলিকে পাবলিক ডোমেইন হিসাবে ব্যাখ্যা করে।


এই রচনাটি মার্কিন যুক্তরাষ্ট্রেও পাবলিক ডোমেইন, কারণ এটি একটি সরকারি অধ্যাদেশ, স্থানীয় বা বিদেশী। দেখুন: কপিরাইট অফিসের কর্মপদ্ধতি তৃতীয় সংকলনের ৩১৩.৬(C)(২) অনুচ্ছেদ। এই জাতীয় দলিলগুলিতে "বৈচারিক মতামত, প্রশাসনিক অনুশাসন, আইনসভার আইন, সার্বজনিক অধ্যাদেশ এবং অনুরূপ সরকারি আইনী নথি" অন্তর্ভুক্ত রয়েছে।


কপিরাইট আইনের ধারা ৫২(১)(r) অনুযায়ী এই রচনার অনুবাদ প্রণয়ন বা প্রকাশ তখনই করা যাবে যখন সরকার কর্তৃক সংশ্লিষ্ট ভাষায় কোন অনুবাদ প্রকাশিত হয় নি কিংবা সরকারি অনুবাদ জনগণকে বিক্রির জন্য উপলব্ধ নয়। এই অনুবাদের একটি বিশিষ্ট স্থানে এই বক্তব্য থাকতে হবে যে, অনুবাদটি সরকার দ্বারা অনুমোদিত বা গৃহীত নয়।

কোন আইনের সরকারি অনুবাদ যদি প্রাধিকৃত পাঠ (কেন্দ্রীয় বিধি) আইন, ১৯৭৩ অনুসারে রাষ্ট্রপতির ক্ষমতাবলে জারি হয়ে থাকে, তবে তা মূল আইনের সমতুল্য এবং একইরকমভাবে পুনঃপ্রকাশযোগ্য।